চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড তাজা গুলিসহ একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ ) সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর পৌর শহরের মডেল মসজিদের পাশের একটি ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে জীবননগর থানা পুলিশ।
স্থানীয় এ পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর থানা পুলিশের একটি দল জীবননগর মডেল মসজিদের পাশের পরিত্যক্ত কক্ষে তল্লাশী করে একটি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।জীবননগর শহর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতস্ক বিরাজ করছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস বলেন, রবিবার সকালে জীবননগর উপজেলা মডেল মসজিদের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে মসজিদের কাজ করার সময় মিস্ত্রিদের থাকার জন্য একটা ঘর থেকে মালামাল নেওয়ার সময় তারা অস্ত্র ও গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে সেগুলো পুলিশ হেফাজতে নেয়।
এনআই