এইমাত্র
  • বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর
  • হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
  • আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী
  • 'অন্যায় করলে শাস্তি পাব' গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
  • আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
  • গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
  • ঈদের ছুটি শেষে রবিবার খুলছে পুঁজিবাজার
  • শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ
  • ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • আজ রবিবার, ২২ চৈত্র, ১৪৩১ | ৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    ভিজিএফের চাল চাওয়ায় রিকশাচালককে ঘুষি মারলেন ইউপি সদস্য

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম

    ভিজিএফের চাল চাওয়ায় রিকশাচালককে ঘুষি মারলেন ইউপি সদস্য

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম

    পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফ চাল বিতরণের সময় এক রিকশাচালককে ঘুষি মারার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহ আলম মাঝির বিরুদ্ধে।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রিকশাচালকের নাম মিরাজ মোল্লা। তিনি গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর আদর্শ গ্রামের ২নং ওয়ার্ডের আব্দুর রব মোল্লার পুত্র।

    ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সরকার ঈদ উপলক্ষে গলাচিপা সদর ইউনিয়নের ২৬৫০টি হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল সহায়তা দিয়েছে। তবে চাল বিতরণের সময় অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক সুবিধাভোগী অভিযোগ করেছেন, প্রকৃত দুঃস্থদের চাল না দিয়ে স্বজনপ্রীতি করা হয়েছে।

    ভুক্তভোগী রিকশাচালক মো. মিরাজ জানান, তিনি চাল চাইতে গেলে ইউপি সদস্য মো. শাহ আলম মাঝি তাকে ঘুষি মারেন এবং গলা ধাক্কা দিয়ে বের করে দেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ, চাল চাইতে গিয়ে মার খেতে হবে, এটা কি ঠিক?

    এ বিষয়ে ইউপি সদস্য মো. শাহ আলম মাঝি বলেন, আমি কাউকে মারিনি, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের সামনে মেম্বারের কাছে চাল চাইলে রিকশাচালক মিরাজকে ঘুষি মেরে বের করে দেওয়া হয়।

    এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, রিকশাচালককে বিষয়টি বুঝিয়ে বলা উচিত ছিল, গায়ে হাত তোলা ঠিক হয়নি।

    গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…