সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে ভ্রমণে এসে হার্ট অ্যাটাকে -তাচ্ছিল্য (১৪) নামের এক কিশোরী পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত ওই কিশোরী সিলেট নগরীর জল্লারপাড় এলাকার প্রলয়ের কন্যা। কিশোরী পর্যটকের মৃত্যুর বিষয়টি সময়ের কণ্ঠস্বর কে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
তিনি জানিয়েছেন, মৃত কিশোরীর পরিবার কোনো অভিযোগ করেনি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই তার মরদেহ পরিবার নিয়ে গেছে।
মৃত ওই কিশোরীর বাবা জানান, আগে থেকেই তাচ্ছিল্যের হার্টের সমস্যা ছিল। বুধবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাচ্ছিল্যসহ পরিবারের সবাইকে নিয়ে সাদাপাথর বেড়াতে আসেন। একপর্যায়ে তারা সবাই সাদাপাথরে হাঁটু পানিতে গোসল করতে নামেন। হঠাৎ তাচ্ছিল্য মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় জানান,শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু ঘটে। আমাদের কাছে (স্বাস্থ্য কমপ্লেক্সে) নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এনআই