কক্সবাজারের উখিয়ায় নৌবাহিনীর সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারি ইমাম হোসেনকে আটক করেছে। এসময় ক্রিস্টাল মেথ আইস ও দেশীয় তৈরি বেশ কয়েকটি রাম দা উদ্ধার করতে সক্ষম হয়।
বুধবার (২ এপ্রিল) বিকালে দিকে নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) অভিযানের সত্যতা গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।
তিনি জানান গোপন সংবাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের অন্তর্গত শফির বিল এলাকার চিহ্নিত মাদক কারবারি ইমাম হোসেনকে আটক করা হয়।
এরপর তার বসত বাড়ি তল্লাশি করে ক্রিস্টাল মেথ আইস,গাঁজা ও দেশীয় তৈরি ৭টি রাম দা ৩টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।আটককৃত মাদক কারবারি ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন বলে অভিযানিক দলের কাছে স্বীকার করেছেন।
উদ্ধারকৃত মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এনআই