শাহবাহ্ মসজিদে লাখো মুসল্লির অংশগ্রহণ, শেখ সালাহ বুখাতিরের তেলাওয়াতে মুখরিত রাত।
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী শাহবাহ্ মসজিদে গতকাল রাত ছিল এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী। দীর্ঘদিন পর দেশে ফেরা প্রবাসী মুসল্লিরা এই মনোমুগ্ধকর পরিবেশ মিস করেছেন বলে অনুভব করেছেন।
লাখো মুসল্লির উপস্থিতিতে গগনবিদারী শুদ্ধ ও মধুর তেলাওয়াত পরিবেশিত হয়, যা সমগ্র এলাকা আলোকিত করে তোলে। বিশেষ করে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্বারি, জনাব শেখ সালাহ্ বুখাতিরের সুরেলা কণ্ঠে কুরআনের তেলাওয়াত কাসেমী হাসপাতাল সংলগ্ন এলাকাজুড়ে প্রতিধ্বনিত হয়, যা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে।
এই স্মরণীয় রাতে উপস্থিত মুসল্লিরা এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। আল্লাহ যেন সকলের ইবাদত কবুল করেন—এমন দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এনআই