পাবনার ভাঙ্গুড়ায় ভিমরুলের কামড়ে খোকন আলী (৩৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খোকন আলী পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বৃ-লাহিড়ীবাড়ি মহাজির পাড়া গ্রামের আব্দুল কাদের বাঘার ছেলে। ভিমরুলের কামড়ে খোকনের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক বলে উল্লেখ করেন এলাকাবাসী।
আহতরা হলেন- ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের আলমের ছেলে আকাশ (১৭) ও আবু বক্করের ছেলে সৈকত (১৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই। তারা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সৈকত বলেন, কাজ শেষে বাড়িতে ফেরার পথে ভিমরুল আক্রমণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেয়েছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত বাড়ি ফিরতে পারি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল-আমিন হোসেন সময়ের কন্ঠস্বরকে বলেন, ভিমরুলে কামড়ানো একজনের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আকাশ ও সৈকত নামের দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনআই