জমির নিয়ে বিরোধে নাটোরের সিংড়ায় চার কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
শনিবার (২৯ মার্চ) সাড়ে ৫টার দিকে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কৃষক আব্দুল বারি মাঙ্গো (৬০) ও তার এক ছেলে সাজিদ আহমেদ (৪৩) এর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
আহত অন্যরা হলো আহত কৃষকের আরেক ছেলে তারেক হোসেন (৪৭) ও নাতি সোয়াদ (১৯)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাতারদিঘী ইউপি সদস্য বাবু মন্ডল জানান, আজ বিকালে ভুলবাড়িয়া মাঠে কৃষক আব্দুল বারী মাঙ্গোর জমির কাঁচা ধান কেটে জমি দখল নিতে যান প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক খাঁ, রুবেল হোসেন ও তার লোকজন। খবর পেয়ে জমিতে ছুটে যান কৃষক আব্দুল বারী মাঙ্গো ও তার ছেলেরা।
পরে ধান কাটতে মানা নিষেধ করায় ধারালো হাসুয়া দিয়ে সবাইকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক খাঁ, রুবেল হোসেন ও তার লোকজন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নিষেধ করায় তাকেও মারধর করা হয়েছে। তিনি বর্তমানে কালিগঞ্জ বাজারে চিকিৎসা নিচ্ছেন।
অভিযুক্ত আব্দুল রাজ্জাক খাঁ বলেন, আমাদের জমি ধান আমরা কাটতে গিয়েছি আমরা কারো জমি দখল করতে যাইনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া আফরিন বলেন, আহতদের মধ্যে কৃষক আব্দুল বারী মাঙ্গো ও সাজিদ আহমেদ এর অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী (রামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, দু’পক্ষের মারামারি হয়েছে খবর পেয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।
এনআই