এইমাত্র
  • প্রধান উপদেষ্টা ও মো‌দির বৈঠক হবে ব্যাংককে
  • বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস
  • শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা
  • চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে ২ জনের মৃত্যু
  • বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার
  • সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ২০১২ সালে ড. ইউনূস: ড. খলিলুর রহমান
  • আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল
  • মালয়েশিয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণ, আহত ১৪৫
  • চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম
  • তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
  • আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    রাজশাহীতে বোমা বিস্ফোরণে কলেজছাত্রের কবজি বিচ্ছিন্ন!

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:৪২ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:৪২ এএম

    রাজশাহীতে বোমা বিস্ফোরণে কলেজছাত্রের কবজি বিচ্ছিন্ন!

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:৪২ এএম

    রাজশাহীর বাঘায় বোমা তৈরী করতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেন(২০) নামের এক কলেজ ছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

    শনিবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের এক আম বাগানে এ ঘটনাটি ঘটেছে।

    আহত সজিব হোসেন উপজেলার জোতরাঘব উচ্চ বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাকিব হোসেন ও শাকিব হোসেন স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

    এ ঘটনা সাথে জড়িত ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে । সজিব হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক সাজিয়া খান তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন , একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) তিনজন মিলে নিজ এলাকার এক আম বাগানে বোমা তৈরী করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাম হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। সহযোগী রাকিব হোসেন ও শাকিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার রাকিব ও শাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে থানা- পুলিশ।

    এ বিষয়ে আহত সজিব হোসেনের পিতা জয়নাল হোসেন বলেন, ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে সাথে নিয়ে পটকা (বোমা)তৈরী করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের সজিব হোসেনের হাত ক্ষতিগ্রস্থ হয়েছে। তারা কোন পরিকল্পনা করার জন্য এ ঘটনা করেনি বলে দাবি করেন তিনি।

    এ বিষয়ে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি বলেন, ৫০০ বছরের ঈদমেলা নষ্ট করার টার্গেট নিয়ে তারা বোমা তৈরী করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি ।

    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ঘটনায় জিজ্ঞাসার ২জনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরণ আইনে মামলা করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…