যশোরে চালককে জিম্মি করে ইজিবাইক ছিনতাই করেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা।
শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজারের সন্নিকটে ঘটনাটি ঘটে। পুলিশ ইজিবাইক উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে।
বাহাদুরপুর গ্রামের বসির উদ্দীলের ছেলে সুমন হোসেন জানান, ঘটনার রাতে তিনি ইজিবাইক নিয়ে উপশহর নিউমার্কেট এলাকায় ছিলেন। এসময় যাত্রীবেশী একজন দুর্বৃত্ত আমবটতলা বাজারে আসার জন্য ইজিবাইকটি ভাড়া করে। পথিমধ্যে আব্দুলপুর বাজারের সন্নিকটে তিনি ইজিবাইক থামাতে বলে। এসময় ইজিবাইক থামানোর সাথেই সড়কের পাশে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, ইজিবাইকটি উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
পিএম