এইমাত্র
  • বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস
  • শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা
  • চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে ২ জনের মৃত্যু
  • বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার
  • সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ২০১২ সালে ড. ইউনূস: ড. খলিলুর রহমান
  • আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল
  • মালয়েশিয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণ, আহত ১৪৫
  • চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম
  • তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
  • চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • আজ বুধবার, ১৯ চৈত্র, ১৪৩১ | ২ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    কালকিনিতে পান বরজ আগুনে পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষতি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:১৮ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:১৮ পিএম

    কালকিনিতে পান বরজ আগুনে পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষতি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:১৮ পিএম

    মাদারীপুরের কালকিনিতে আগুনে পুড়ে গেছে প্রায় ১২০০ শত পানের বরজ এতে পান চাষীদের ক্ষতি হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার ।

    রবিবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। কালকিনি পৌর সভার ২ নং ওয়ার্ডের চর ঠেঙ্গামারা গ্রামে এ পানের বরজ গুলোতে আগুন লাগে।

    স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষ্যদর্শী জানায়, রবিবার বেলা ১২ঃ৩০ টার দিকে পানের বরজ গুলোর দক্ষিন পাশে একটি ছনের জমি রয়েছে সেই ছন গাছে স্থানীয় এক কৃষক আগুন দিলে দক্ষিনা হওয়ায় আগুনের ফুলকি এসে এই পানের বরজ গুলোতে লাগে আর এতেই আগুন লেগে যায় পানের বরজে এভাবেই সূত্রপাত হয় আগুনের এবং সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে পানের বরজের উপর এবং মূর্হুতের মধ্যেই পুড়ে যায় প্রায় ১২০০ শত পানের বরজ। কালকিনি ফায়ার সার্ভিসকে খবরের পাশাপাশি আগুন নিভানোর জন্য স্থানীয় লোকজন মসজিদে মাইকিং করে এবং যার যা আছে তাই নিয়ে আগুন নেভানোর কাজে নেমে পরে। ফায়ার সার্ভিস আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রনে নেয় স্থানীয় লোক জন।

    পান চাষী এনায়েত হোসেন বলেন, আমরা বরজের ভিতরে কাজ করতে ছিলাম হঠাৎ দেখি আগুন আর আগুন মূর্হুতের মধ্যে ছড়িয়ে পড়লো সবখানে। আমি শেষ, আমার স্বপ্ন শেষ। আমি এখন কি করবো জানিনা

    কালকিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খোকন জমাদার বলেন , দক্ষিণ চড় ঠেঙ্গামারা ০২ নং ওয়ার্ড বেপারী বাড়ী পানের বরজে যে আগুন লেগেছে স্থানীয় জনতা কতৃক চেষ্টা করে ব্যর্থ হলে পরে ৯৯৯ ফোন করে ফায়ার ফায়ার সার্ভিসের সহযোগিতা চায় পরবর্তীতে আমরা ঘটনা স্থানে গিয়ে দেখি স্থানীয় জনতা কতৃক আগুন নির্বাপন হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…