এইমাত্র
  • আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন
  • শাহবাগে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে দগ্ধ ৫
  • বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর
  • হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
  • আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী
  • 'অন্যায় করলে শাস্তি পাব' গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
  • আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
  • গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
  • ঈদের ছুটি শেষে রবিবার খুলছে পুঁজিবাজার
  • আজ রবিবার, ২৩ চৈত্র, ১৪৩১ | ৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ফুফু-ভাতিজি নিহত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:৫৯ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:৫৯ পিএম

    বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ফুফু-ভাতিজি নিহত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:৫৯ পিএম

    গাজীপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফুফু ও ভাতিজি নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির চালকসহ আরও তিন যাত্রী। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

    সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানাধীন শিববাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মৃত মিজান মিয়ার মেয়ে শিউলি আক্তার (৪০) ও তার (ভাতিজি) ভাই জুয়েল হোসেনের মেয়ে তাবাসসুম আক্তার (৫)। তারা গাজীপুর মহানগরীর আউটপাড়া এলাকায় বসবাস করতেন।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা শহরের দিকে যাচ্ছিল। শিববাড়ি মোড়ে পৌঁছালে এলিভেটেড সড়ক দিয়ে আসা দ্রুতগতির গাজীপুর পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিউলি আক্তার ও তাবাসসুমের মৃত্যু হয়।

    দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…