এইমাত্র
  • শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা
  • চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর পুড়ে ছাই
  • ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
  • অবরুদ্ধ গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
  • সিরাজগঞ্জে কারখানায় ডাকাতির এক মাস পর গ্রেপ্তার ৫
  • সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২১ মে
  • ফের সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে
  • ছাত্রদল নেতাকে গুলি করে পালানোর সময় পিস্তলসহ যুবক আটক
  • আজ মঙ্গলবার, ২ বৈশাখ, ১৪৩২ | ১৫ এপ্রিল, ২০২৫
    খেলা

    আর্সেনালের ঝড়ে হেরে গেল রিয়াল, ২২ ম্যাচ পর হার দেখল বায়ার্ন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ এএম

    আর্সেনালের ঝড়ে হেরে গেল রিয়াল, ২২ ম্যাচ পর হার দেখল বায়ার্ন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ এএম

    চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার (৮ এপ্রিল) দুইটি ম্যাচ ছিল। এক ম্যাচে রিয়ালকে আতিথ্য দিয়েছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন ও ইন্টার।

    এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের ১৭ মিনিটের ঝড়ে উড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। অপর ম্যাচে ইউরোপিয়ান কমপিটিশনে বায়ার্নের ২২ ম্যাচের অজেয় যাত্রা থামিয়েছে ইন্টার মিলান।

    আর্সেনাল ৩-০ রিয়াল মাদ্রিদ

    চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। রাইসের জোড়া গোলের পর জালের দেখা পেয়েছেন মিকেল মেরিনো। প্রায় ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নেয় আর্সেনাল, বিস্ময়করভাবে এর ১১টিই ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে রিয়াল ৯ শটের কেবল তিনটি লক্ষ‍্যে রাখতে পারে।

    প্রথমার্ধ থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে আর্সেনালে। প্রথম হাফে কোনো গোল না হলেও, পাঁচটি শট নেয় গানাররা। যার চারটি ছিল লক্ষ‍্যে। তবে দ্বিতীয় হাফে আর জাল অক্ষত রাখতে পারেনি রিয়াল। ৫৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন রাইস। যা ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।

    ৭০তম মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। আরেকটি দুর্দান্ত ফ্রি কিকে জাল খুঁজে নেন রাইস। পোস্ট ঘেঁষে যাওয়া তীব্র গতির শট ফেরানোর কোনো সুযোগই পাননি কোর্তোয়া। ৭৫তম মিনিটে ব্যবধান ৩-০ করেন মারিনো। ডি বক্সের মাথায় লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই স্প‍্যানিশ মিডফিল্ডার।

    যোগ করা সময়ের শেষ দিকে হতাশা প্রকাশ করে দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা। আগামী ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।

    বায়ার্ন মিউনিখ ১-২ ইন্টার মিলান

    রাতের আরেক কোয়ার্টার ফাইনালে বায়ার্নের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান। নিজেদের মাঠে ২২ ম্যাচের অজেয় যাত্রা থামল বায়ার্নের। ইউরোপ সেরার আসরে সবশেষ ২০২১ সালের এপ্রিলে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল বাভারিয়ানরা।

    ইন্টারের রক্ষণে চাপ ধরে রেখে প্রথমার্ধে ৭ শটের চারটি লক্ষ্যে রাখে বায়ার্ন। তবে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি তারা। উল্টো ৩৮ মিনিটে লাউতারো মার্টিনেজ সফরকারীদের এগিয়ে দেন। যেটি ছিল ইন্টারের প্রথম লক্ষ্যে রাখা শট।

    ইন্টারের হয়ে প্রথম গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

    দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। অবশেষে সেই সমতা আসে ম্যাচের ৮৫তম মিনিটে। মুলার বায়ার্নকে সমতায় ফেরান। কিছুদিন আগেই এই জার্মান ঘোষণা দিয়েছিলেন, চলতি মৌসুম শেষে বায়ার্ন ছাড়ছেন তিনি। তবে লিড আবারও ফিরে পেতে দেরি করেনি ইন্টার। ৮৮তম মিনিটে ফ্রাত্তেসি ইন্টারের হয়ে গোল করেন। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথ অনেকটা সহজ হয়ে গেল ইন্টারের। আগামী ১৬ এপ্রিল ইন্টারের মাঠে যাবে বায়ার্ন।

    এমআ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…