এইমাত্র
  • বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
  • লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
  • জিলাপির অপেক্ষায় থাকা সেই ওসি মনোয়ার হোসেন ক্লোজড
  • বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে
  • সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা
  • সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিলো সিঙ্গাপুর
  • শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • 'ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী': ট্রাম্প
  • ঝালকাঠিতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত জেলা ছাত্রলীগ নেতা কারাগারে
  • আজ বুধবার, ২ বৈশাখ, ১৪৩২ | ১৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পিএম

    প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পিএম

    কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। এছাড়া, আর অসুদোপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

    কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন শিক্ষার্থী। ফরম পূরণ করেও এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী।

    এছাড়াও, শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় বোর্ডের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এই ছয়টি জেলার ২৭৩টি কেন্দ্রের সংশ্লিষ্ট বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলো ১ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ জন। এ দিন পরীক্ষায় উপস্থিত ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৩৫ জন। অনুপস্থিত ছিলো ২ হাজার ৫৫৩ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিলো মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৭১ ভাগ। এর মধ্যে, কুমিল্লা জেলার ১০২ টি কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫২ হাজার ২১৫ জন৷ সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষায় এ জেলায় অংশগ্রহণ করেছে ৫১ হাজার ৪০৩ জন এবং অনুপস্থিত ছিল ৮১২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য কুমিল্লা জেলায় একজনকে বহিষ্কার করা হয়েছে। সে বরুড়া-৪ কেন্দ্রের শিক্ষার্থী ছিলো। এছাড়াও, চাঁদপুর জেলায় ৪৬ টি কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৪৩২ জন। এদের মধ্যে উপস্থিত ছিল ২২ হাজার ৯৫ জন এবং অনুপস্থিত ছিল ৩৩৭ জন শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৯ টি কেন্দ্রের মধ্যে ২১ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ২০ হাজার ৬৯৩ জন এবং অনুভূতি ছিলেন ৫৭২ জন। নোয়াখালী জেলার ৪২ টি কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার ৩০ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৪ হাজার ৫৮৬ জন এবং অনুপস্থিত ছিল ৪৪৪ জন। ফেনী জেলার ২২টি কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৫১৩ জন। এদের মধ্যে উপস্থিত ছিল ১৪ হাজার ৩৩৬ জন এবং অনুপস্থিত ছিল ১৭৭ জন। লক্ষ্মীপুর জেলায় ২২ টি কেন্দ্রের মধ্যে ১৪ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল ১৩ হাজার ৯২২ জন এবং অনুপস্থিত ছিল ২১১ জন পরীক্ষার্থী।

    শিক্ষাবোর্ড সূত্রে আরো জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছেন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এছাড়াও, এবার কুমিল্লা বোর্ডে ২৩ জন শ্রুতিলেখকের সহযোগীতায় পরীক্ষা, দুজন পরীক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

    কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম বলেন, প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, সবগুলো পরীক্ষাই সুন্দরভাবে সম্পন্ন হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…