ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময়রেখা বা টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টাইমলাইন অনুযায়ী মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নির্বাচনের প্রক্রিয়া কোন মাসে চলবে, সে বিষয়টি চূড়ান্ত করা হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্বাস করে যে ডাকসু প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও এ নির্বাচনের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। এই বাস্তবতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে ডাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন গত ডিসেম্বর থেকেই সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, অগ্রগতি ও করণীয় বিষয়ে একটি সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, মে মাসের প্রথম ভাগে নির্বাচন কমিশন গঠনের কাজ সম্পন্ন হবে এবং মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।