এইমাত্র
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • যশোরে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন
  • চুরি করতে গিয়ে বোনের শাশুড়িকে জবাই করে হত্যা
  • আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক
  • যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত: হামাস
  • কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না: কাদের
  • জীবনের শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন শাফিন
  • ট্রেন চলাচলের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: রেলওয়ে
  • এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    মহানবীকে (সা.) কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস, ১০ বছরের কারাদণ্ড

    সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৫:৩৮ পিএম
    সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৫:৩৮ পিএম

    মহানবীকে (সা.) কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস, ১০ বছরের কারাদণ্ড

    সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৫:৩৮ পিএম

    মহানবীকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় টিটু রায়ের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

    মঙ্গলবার (২৩ মে) দুপুরে সাইবার ট্রাব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামি টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন।

    মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ নভেম্বর রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে কটুক্তি করে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় ৬ নভেম্বর খলেয়া ইউনিয়নের ব্যবসায়ী রাজু আহমেদ বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে টিটু রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৬ বছর ১৭ জন স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত বুধবার এ রায় প্রদান করেন। রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

    আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত রায় বলেন, ফরেনসিক রিপোর্টে টিটু রায়ের ধর্মীয় অবমাননা করে স্ট্যাটাস দেয়ার কোন প্রমান পাওয়া যায়নি। আমরা এনিয়ে উচ্চ আদালতে আপিল করব।

    সরকার পক্ষের আইনজীবী রুহুল আমিন বলেন, ঠাকুরপাড়া তান্ডবের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে ধর্মীয় অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার একটি মামলার রায়ে টিটু রায়কে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মামলায় ১৭ জনের সাক্ষীর সাক্ষ্য নেয়া হয় এবং যুক্তি-তর্ক শেষে এই রায় ঘোষণা করা হয়েছে।

    উল্লেখ্য, মহানবীকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ২০১৭ সালের ১০ নভেম্বর জুমা নামাজের পর টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। পরে কয়েক হাজার মানুষ ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাট করে তান্ডব চালায়।

    এ নিয়ে স্থানীয় মুসল্লী ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। বিষয়টি জাতীয় ও আন্তজাতিক পর্যায়ে আলোচনায় আসে। এই ঘটনাকে কেন্দ্র্র করে বেশ কয়েকটি মামলাও হয়েছে।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…