৩য় নগর কৃষি মেলার আয়োজন করবে নগর কৃষি ফাউন্ডেশন
"নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন, প্রয়োজন নগর কৃষির সুরক্ষিত সম্প্রসারণ" প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী রাজধানী উচ্চ বিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ৩য় নগর কৃষি মেলা। নগর কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর (শনিবার) হতে ঢাকার আগারগাঁও এ অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয়ে এই কৃষি মেলা শুরু হতে যাচ্ছে। নগরীয় পরিবেশ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করণে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ, সম্পৃক্তকরণ, পরামর্শ ও উপকরণ বিতরণকে কেন্দ্র করে প্রতি বছর এই কৃষি মেলার আয়োজন করা হয়। মেলার আয়োজনে প্রায় ৮০টি স্টল থাকবে। যেখানে ৩০টি নার্সারী, ২০টি ব্যক্তি নগর কৃষি উদ্যোক্তা, ৩টি এনজিও, ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ৫টি ফুড কর্ণারসহ সামাজিক গ্রুপ এবং নগর কৃষি কর্নার থাকবে। এছাড়া ৬দিন ব্যাপী আয়োজনে নগর কৃষি সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১০টি সেমিনার ও ওয়ার্কশপ থাকবে৷ এই আয়োজনে স্কুলের ছেলে-মেয়েদের জন্য পরিবেশ, কৃষি ও প্রাণ-প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতা, গাছ পরিচিতি, চিত্রাংকন, প্রশিক্ষণ ইত্যাদি নানা আয়োজন থাকবে।শেকৃবির অধ্যাপক ড. আবুল হাসনাত এম সোলায়মানের সভাপতিত্বে ৩য় নগর কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইফুল আলম, জনাব, চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী।এবি