এইমাত্র
  • হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে : তারেক রহমান
  • জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম: জামায়াত আমীর
  • ইজতেমা মাঠ ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার
  • মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে গেছে বলেই খুনিদের নামে স্লোগান হয়: সারজিস
  • অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
  • পিলখানা হত্যা মামলার ফের তদন্ত চায় ভুক্তভোগীদের পরিবার
  • ‘রাজনীতিবিদরাই যদি সংস্কার করেন, তাহলে ৫৩ বছর তারা কী করেছেন’: রিজওয়ানা
  • পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায়ও সূর্যের হাসি
  • রাখাইনের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
  • বুদ্ধিজীবী দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • আজ শুক্রবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ ডিসেম্বর, ২০২৪

    তথ্য-প্রযুক্তি

    হোয়াটসঅ্যাপে যুক্ত হলো টাইপিং ইন্ডিকেটার্স ফিচার
    জনপ্রিয়তা বেড়েই চলেছে হোয়াটসঅ্যাপের। ব্যবহারকারীদের জন্য নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করছে মেটা। এবার এক নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপনতুন এই ফিচারটি মূলত টাইপিং ইন্ডিকেটার্স। অর্থাৎ ওয়ান-অন-ওয়ান চ্যাট হোক কিংবা গ্রুপ চ্যাট, কেউ টাইপ করতে শুরু করলেই বাকিরা দেখতে পাবেন ৩টি বিন্দুর ‘বাবল’। যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন। শুধু তাই নয়, ওই তিনটি বিন্দুর পাশেই দেখা যাবে সেই ইউজারের প্রোফাইল ছবি। আইওএস এবং অ্যান্ড্রয়েড, ২ ধরনের ডিভাইসেই এই ফিচার চালু করা হয়েছে। ইউজারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই পরিকল্পনা বলে জানা যাচ্ছে। বিশেষ করে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই ফিচার বিশেষ ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে। এতে ইউজারদের পক্ষে বোঝা সম্ভব হবে গ্রুপে এই মুহূর্তে কারা অ্যাকটিভ আছেন। ফলে ‘রিয়েল টাইমে’ ভাবনার আদান-প্রদান আরও সহজ হবে।এদিকে হোয়াটসঅ্যাপ এনেছে আর এক ফিচার। যার নাম ‘লিস্টস’। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি কাজে দিবে।এইচএ
    স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ
    মোবাইল ইন্টারনেট ব্যবহারে মিশর, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, গুয়াতেমালা ও মেক্সিকোর মতো দেশগুলো বাংলাদেশের চেয়ে এগিয়ে।স্মার্টফোনের মালিকানা এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বের চারটি অঞ্চলের ১২টি নিম্ন-মধ্যম আয়ের দেশের মধ্যে তালিকার নিচের দিকে অবস্থান করছে বাংলাদেশ। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (জিএসএমএ) চলতি বছরের অক্টোবরে 'দ্য স্টেট অব মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি ২০২৪' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিম্নমধ্যম আয়ের ১২টি দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের শহরাঞ্চলে ৪১ শতাংশ এবং গ্রামাঞ্চলে ২৬ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শহরে হার ৪৩ শতাংশ এবং গ্রামে ২৭ শতাংশ। মোবাইল ইন্টারনেট ব্যবহারে মিশর, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, গুয়াতেমালা ও মেক্সিকোর মতো দেশগুলো বাংলাদেশের চেয়ে এগিয়ে। শুধু ইথিওপিয়া ও উগান্ডা বাংলাদেশের পেছনে রয়েছে।দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারে শহরের হার ৪০ শতাংশ ও গ্রামের ২৪ শতাংশ। তুলনায় ইথিওপিয়া ছাড়া অন্য সব দেশই এগিয়ে।জিএসএমএ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল দক্ষতার অভাব বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারের প্রধান বাধা। শহরাঞ্চলের ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাজনিত উদ্বেগ এবং গ্রামাঞ্চলের জন্য খরচের বিষয়টি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে উঠে এসেছে।স্মার্টফোনের উচ্চমূল্যও বড় একটি কারণ। শহরের ৮ শতাংশ এবং গ্রামের ১১ শতাংশ মানুষ স্মার্টফোনের উচ্চমূল্যের কারণে এটি ব্যবহার করতে পারছেন না। এছাড়া, সাক্ষরতার অভাবের কারণে শহরের ২৮ শতাংশ এবং গ্রামের ১৯ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।তবে কিছু অগ্রগতি হয়েছে—মোবাইল ইন্টারনেট সম্পর্কে সচেতনতার হার ২০১৯ সালে ৭২ শতাংশ থেকে ২০২৩ সালে ৭৫ শতাংশে বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।এইচএ
    ভারতের পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয়: রিউমার স্ক্যানার
    সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা ও ভারতের জাতীয় পতাকার প্রসঙ্গ যুক্ত একটি বিতর্কিত ছবি নিয়ে যে আলোচনা সৃষ্টি হয়েছে, তা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ফ্যাক্ট-চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে। ছবিটির প্রসঙ্গে বিশেষ করে রিভার্স ইমেজ সার্চ, আলোর প্রতিফলন, এবং অন্যান্য ভিজ্যুয়াল বৈশিষ্ট্য বিশ্লেষণ করে অসংগতি শনাক্ত করা হয়েছে।এই ঘটনা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক নিয়ে ছড়ানো অপপ্রচার এবং ভুল তথ্যের একটি উদাহরণ। রিউমার স্ক্যানারের মতে, ছবিটির বিকৃতি চিহ্নিত করা গেছে যেমন:ডান পায়ের আঙুলের অস্বাভাবিকতা: ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের আঙুল অর্ধেক দেখা গেছে, যা এআই-জেনারেটেড ছবির ক্ষেত্রে সাধারণ।পতাকার ভাঁজ ও অঙ্গভঙ্গি: বাংলাদেশের পতাকার লাল বৃত্ত এবং পরিধানের কাপড়ের ভাঁজও বাস্তবসম্মত নয়।আলোর ছায়া ও প্রতিফলন: ছবিতে আলোর ছায়া এবং ব্যক্তির চোখের অভিব্যক্তি প্রকৃত ঘটনার তুলনায় অপ্রাকৃত মনে হয়েছে।এছাড়া, বিভিন্ন এআই শনাক্তকরণ টুল এবং ডিপফেক শনাক্তকারী প্ল্যাটফর্ম ট্রুমিডিয়া নিশ্চিত করেছে যে ছবিটি ম্যানিপুলেটেড এবং বাস্তব কোনো ঘটনার প্রমাণ নয়।এসএফ
    ইনস্টাগ্রামে ‘রিসেট’ টুল আনছে মেটা
    ইনইস্টাগ্রাম হলো ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা। এবার ব্যবহারকারীদের জন্য ‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম। যেখানে অ্যাপটির রেকমেন্ডেশন পুরোপুরিভাবে রিসেট করার সুযোগ মিলবে। সম্প্রতি এমন সুখবর দিয়েছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটি।নিজেদের রিকমেন্ডেশনে যা দেখছেন, অনেক সময় তা নিয়ে সন্তুষ্ট থাকেন না ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তাই এ সমস্যার কারণে তাদের সেই মুশকিল আসান হতে চলেছে মেটা। কারণ ব্যবহারকারীরা শিগগিরই রিসেট বাটনে চাপ দিতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের এক্সপ্লোর, রিলস ও ফিড সেকশনে প্রদর্শিত কনটেন্ট ক্লিয়ার করে রিফ্রেশ করে দিতে পারবেন।মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের রিকমেন্ডেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পার্সোনালাইজ হতে শুরু করবে। আর কেমন কনটেন্ট তারা দেখেন এবং কেমন ধরনের অ্যাকাউন্টের সঙ্গে তারা আলাপচারিতা করেন, তার ভিত্তিতে ব্যবহারকারীদের নতুন কনটেন্ট দেখানো হবে।মেটা আরো জানিয়েছে, ইনস্টাগ্রামের নতুন রিসেট ফিচারটি নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য শিগগিরই এই ফিচার রোলআউট করা হবে। কন্টেন্ট রিকমেন্ডেশন রিসেট করার জন্য সেটিংস অ্যান্ডজিটিতে যেতে হবে। এরপর কনটেন্ট প্রিফারেন্স দিতে হবে। এবার রিসেট সাজেস্টেড কনটেন্টে ক্লিক করতে হবে।রিসেটিংয়ের সময় ব্যবহারকারীরা সেই অ্যাকাউন্ট দেখতেই সক্ষম হবেন, যেগুলো তারা ফলো করছেন। এর ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টকে আনফলো করে দিতে পারেন, যেগুলো থেকে শেয়ার হওয়া কনটেন্ট তারা পছন্দ করেন না।এইচএ
    এবার গ্রহাণু অনুসন্ধানে মহাকাশে যাচ্ছে ‘রোবট বিড়াল’
    গ্রহাণু অনুসন্ধানে বিপ্লব ঘটাবে বিড়াল। শুনতে অবাক লাগলেও আসলে বিড়াল থেকে অনুপ্রাণিত হয়ে এমনই এক রোবট বানিয়েছেন চীনা বিজ্ঞানীরা। তাদের দাবি বিড়াল রোবটটি কম মাধ্যাকর্ষণ রয়েছে এমন পরিবেশেও আটকে থাকবে। বিড়ালের মতো দেহের ভঙ্গিমা পরিবর্তন করে এটি। চার পাওয়ালা এ রোবটটির জন্য এক বিশেষ ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছেন চীনের ‘হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা। বিড়ালদের পা মোচড়ানো ও সফলভাবে থাবা দেওয়ার সক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে এ রোবটটি বানিয়েছেন তারা। গবেষণাটি গত মাসে প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘জার্নাল অফ অ্যাস্ট্রোনটিক্স’-এ। প্রকাশিত নিবন্ধ বলছে, সমন্বিতভাবে নিজের চারটি পা নাড়াতে ও পড়ন্ত অবস্থায় নিজের ভঙ্গিমাও সামঞ্জস্য করতে পারে এটি।২০১৮ সালে পৃথিবী থেকে প্রায় ২৮ কোটি কিলোমিটার দূরে পাথুরে গ্রহাণু ‘রিয়ুগু’তে কাঁচের বয়াম আকারের দুটি জাম্পিং রোভার পাঠিয়ে ইতিহাস তৈরি করেছিল জাপান। এ মিশনে সাফল্যের পর গ্রহাণু ও চাঁদ অনুসন্ধানের জন্য নতুন ধরনের রোবট তৈরি করছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা। চলতি বছরের শুরুর দিকে গ্রহাণু ও চাঁদের মতো কম মাধ্যাকর্ষণ রয়েছে এমন পরিবেশে চলাচলের জন্য ‘স্পেসহপার’ নামের এক তিন পাওয়ালা লাফ দেওয়া রোবট উন্মোচন করেছেন সুইজারল্যান্ডের পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি ‘ইটিএইচ দজুরিখ’-এর গবেষকরা।এসএফ 
    রোববার ৩ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট সেবা
    কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের (SMW4) ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণের কারণে আগামী রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ৩ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।শনিবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।এতে বলা হয়, আগামী সোমবার (২ ডিসেম্বর) রাত ৩টা (১ ডিসেম্বর দিবাগত রাত ৩টা) থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ২ ঘণ্টা ৫৯ মিনিট কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের (SMW4) চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের নিকট এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের নিকট কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এই সময়ে SMW4 এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিপিএলসি।এসএফ  
    ইসকনের ওয়েবসাইট বন্ধ
    বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ওয়েবসাইট বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, (Bandwhidth Limit Execceded, Server is temporary unavilable)।এরই মধ্যে দেশজুড়ে ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। ইসকন নিষিদ্ধের দাবিতে একটি রিট শুনানিকালে হাইকোর্টের এক বিচারক বলেছেন, ‘রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে, তাতে আমরা সন্তুষ্ট। এটা রাষ্ট্রের দায়িত্ব। তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, আদালতের আর কিছু করার নাই।’ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ থেকে এ মন্তব্য আসে।উল্লেখ্য যে, ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব থাকলেও অনেক দেশে সংগঠনটি নিষিদ্ধ। এটির প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ১৯৬৬ সালের ১৩ জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয়। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয়। ভক্তিযোগ বা কৃষ্ণভাবনামৃত সংস্কৃতি হাজার বছরের ধরে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির।এফএস
    হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হচ্ছে নতুন ফিচার
    বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে।অনেকে অসংখ্য গ্রুপে যুক্ত থাকছেন হোয়াটসঅ্যাপে। তবে সব গ্রুপে অ্যাক্টিভ থাকা সম্ভব হচ্ছে না। যাদের এই সমস্যায় পড়তে হচ্ছে, তাদের জন্য নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ। গ্রুপের মধ্যে যোগাযোগ বাড়াতে নতুন ফিচার আনতে চলেছে মেটা। এতে গ্রুপের সব তথ্য ইউজারের হাতের মুঠোয় থাকবে।ফিচার নাম ‘গ্রুপ মেনশন ফিচার’। ইউজাররা এই ফিচারের সাহায্যে এখন স্ট্যাটাস আপডেটে পুরো গ্রুপ চ্যাট দিতে পারবেন। ফলে সহজেই তথ্যের আদান প্রদান করতে পারবে অ্যাকটিভ গ্রুপগুলো। গ্রুপ সদস্যদেরও সুবিধা হবে। এমনটাই জানিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।ওয়েবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এই ফিচার অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য রোল আউট করা হয়েছে। এতে স্ট্যাটাসে গ্রুপ চ্যাট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ইউজারকে। সঙ্গে সঙ্গে গ্রুপের মেম্বারদের কাছে নোটিফিকেশন যাবে। পাশাপাশি ব্যক্তিগত চ্যাটে মেসেজও। অবশ্য সাধারণ ইউজাররা কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।আসলে গ্রুপে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা, মেসেজ বা ইভেন্টের কথা জানানো হলেও অনেক মেম্বারেরই নজর এড়িয়ে যায়। তখন আলাদা আলাদা করে সবাইকে বলতে হয়। এই ফিচারের ফলে ম্যানুয়ালি জানানোর আর প্রয়োজন পড়বে না। একসঙ্গে সব মেম্বারই গুরুত্বপূর্ণ আপডেট বা ঘোষণা জেনে যাবেন।এখানেই শেষ নয়। এই ফিচারের আরও সুবিধা রয়েছে। স্ট্যাটাস দেখার জন্য নির্দিষ্ট কনট্যাক্টের প্রাইভেসি সেটিংসও বদলাতে হবে না। গ্রুপে উল্লেখ করার সঙ্গে সঙ্গে সেই গ্রুপের সব সদস্য স্ট্যাটাস আপডেট দেখতে পাবেন, এমনকী যারা গ্রুপ চ্যাট মিউট করে রেখেছেন তারাও। ফলে সমস্ত সদস্যের কাছে এমনকী যারা অ্যাকটিভ নন তাদের কাছেও গ্রুপের সব তথ্য পৌঁছে যাবে।‘গ্রুপ মেনশন ফিচার’-এর পাশাপাশি ডায়রেক্ট মেসেজ বা ডিএম-এর জন্য নতুন ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের নাম ‘কাস্টম লিস্ট’। এর মাধ্যমে ইউজার তাদের কনট্যাক্টগুলোকে কাস্টমাইজড করতে পারবেন। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করার সুযোগ থাকছে। এর ফলে ইউজারের ইনবক্স গোছানো থাকবে। নির্দিষ্ট কোনো কনট্যাক্ট খুঁজে বের করতে বিশেষ পরিশ্রম করতে হবে না।আবার যে সব কনট্যাক্টের সঙ্গে নিয়মিত চ্যাট বা গুরুত্বপূর্ণ কথোপকথন হয়, সেগুলোকেও আলাদা করে রাখতে পারবেন ইউজার। দরকারের সময় খুঁজে পেতে সুবিধা হবে। ঘাঁটাঘাঁটি করতে হবে না। সহজেই কাজ করতে পারবেন। এতে যেমন ইউজারের পরিশ্রম তেমনই সময়ও।এইচএ
    বিক্রি হয়ে যাচ্ছে গুগল ক্রোম
    ইন্টারনেটে কিছু খুঁজে বের করতে গুগল ক্রোমে ভরসা রাখেন সবাই। কারণ নেট দুনিয়ার সার্চ ইঞ্জিন জগতে একচ্ছত্র আধিপত্য রয়েছে গুগলের এই ক্রোম ব্রাউজারের (Chrome Browser)। অথচ আরও অনেক সার্চ ইঞ্জিন কিংবা ব্রাউজারই কিন্তু চালু রয়েছে। কিন্তু বেশিরভাগ ইউজারই সেগুলো ব্যবহার করেন না, বা করার কথা তাদের মনেও থাকে, খেয়ালেই আসে না। কিন্তু এবার এক বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ গুগলের এই একচ্ছত্র আধিপত্য আর ভাল চোখে দেখছে না মার্কিং যুক্তরাষ্ট্রের সরকার। সেই কারণে এক বিরাট সিদ্ধান্ত উপনীত হয়েছে তারা।মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রস্তাব এনেছে গুগলের থেকে ক্রোমকে আলাদা করে দেওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এক বিচারককে বলেছে তিনি যেন গুগলের থেকে ক্রোমকে আলাদা করে বিক্রি করে দেওয়ার নির্দেশ জারি করেন। অর্থাৎ গুগল কর্তৃপক্ষকে তাদের ক্রোম ওয়েব ব্রাউজার বিক্রি করার কথা বলা হয়েছে মার্কিং সরকারের তরফে।গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি হলে এর সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাসিক ৩০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারীর কারণে ক্রোমের এমন উচ্চমূল্যায়ন করা হয়েছে।গুগল ক্রোম ব্রাউজারের রমরমা গোটা বিশ্বেই। অ্যান্ড্রয়েড সিস্টেমের পাশাপাশি অন্য ডিভাইসেও ক্রোমের ব্যবহার বেশি। প্রতি মাসে এই সার্চ ইঞ্জিনের অ্যাক্টিভ ইউজার ৩০০ কোটির বেশি। এই বিপুল সংখ্যক গ্রাহকের জেরে বিজ্ঞাপন থেকে বিপুল আয় হয় গুগলের। কারণ অনলাইন সার্চ মার্কেটের ৯০ শতাংশ গুগলের দখলে।কিন্তু গুগল যদি ক্রোম বিক্রিতে বাধ্য হয়, সে ক্ষেত্রে এর দাম কত উঠতে পারে, তা জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। গুগল ক্রোমের দাম উঠতে পারে দুই হাজার কোটি মার্কিন ডলার!এই বিপুল দাম দিয়ে গুগল ক্রোম কেনার ক্ষমতা খুব কম সংস্থারই রয়েছে। এ বিষয়ে এক বিশ্লেষক ব্লুমবার্গকে জানিয়েছে, অ্যামাজনের মতো টেক জায়ান্ট ক্রোম কিনতে সক্ষম। আবার ক্রোম কেনার দৌড়ে ওপেনএআই অংশগ্রহণ করতে পারে বলে দাবি ওই বিশ্লেষকের। নিজেদের পরিধি বৃদ্ধিতে সার্চ ইঞ্জিন কিনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলো।গুগল ক্রোমের রেভিনিউ নিয়ে আলাদা করে তথ্য দেয় না গুগল। গুগলের সামগ্রিক রিপোর্টে এই সংক্রান্ত তথ্য মেলে। তবে স্ট্রিম এবং বিজ্ঞাপনের মাধ্যমে ক্রোমের আয় যে বিপুল, তা ইউজার সংক্রান্ত তথ্য থেকেই বোঝা যায়।সম্প্রতি কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অজয় মেহতা যুগান্তকারী রায়দান করেছিলেন। গুগলের উদ্দেশ্যে একচেটিয়া ব্যবসা করা এবং অন্যান্য কোনও সংস্থাকেই সুযোগ না দেওয়ার গুরুতর অভিযোগ এনে তোপ দেগেছিলেন তিনি। সেটাই হল সূত্রপাত। বিগত কয়েক বছরের একাধিক নামিদামি প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে 'একচ্ছত্র আধিপত্য'- এর অভিযোগ এনে তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে মার্কিং যুক্তরাষ্ট্র সরকার। সেই তালিকায় অ্যামাজন, মেটার মতো নাম রয়েছে গুগলেরও। এইসব সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায় একাধিপত্য রয়েছে সংস্থাগুলির। এর পাশাপাশি অন্যান্য সংস্থার জন্য বাজারে ব্যবসার জায়গাই ছাড়ে না এই বড় বড় টেক জায়ান্টগুলি।উল্লেখ্য, সার্চ ইঞ্জিন হিসেবে হোক কিংবা প্রযুক্তিগত অন্যান্য অনেক ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য, বেআইনি আচরণ এবং বাজারচলতি বাকি সংস্থাগুলিকে কার্যত ব্যবসায়িক প্রতিযোগিতায় নামতে না দেওয়ার যে কার্যক্রম এতদিন গুগল চালিয়ে আসছিল তা বন্ধ করতেই ক্রোমকে বিক্রি করে আলাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর হলে আগামী দিনে ইউজাররা আরও অনেক ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন ব্যবহারের সুযোগ নিশ্চিত ভাবেই পাবেন। সেখানে কাজের ধরণও অন্যরকমের হবে বলে আশা করা হচ্ছে।এইচএ 
    বদলে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার
    ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর। মেসেঞ্জারে নতুন নতুন ফিচারের মাধ্যমে অনেক পরিবর্তন নিয়ে আসছে মেটা। মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার আসছে উন্নত এইচডি ভিডিও কল, বিশেষ ব্যাকগ্রাউন্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক নতুন ফিচার।ফেসবুক মেসেঞ্জারের নতুন বৈশিষ্ট্যসমূহ:এইচডি ভিডিও কল ফিচার: ফেসবুক মেসেঞ্জারে এবার থেকে এইচডি ভিডিও কলিং সুবিধা পাওয়া যাবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আরও স্পষ্ট এবং উচ্চ-মানের ভিডিও কলের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কলের সময় অবাঞ্ছিত শব্দ দূর হয়ে কলের গুণমান আরও উন্নত হবে।ওয়াই-ফাই এবং মোবাইল ডেটার জন্য ভিন্ন সেটিংস: ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য ডিফল্টরূপে এইচডি ভিডিও কল চালু থাকবে। তবে মোবাইল ডেটা ব্যবহার করে কল করার সময় এইচডি অপশনটি ম্যানুয়ালি চালু করতে হবে। এছাড়াও কল সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড শব্দ এবং ভয়েস আলাদা করার ফিচারটি চালু করা যাবে।অডিও বা ভিডিও বার্তা পাঠানোর সুবিধা: যদি আপনার বন্ধু ফোনের উত্তর না দেন, তাহলে আপনি একটি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবেন। এই ফিচার ব্যবহার করতে হলে অডিও এবং ভিডিও কলের জন্য রেকর্ড মেসেজ অপশনে ট্যাপ করতে হবে।কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার: মেসেঞ্জারে শিগগিরই আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার। যা ব্যবহারকারীদের ভিডিও কলিং অভিজ্ঞতা আরও উন্নত করবে। বিভিন্ন চমৎকার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি আপনার কলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।এইচএ
    মাইক্রোফিন্যান্সে ডিজিটাল পাশবুক চালু করল আম্বালা ফাউন্ডেশন
    দেশে মাইক্রোফিন্যান্স খাতে গ্রাহকদের জন্য আম্বালা আইটির প্রযুক্তিগত সহয়তায় প্রথম অ্যাপস ভিত্তিক ডিজিটাল পাশবুক চালু করল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন।  রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় শ্যামলীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডিজিটাল পাশবুক কার্যক্রমের উদ্বোধন করেন পিকেএসএফ’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আরিফ সিকদার, চীফ অপারেটিং অফিসার মো. এনামুল হক, উপ-নির্বাহী পরিচালক দেওয়ান তৌফিকা হোসাইন স্বাথী, হেড অব মাইক্রোফিন্যান্স এসকে হাসানুজ্জামান, উপ-পরিচালক মিনহাজ মহসিন মিশু, সহকারি পরিচালক রাব্বি আলম মন্ডল, সহকারি পরিচালক রীপা খাতুন, সহকারি পরিচালক কাজী ফয়সাল ইসলাম, সহকারি পরিচালক মো. আব্দুল আলীম, আম্বালা আইটির এজিএম মোহাম্মদ আলী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাফিউল ইসলাম প্রমুখ।  এ বিষয়ে আম্বালা ফাউন্ডেশনের সিওও মো. এনামুল হক বলেন, “ঘরে বসে লেনদেন আর হব না পেরেসান, আমার হিসাব আমার হাতে” এই স্লোগানকে সামনে রেখে আম্বালা ফাউন্ডেশন খুব দ্রুত কার্যকর করতে যাচ্ছে সদস্যদের জন্য ডিজিটাল পাশবুক। যার মাধ্যমে সদস্যদের সঞ্চয় এবং সঞ্চয়ের আমানতের সব হিসাব নিকাশ দ্রুততার সাথে সম্পন্ন হবে। এতে সদস্যদের আস্থা এবং বিশ্বাস দুটোই বৃদ্ধি পাবে। এছাড়া সময়ের অপচয় রোধ হবে অনেক। আমরা আশা করি এই ডিজিটাল পাশবুক প্রবর্তনের মধ্য দিয়ে আমরা প্রযুক্তির যুগে আরেকটি মাইলফলক প্রতিস্থাপন করতে পারবো।  আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার সময়ের কণ্ঠস্বরকে বলেন, আম্বালা ফাউন্ডেশন ১৯৯৮ সাল থেকে এ দেশের দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের জন্য কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০০২ সালে আর্থিক সেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ক্ষুদঋণ কার্যক্রম শুরু করি। আমরা প্রথম থেকেই ক্ষুদ্রঋণ কার্যক্রমকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করে আসছি। আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশে এই প্রথম আমরাই গ্রাহক এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পাশবই চালু করেছি।  এই পাশবই চালুর ফলে একদিকে যেমন সংস্থার জবাবদিহিতা নিশ্চিত হয়েছে, অন্যদিকে গ্রাহকরা তাদের সকল কার্যক্রম যেমন- ঋণের স্থিতি এবং লেনদেন যেকোন জায়গায় বসে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। আমরা মনে করি এদেশে এটি একটি যুগান্তকারি পদক্ষেপ। এর ফলে একদিকে যেমন স্বচ্ছতা আসবে অন্যদিকে গতিশীলতা বাড়বে। আরিফ সিকদার আরও বলেন, খুব শীগ্রই আমরা আরেকটি সেবা চালু করছি আর তা হলো ইমার্জেন্সি লোন। আপনারা জানেন ক্ষুদ্রঋণ সেক্টরে গ্রাহকরা বছরে একবার লোন পেয়ে থাকে কিন্তু তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে জরুরি ভিত্তিতে লোন প্রয়োজন হয়। যেমন- হঠাৎই পরিবারে অসুস্থতায় চিকিৎসার জন্য আর্থিক প্রয়োজন হয়, এই বিষয়টি মাথায় রেখেই আমরা এই সেবাটি চালু করছি। ইমার্জেন্সি লোন চালু হলে গ্রাহকরা আমাদের এই অ্যাপটি ব্যবহার করে ঘরে বসেই  আবেদন করতে পারবে। আবেদন করার পাঁচ মিনিটের মধ্যেই তারা তাদের কাঙ্খিত টাকাটা মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে পেয়ে যাবে। আমি মনে করি জরুরি প্রয়োজনে গ্রাহকদের এই সেবাটিও একটি যুগান্তকারি পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে।এবিষয়ে পিকেএসএফ’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমরা যে আমাদের মাইক্রোফিন্যান্সকে ডিজিটাল করতে চাচ্ছি, এ ডিজিটাল পাশবই তার অন্যতম প্রতিফলন।তিনি আরও বলেন, আমাদের দেশের ৩ কোটিরও বেশি মানুষ ক্ষুদ্রঋণের সাথে জড়িত। ক্ষুদ্রঋণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ২য় অবস্থানে আছে। আমাদের মোট কৃষিঋণের ৮৫% যায় ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে। এছাড়াও জিডিপিতে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সমুহের বিপুল পরিমান অবদান রয়েছে। এটাকে যদি আমরা ডিজিটালে রূপান্তর করতে পারি এটা হবে বড় রকমের একটা অর্জন। এটি মাইক্রোফিন্যান্সের স্বচ্ছতা অনেক বাড়িয়ে দিবে।পিএম 
    ভয়েস মেসেজকে টেক্সটে রূপান্তর করবে হোয়াটসঅ্যাপ
    বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কিছু না কিছু নতুন আপডেট আসে এ অ্যাপে। এবার আরও এক নতুন ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে। এখন থেকে ব্যবহারকারীরা ভয়েস মেসেজ ট্রান্সক্রাইব করতে পারবে টেক্সট মেসেজে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরনের ফোনেই কাজ করবে ফিচারটি। হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট থেকে জানা যায়, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টগুলো সম্পূর্ণরূপে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করবে। মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড ট্রান্সক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। যিনি মেসেজটি পাবেন শুধু তিনি ট্রান্সক্রিপ্ট ফিচার অ্যাক্সেস করতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে। একবার সক্রিয় হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেসেজ টেক্সটে ট্রানস্ক্রাইব হয়ে যাবে।ভয়েস মেসেজকে টেক্সটে রূপান্তর করবে হোয়াটসঅ্যাপ: হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে ক্লিক করুন। তারপর চ্যাট অপশনে ট্যাপ করুন। এখানে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট টগলে ক্লিক করে পছন্দের ভাষা সিলেক্ট করুন। এবার ভয়েস মেসেজ ট্যাপ ও হোল্ড করুন, তারপর ট্রাবস্ক্রাইবে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ট্রান্সক্রিপ্ট তৈরি হতে কিছুটা সময় লাগতে পারে। অসমর্থিত ভাষা, অচেনা শব্দ, ব্যাকগ্রাউন্ডের শব্দ বা অন্যান্য সীমাবদ্ধতার কারণে ট্রান্সক্রিপ্ট অনুপলব্ধ দেখাতে পারে স্ক্রিনে।বর্তমানে ফিচারটি নির্দিষ্ট কয়েকটি ভাষাতেই পাওয়া যাচ্ছে - অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ। আইওএস ব্যবহারকারীদের জন্য আরাবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, নরওয়েজিয়ান, থাই, তুর্কি এবং সুইডিশ। আইওএস ভার্সনে ভাষার সংখ্যা বেশি।এইচএ
    ভালুকায় জবরদখল হওয়া 'লাউতি খাল’ উদ্ধার
    ময়মনসিংহের ভালুকায় জবরদখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা ‘লাউতি খাল’ উদ্ধার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসানের নেতৃত্বে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে পৌরসভার কাঠালী এলাকায় লাউতি খালের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।স্থানীয়রা জানায়, একসময় এই খাল দিয়ে নৌকা চলাচল করতো। কিন্তু বিভিন্ন শিল্প কারখানা মাটি ভরাট করে খাল জবরদখল করে ফেলে। প্রশাসনের উদ্ধার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।এদিকে, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান বলেন, মাটি ভরাট করে অনেক অংশে দীর্ঘদিন যাবৎ পানি প্রবাহ আটকে ছিল। পানিপ্রবাহ টিকিয়ে রাখতে ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি লাগবে পৌর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার কাজ শুরু হয়েছে।এমআর
    এআই জেনারেটেড প্রোফাইল পিকচার আসছে ইনস্টাগ্রামে
    মেটার মালিকানাধীন জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে বন্ধু-বান্ধবের সঙ্গে সংযোগ রক্ষার পাশাপাশি অচেনা মানুষদের সঙ্গেও বন্ধুত্ব তৈরি করা সম্ভব। সম্প্রতি ইনস্টাগ্রাম এআই জেনারেটেড প্রোফাইল পিকচার ফিচার চালুর উদ্যোগ নিয়েছে যা ব্যবহারকারীদের অনন্য, ক্রিয়েটিভ এবং ব্যক্তিগতকৃত প্রোফাইল পিকচার তৈরি করতে সহায়তা করে।এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের পছন্দের ডিজাইন এবং স্টাইল অনুযায়ী প্রোফাইল ছবি তৈরি করতে পারবেন। ১) একাধিক স্টাইলের অপশন: ব্যবহারকারীরা বাস্তবসম্মত, কার্টুনিশ, ফ্যান্টাসি, কিংবা বিমূর্ত স্টাইলে প্রোফাইল ছবি তৈরি করতে পারেন।২) ব্যক্তিগতকরণ: আপনার ছবি আপলোড করে সেটিকে এআই-এর মাধ্যমে বিভিন্ন ফিল্টার ও এফেক্টে রূপান্তর করতে পারবেন।৩) সহজ ব্যবহারযোগ্যতা: ফিচারটি ব্যবহার সহজ এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি কাজ করা যায়।৪) ইউনিক ডিজাইন: প্রতিটি ছবি একেবারেই আলাদা ও ইউনিক, যা আপনার প্রোফাইলকে বিশেষভাবে তুলে ধরবে।এআই-জেনারেটেড প্রোফাইল পিকচার অপশনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম যা মেটা লামা থ্রি এআই মডেল দ্বারা চালিত হবে। যদিও এটি আপাতত পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে ইনস্টাগ্রামে ব্যাবহারকারীদের জন্য খুব শিগগিরই এ ফিচার চালু করে দেওয়া হবে।এআই জেনারেটেড ছবি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেন এটি প্রোফাইলের উদ্দেশ্যের সঙ্গে মানানসই হয়। এছাড়া, সৃজনশীল ডিজাইন ব্যাবহার করতে হবে যাতে অন্যদের কাছে তা আকর্ষণীয় মনে হবে।  ফিচারটি ইনস্টাগ্রামের প্রোফাইল আপডেটকে আরও সৃজনশীল এবং আকর্ষণীয় করে তুলবে।এইচএ
    শীতে এসি বন্ধ রাখার আগে যা করবেন
    শীত প্রায় দোর গোড়ায়, আর শীত পড়ার সঙ্গে সঙ্গে প্রায় সবারই এসি বন্ধ থাকে। এতে ৩-৪ মাস বন্ধ থাকবে এসি। তারপর শীত শেষে আবার এসি চালিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আগেই কয়েকটি কাজ করতে পারেন। এতে দীর্ঘদিন এসি বন্ধ থাকলেও কোনো সমস্যা হবে না।চলুন তবে জেনে নেই শীতে এসি বন্ধ রাখার আগে করণীয় কী?*** প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে এসি আনপ্লাগ করে রাখতে হবে। এতে শর্ট সার্কিটের ভয় থাকবে না।*** এবার আসা যাক সাফাইয়ে। এসির ফিল্টার দিয়ে শুরু করা যাক। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে ফিল্টার বের করে নিলেই হলো। উইন্ডো এসির ক্ষেত্রে ফ্রন্ট প্যানেল খুলে তা বের করতে হবে। এর পর পানি আর সাবান দিয়ে ধুয়ে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে লাগিয়ে দিলেই হল।*** এসির ভেতরে থাকে ইভাপোরেটর কয়েল আর বাইরে থাকে কনডেনসার কয়েল। দুটোই সাফ রাখা দরকার। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে ইভাপোরেটর কয়েল মুছে নিতে হবে। আউটডোর ইউনিটের ক্ষেত্রে কয়েল ক্লিনার স্প্রে ব্যবহার করলে ভালো হয়, কেন না কনডেনসার কয়েলে ধুলো জমে বেশি।*** অনেকেই নিশ্চয়ই দেখেছেন সার্ভিসিংয়ের সময়ে ইঞ্জিনিয়াররা একটা টুথব্রাশ দিয়ে এসির ভেতরে একটা জায়গা সাফ করেন। ওটাকে বলে ফিন। আমাদেরও টুথব্রাশ দিয়েই তা করতে হবে। কোনো ফিনে বেন্ট থাকলে ফিন কম্ব দিয়ে তা আলতো করে সোজা করে দিতে হবে।*** এসির আর্দ্রতা যে অংশ শুষে নেয়, তাকে বলে কনডেনসেশন লাইন। এই জায়গাটা খুঁজে বের করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে জমে থাকা ময়লা টেনে বের করে আনতে হবে।*** আউটডোর ইউনিটে ময়লা জমে সবচেয়ে বেশি। তাই ওটা পানি দিয়ে ধুতে হবে। একটা পাইপ দিয়ে পানি ছিটিয়ে ছিটিয়ে ধোয়া যায়। তবে খুব বেশি পানি দেওয়া যাবে না, যাতে মেশিনের ক্ষতি না হয়।*** বাকি থাকে কেবল দুটো কাজ। এর পর ইনডোর আর আউটডোর ২ ইউনিট ঢেকে রাখতে পারলে ভালো হয়। তাতে ধুলা জমবে না।*** আরেকটা যেন কী করতে হবে? এসিতে ময়লা বেশিরভাগক্ষেত্রেই জমে পরিবেশ দূষণের জন্য। তাই ঘরে একটা এয়ার পিউরিফায়ার রাখতে পারলে এসিতে ময়লা জমার পরিমাণ অনেক কম হয়ে আসবে। 

    Loading…