এইমাত্র
  • মারা যাননি ওবায়দুল কাদের
  • মাহফিলে যেতে না পেরে হেলিকপ্টারের ৪ লাখ টাকা ফেরত দিলেন আব্বাসী
  • এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
  • গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
  • ভারত-পাকিস্তানের কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না
  • বিশ্বে সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ: আরএসএফ
  • জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার অনুমোদন
  • জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার
  • খানসামা উপজেলা ইউএনও মো. তাজ উদ্দিনের বিদায় সংবর্ধনা
  • টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, যান চলাচল বন্ধ
  • আজ শুক্রবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ ডিসেম্বর, ২০২৪

    বিনোদন

    একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
    একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম। তিনি জানান, প্রয়াতের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।  জানা গেছে, কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন পাপিয়া। গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন গুণী এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।বড় মেয়ে জারা সারোয়ার কলেজ অব নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং ছোট মেয়ে জিশা সারোয়ার কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী।পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ছোটবেলা থেকেই রবীন্দ্র–অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণিতে ছায়ানটে ভর্তি হন। পরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারতে যান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান। এর আগে তিনি ছায়ানটে ওয়াহিদুল হক, সন্‌জীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে গানের দীক্ষা নেন। তাঁর প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামেই, ‘পাপিয়া সারোয়ার’।দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্রসংগীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পাপিয়া সারোয়ার পেয়েছেন। তাঁর ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কির প্রশংসা ছিল সংগীতাঙ্গনে। আধুনিক গানেও আছে তাঁর সাফল্য। ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাঁকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে। সংগীতবোদ্ধাদের মতে, আধুনিক গান বাছাইয়ে বেশ সচেতন ছিলেন বলে তাঁর অ্যালবামের সংখ্যা কম। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘আকাশপানে হাত বাড়ালাম’ প্রকাশিত হয় ২০১৩ সালে।পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তিনি ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক। পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময়। সর্বশেষ এই পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী।এবি 
    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খ্যাতিমান শিল্পী পাপিয়া সারোয়ার
    সংকটাপন্ন অবস্থায় রয়েছেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন গায়িকার বড় বোনের মেয়ে অভিনয়শিল্পী শম্পা রেজা।জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছেন পাপিয়া সারোয়ার। গত চার দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এর আগে কয়েক দিন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী।এ প্রসঙ্গে শম্পা রেজা বলেন, পাপিয়া সারোয়ারের দুই মেয়ে জারা ও জিশান যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।বরিশালে জন্ম পাপিয়া সারোয়ারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন তিনি। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান এই গায়িকা।তার আগে ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সানজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত দীক্ষা নেন পাপিয়া সারোয়ার। ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতষ্ঠা করেছিলেন তিনি।দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্র গানের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানের মাধ্যমে বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া সারোয়ার। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক। এফএস
    ৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদে দোষ পুরুষের: কঙ্গনা
    ভারতের বেঙ্গালুরুতে কর্মরত ইঞ্জিনিয়ার অতুল সুভাষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় দেশ। তার পরিবারের অভিযোগ, স্ত্রীর করা বিবাহবিচ্ছেদের ‘মিথ্যা’ মামলায় হাজিরা দিতে অন্তত ৪০ বার অতুলকে বেঙ্গালুরু থেকে জৌনপুর গিয়েছেন। এমনকি স্ত্রী নিকিতা সিংহানিয়ার বিরুদ্ধে উঠেছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। এর মধ্যে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। এ ঘটনায় নারীবাদের প্রসঙ্গ টেনে এনেছেন বিজেপির এই নেত্রী। কঙ্গনা বলেন, পুরো দেশের কাছে এই ঘটনা বড় ধাক্কা। তার ভিডিও সত্যিই হৃদয়বিদারক। ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ে হলে সবকিছু ঠিক থাকে। এসবের জন্য দায়ী বামপন্থি বা ভুয়া নারীবাদরা। কোটি কোটি টাকা নেওয়া হচ্ছিল। এটা তো ওই যুবকের ক্ষমতার বাইরে ছিল। চাপে পড়ে এ পদক্ষেপ নিতে হলো তাকে।অভিযোগকারী বা নির্যাতিতা সঠিক বলছেন কি-না, তা-ও খতিয়ে দেখা উচিত বলে মনে করেন কঙ্গনা। অভিনেত্রী বলেন, এ জন্য এক নারীকে অবশ্য উদাহরণ হিসেবে দেখা উচিত নয়। যেসব নারীর সঙ্গে সত্যিই প্রতারণা করা হয়, তাদের ঘটনাগুলোও আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। কারণ ৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে।এদিকে কঙ্গনার এমন মন্তব্যে চটেছেন নেটিজেনরা। তারা মানতে নারাজ, ৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে। একজন বলেছেন, ‘কঙ্গনার মতো মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়াই উচিত নয়। তিনি নিজেই একজন শোষণকারী। তার নিজেরই বলা ৯৯ দশমিক ৯৯ শতাংশ ঘটনা মিথ্যা।অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ছাড়াও শ্যালক ও শাশুড়ির বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অতুল উত্তরপ্রদেশের বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। অতুলের স্ত্রীও চাকরিজীবী। তবে বিবাহবিচ্ছেদের মামলা চালকালীন মাসে ৪০ হাজার টাকা দিতে হতো অতুলকে। এর পরেও অতুলের স্ত্রী ও তার পরিবার আরও ২-৪ লাখ টাকা দাবি করছিলেন বলে অভিযোগ। অতুলের বিরুদ্ধে উত্তরপ্রদেশের আদালতে মামলাও করেছিলেন স্ত্রী। সূত্র: আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়া।এফএস
    অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট, বিতর্কে বুবলী
    নববধূর সাজে দেখা মিলল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর। না, নতুন করে বিয়ের বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। সম্প্রতি এক ওয়েডিং ফটোশুটে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।জানা গেছে, কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন বুবলী। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। দু’জনকেই দেখা গেছে বিয়ের সাজে। তবে মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে আলাদা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তমহলে। অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসেবেও দেখছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি বললেন, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন। বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে বুবলী আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে...সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’এদিকে বুবলীর সঙ্গে ফটোশুটে কাজ করে সন্তুষ্ট গৌতম সাহা। তিনি বললেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’তবে এবারই প্রথম নয়, এই কোরিওগ্রাফারের সঙ্গে আগেও কাজ করেছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলী অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ছাড়া কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে এম রাহিমের ‘জংলি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সিয়াম আহমেদ। এবি
    শিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে যা বললেন পূজা চেরি
    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের প্রথম থেকেই দারুণ সব সিনেমা উপহার দিয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই নায়িকা। মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা।সম্প্রতি বেশ কিছু তারকার নাম জড়িয়েছে রাজনৈতিক পরিচয়ে। এবার সেই কাতারে যুক্ত হলো নায়িকা পূজা চেরির নাম।সম্প্রতি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। যা কেবলই মিথ্যা ও ভুয়া তথ্য। এ নিয়ে কথা বলেছেন এ নায়িকা।মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাতটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন ‘দহন’ খ্যাত এ নায়িকা। তিনি স্ট্যাটাসে লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।সবশেষ এই নায়িকা উল্লেখ করে বলেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।এফএস
    ক্যালেন্ডারে দাগ কাইটা রাখ, দাগির সাথে দেখা হবে ঈদে: আফরান নিশো
    ঝড়ো হওয়া তুলে, তুমুল আওয়াজে এলেন তিনি! হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন, তখনই অনেকের বোঝা হয়ে গেছে কে আসছেন। আর যখন ঝুটি বাঁধা চুল সামনে এল, ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছেন তার ব্যাপারে। নতুন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এভাবেই হাজির হয়েছেন ভক্তদের 'বস' আফরান নিশো। এর মাধ্যমে আড়াল ভাঙলেন অভিনেতা। দেড় বছরেরও বেশি সময় কোথাও ছিলেন না আফরান। এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় চুলের ছবি; এই ছিল তার নিজেকে জানান দেয়া। ভক্তরা নানাভাবে, নানা মাধ্যমে জানতে চেয়েছেন, কবে তাদের ’বস’–এর নতুন সিনেমার ঘোষণা আসবে। এত দিনের অপেক্ষা, জল্পনা শেষ হলো। সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরলেন আফরান নিশো। জানালেন ’দাগি’ হয়ে ফিরছেন তিনি।আজ ৮ ডিসেম্বর অভিনেতার জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন নিশো। জানিয়েছন, আর নয় অপেক্ষা, রোজার ঈদে ফিরছেন 'দাগি' সিনেমা নিয়ে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি। 'দাগি' নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। ৮ ডিসেম্বর বিকেল ৫টায়  প্রযোজনা প্রতিষ্টান দুটির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিসিয়াল ভাবে জানানো হলো তথ্যটি।  অ্যানাউন্সমেন্ট ভিডিওতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। ভিডিওটিতে নিশো বলেন, 'এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।' নিশোকে নিয়ে দর্শকের প্রত্যাশার কথা ভালোভাবেই জানেন নির্মাতা শিহাব শাহীন। জানান, সেই চাপ তিনি নিতে চান না। 'দাগি' একটি গল্প নির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প। নির্মাতা বলেন, 'মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।' দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও করেননি তিনি। তমা বলেন,"এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিক–ঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। 'দাগি'র গল্পটা অনেক ভালো লেগেছে জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।"  প্রতি বছর সিনেমা নিয়ে হাজির হবেন আফরান নিশোদর্শকদের প্রত্যাশা কি 'দাগি' সিনেমা মেটাতে পারবে? এমন প্রশ্নের উত্তরে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, 'আমরা এই প্রত্যাশার কথা জানি, বুঝি এবং সম্মান করি। দর্শকদের প্রত্যাশা যেন পূরণ হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আর সে জন্যই আফরান নিশোকে নতুন রূপে ফেরাচ্ছেন শিহাব শাহীন। নতুন কিছুই হবে।'   যার জন্য ভক্ত-দর্শকদের অপেক্ষা, সেই নিশো কী বলছেন? আফরান নিশো বলেন, 'আমি সমসময়ই চাই, গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে।'   
    বিয়ের ২১ দিন পর শ্রীময়ী অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান কাঞ্চন
    টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী রাজের সম্পর্ক নিয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিশেষ আলোচনা শুরু হয়, যখন তারা একে অপরকে বিয়ে করেন। তাদের সংসারে সদ্য আসা কন্যা সন্তানের খবরও মনোযোগ আকর্ষণ করেছে। এ বছরেই তাদের বিয়ে এবং সন্তানের আগমন একাধিক আলোচনার বিষয় হয়ে ওঠে।এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৪ সালের যাত্রাটা তুলে ধরলেন এই তারকা দম্পতি। যেখানে জানালেন জীবনের সুখকর কিছু মুহূর্তের গল্প। এখন ফিরে দেখলে মনে হয়, এই সালটার অন্যতম স্মরণীয় মুহূর্ত আমাদের বিয়ে। কাঞ্চন বলছেন, ‘এই বছরে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। একটা মনে পড়ে ১৩ ফেব্রুয়ারি রাতের কথা। ১৪ ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি।’১৩ ফেব্রুয়ারি রাতে শ্রীময়ী আমাকে একটি প্রশ্ন করেছিল। বলছিল, ‘কাল কিন্তু ১৪ ফেব্রুয়ারি। আমাদের রেজিস্ট্রি। একবার ভেবে দেখো কিন্তু। তোমাকে একবার ভাবার সুযোগ দিলাম’। কাঞ্চনের কথার সুর ধরে শ্রীময়ী কৌতুহল নিরসন করলেন নিজেই। বললেন, ‘এতবার আমাকে শুনতে হয়েছিল, বিবাহিত পুরুষকে বিয়ে করছো, তুমি লোকের ঘর ভেঙেছো...আমার মনে হয় বিবাহিত পুরুষকে দোষারোপ করা খুব সহজ। মানুষ তো ভীষণ বিচার করতে বসে যায়। আমি তো নতুনভাবে শুরু করছি। কিন্তু আমার এখনও খারাপ লাগে। কাঞ্চনকে শুনতে হয়, আপনি তো তিনবার, চারবার বিয়ে করেছেন। যারা আসলে বিয়ে করেছেন, তারাই একমাত্র জানেন কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন।’কাঞ্চনপত্নী আরও বললেন, ‘আমার মনে হয় একটা তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচার, শ্বাস নেওয়ার অধিকার সবার রয়েছে। সেটা আপনি ঠিক করে দেওয়ার কেউ নয়। আর আমি বিশ্বাস করি, জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে। কিন্তু আমি ওকে প্রশ্নটা করেছিলাম তার কারণ, আমি চাইনি আমার সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে বলে বা আমাকে একটা জায়গা থেকে বাঁচানোর জন্য চাপে পড়ে বিয়েটা করতেই হবে। তৃতীয় বা চতুর্থবার যেটাই হোক, সঙ্গী হিসেবে আমার জানা উচিত ছিল, কাঞ্চনের মধ্যে কোনও দোষারোপ কাজ করছে না তো?’শ্রীময়ীর কথা শেষ হতে না হতেই আলতো হাতে তার পিঠ চাপড়ে দিলেন কাঞ্চন। কেবল এই একটাই যে স্মরণীয় মুহূর্ত তা নয়, কাঞ্চন বলতে শুরু করেন, ‘প্রথম যে দিন কৃষভি আসার খবর জানতে পারি..’, শ্রীময়ী যোগ করেন, ‘বিয়ের ঠিক ২১ দিনের মাথায় জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা।’ কাঞ্চন মুখে হাসি নিয়ে বললেন, ‘হ্যাঁ। আর মনে থাকবে ২ নভেম্বরটা। কৃষভির জন্মের দিন। যেদিন ওটিতে আমি ওর হাত ধরে ছিলাম।’নানা বিতর্ক-আলোচনাকে পাশ কাটিয়েই বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেত্রীর এটি প্রথম সংসার হলেও এর আগে দুইবার বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। এটি ছিল তার তৃতীয় বিয়ে। এসএফ 
    জনপ্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস
    ভারতের মালায়লম ইন্ডাস্ট্রিজের মডেল ও অভিনেত্রী প্রজ্ঞা নাগরা'র একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন তিনি। ২৬ বছর বয়সী এই তারকার সেই ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয় নেটিজেনদের মাঝে। কারণ, ওই ভিডিওতে প্রজ্ঞাকে বেশ অপ্রস্তুত অবস্থায় দেখতে পেয়েছেন নেটিজেনরা। তাদের মধ্যে অনেকে আবার মনে করছেন, প্রজ্ঞার নিজেদের কেউ ভিডিওটি ইচ্ছে করেই ফাঁস করেছেন।যদিও ভিডিওটির সত্যতা এখনো স্পষ্ট নয়; সেই নারী প্রজ্ঞা কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, ভিডিওটির মাধ্যমে প্রজ্ঞা ডিপফেকের শিকার হয়েছেন।তবে এখন পর্যন্ত অভিনেত্রী বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে অনেক নেটিজেনই দাবি করেছেন যে ফাঁস হওয়া ভিডিওটি প্রকৃতপক্ষে প্রজ্ঞার!এমন ঘটনায় সাধারণ মানুষদের গোপনীয়তা রক্ষা নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। কারণ, এর আগে মাস কয়েকের ব্যবধানে ৫ পাকিস্তানি টিকটক তারকার গোপন ভিডিও ছড়িয়ে পড়ায় সেদেশের শোবিজ অঙ্গনে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে যায়। কারণ, ঘটনাগুলো ছিল উদ্দেশ্যপ্রণোদিত। সেক্ষেত্রে ভারতেও এমন অবস্থা হবে কি না, তা নিয়েও চিন্তা অনেকের।উল্লেখ্য, ২০২২ সালে তামিল মুভি ভারালারু মুক্কিয়ামে আত্মপ্রকাশ করেন প্রজ্ঞা নাগরা। সেখানে তিনি একজন মালয়ালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি তেমন সফল না হলেও প্রজ্ঞার অভিনয় দক্ষতা দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল।
    কাঁধে হাত রেখে সান্ত্বনা দিবে সেরকম কোনো মানুষ নেই: পরীমণি
    ঢালিউডের ডানা কাটা পরী চিত্রনায়িকা পরীমণি। এই নায়িকাকে নিয়ে যেন আগ্রহের শেষ নেই ভক্ত-অনুরাগীদের। ভক্তদের প্রশ্নে তিনি নিজেও মন খোলা,দিল খুলে সবকিছু শেয়ার করেন প্রিয় অনুরাগীদের কাছে। লুকা ছাপায় থাকতে পছন্দ করেন না এ নায়িকা। যাকে যা বলেন সোজাসাপ্টা। এমনকি বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেন নিজের নানান অনুভূতির কথা।  সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেম, বিয়ে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে পরীমণি বলেন, 'মানুষ আমার প্রেমে পরে আমি পরি না। নায়কদের সঙ্গে প্রেম হয় না। একজনের সঙ্গে হয়েছিল, বাচ্চা হওয়ার পরে সব শেষ। এসব নিয়ে আমার অনুশোচনা হয় না।' তিনি বলেন, 'খুব সাধারণ জীবন যাপন করার চেষ্টা করি। আমার পাশে সেরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিবে যখন কান্না করি। আমার নিজে নিজে কান্না বন্ধ করতে হয়। যদি বুঝতাম আমরা কী চাই তাহলে জীবনটা অনেক সাজানো গোছানা থাকতো কোনো ভুল থাকতো না। আমি মরে যাইনি পাগল হয়ে যাওয়ার কথা ছিল কারণ অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে তবে আলহামদুলিল্লাহ কোনো আফসোস নেই। আমি জীবনকে অনেক সহজ করে দেখি।'  পরীর ভাষ্য, 'দুঃখ হয় কান্না পাই আমিও তো মানুষ। যা মানুষের হয় আমারও তা হয় পরী বলে তো আসলে পরীদের মতো জীবন যাপনা না আমার মানুষের মতো জীবন যাপন করি। বাঁচতে ভালোবাসি আমার জীবনটাকে অনেক ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে তার তো এগিয়ে যেতে হবে।' বিসিএস ক্যাডার পাত্র চান অভিনেত্রী আশনা হাবিব ভাবনা'আমি সবার সাথে কথা বলতে পারিনি আমার কথা বলার আলাদা জোন আছে। আমি দুই চার মিনিটে বুঝে যায় আসলে তার সাথে আমার এক ঘণ্টা কথা বলার জায়গাটা আছে না নেই। আমার যেখানে জমবে না আমি ওখানে থাকি না।' সেই সাক্ষাৎকারে পরীর কাছে জানতে চাওয়া হয় তার জীবনের প্রথম ক্রাশ কে, জবাবে তিনি বলেন, 'ক্রাশ! রণিত রায়।' বলে রাখা ভালো, পরীমণি হয়তো সেই রণিত রায়ের কথাই উল্লেখ করেছেন, যিনি একজন ভারতীয় অভিনেতা। 'আদালত' সিরিজের 'কেডি পাঠক' হিসেবে যিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।  প্রথম প্রেম কবে এসেছিল জববাবে নায়িকা বলেন, '২০১৪!' এ সময় বয়সের কথা জানতে চাইলে এড়িয়ে যান পরী, বলেন, 'এটা তো হিসেব করে বলতে হবে।' শোবিজে আসার পর প্রেম হয়েছে কি না প্রশ্নের উত্তরে বলেন, 'ওই কাছাকাছি সময়ে আরকি।’ সাক্ষাৎকারে আরও জানান, তার জীবনের প্রথম আয় ছিল ২১ হাজার টাকা।  এদিকে টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত প্রথম টালিউড সিনেমা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমণি সোহমের ছবি দিয়ে তৈরি 'ফেলুবক্সী' সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকে জানা যায়, নতুন বছর ২০২৫ এর শুরুতেই অর্থাৎ ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। কলকাতার সিনেমা 'ফেলুবক্সী'-তে পরীমণি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার। এ তিন সেলিব্রেটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের। 
    টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা মিলেছে
    ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আব্দুল্লাহ আল মামুন ওরফে টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। ফলে মামলায় প্রিন্স মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত অভিযোগপত্র জমা দিয়েছেন। পরে সেটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ পাঠানো হয়। বিষয়টি আদালত সূত্রে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জানা গেছে।এর আগে গত ৯ জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন লায়লা। মামলার পরদিন তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুনানি শেষে জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে এ টিকটকারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত ১ জুলাই জামিনে মুক্তি পান তিনি। বর্তমানে জামিনেই আছেন।তদন্তে যা পাওয়া গেছে: আসামি প্রিন্স মামুন একজন টিকটকার। সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে একজন টিকটকার হিসেবে পরিচিত তিনি। অপরদিকে বাদি লায়লা ফেসবুকে বেশ পরিচিত মুখ। তিনি বিবাহিত। স্বামীর সঙ্গে বনিবনা না থাকার জন্য ফ্ল্যাটে সন্তানদের নিয়ে একাই থাকেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মামুনের সঙ্গে পরিচয় হয় লায়লার। পরে একপর্যায়ে লায়লার সঙ্গে মিডিয়াতে কাজ করার আগ্রহ পোষণ করেন টিকটকার মামুন।এরপর ২০২২ সালের শুরুর দিকে একসঙ্গে পথচলা শুরু করেন মামুন ও লায়লা। পরবর্বীতে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যা পাকাপোক্ত করার জন্য দু’জনই একসঙ্গে লায়লার বাসায় থাকা শুরু করেন। মামুনের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা মিলেছে। সম্পর্ক ঘনিভূত হওয়ার কারণে আইডি, এনআইডি, পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করতে থাকেন মামুন। এরপর বিয়ে করবে এমন প্রতিশ্রুতি দিয়ে স্বামী-স্ত্রী হিসেবে একই ফ্ল্যাটে বসবাস করতে থাকেন। আর একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন। যা কিনা প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে।এর আগে মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায়, তার ঢাকায় থাকার মত নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই।২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওইদিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সর্ম্পক স্থাপন করে। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা-মা মাঝেমধ্যেই সেখানে এসে অবস্থান করতো। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে।সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আমার শয়ন কক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করে। পরবর্তীসময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে।এফএস
    ভারতে বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক
    বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠানে ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক বয়কটের হুমকির ঘটনা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হতে চলা পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম পৌরসভার ১৯ তম পরিবেশ মেলায় সঙ্গীত পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বন্যাকে। কিন্তু, হিন্দুত্ববাদী একটি সংগঠন এই অনুষ্ঠানে বন্যার অংশগ্রহণে বাধা দেওয়ার জন্য হুমকি দিয়েছে।বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং ২০২৪ সালে পদ্মশ্রী পুরস্কৃত রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতসহ পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু, তার উপস্থিতি নিয়ে কিছু উগ্রপন্থী গোষ্ঠীর এই বিতর্কিত প্রতিক্রিয়া, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণের বিরুদ্ধে হুমকি, ভারতের সংস্কৃতি জগতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।তবে পশ্চিমবঙ্গ প্রশাসন এবং মধ্যমগ্রাম পৌরসভা কোনোভাবেই এই হুমকিকে গুরুত্ব দিতে প্রস্তুত নয়। পৌর প্রশাসক অরবিন্দ মিত্র এই ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং বলেন, "শিল্পীর কোনো দেশ, জাতি বা ধর্ম নেই। হুমকি মোকাবেলা করতে আমরা প্রস্তুত।" তিনি আরও যোগ করেন, "পশ্চিমবঙ্গ প্রশাসন রেজওয়ানা চৌধুরী বন্যাকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে, এবং এই ধরনের উগ্রবাদীদের তীব্র নিন্দা করি, যারা সংস্কৃতি ও বাঙালি সমাজের জন্য কলঙ্ক।"এছাড়া, পৌর প্রধান নিমাই ঘোষও হুমকি প্রতিরোধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।এসএফ 
    জানুয়ারিতে শুরু হচ্ছে শাকিব খানের 'তাণ্ডব'
    শাকিব খানের সিনেমা মানেই তার ভক্তদের ভিন্ন আনন্দের খোরাক। ঈদে তার সিনেমা দেখতে দর্শকের মধ্যে থাকে এক ধরনের উত্তেজনা। ভক্তদের উৎসবের বাড়তি আনন্দ দিতে রায়হান রাফী নির্মাণ করেছিলেন তুফান সিনেমাটি। সিনেমাটি বাংলা সিনেমার অতীতের অনেক রেকর্ড ভেঙে দেয়। ব্যবসা করে দেশ ও দেশের বাইরে। নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি; দেশ-বিদেশে হয়েছে সমাদৃত। সিনেমা মুক্তির পর পরই ঘোষণা দিয়েছিলেন তুফান-২ নির্মিত হবে। সেটি আগামী ঈদে মুক্তি পেতে পারে। কিন্তু আপাতত সেটি হচ্ছে না বলে কিছুদিন আগে জানিয়েছেন শাকিব খান। এর আগে তরুণ পরিচালক হিমেল আশরাফের 'প্রিয়তমা' ও 'রাজকুমার' সিনেমার প্রশংসায় জোয়ারে ভেসেছিলেন শাকিব। তারপর এ বছর রায়হান রাফী নির্মিত 'তুফান' দিয়ে সে জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন তিনি।তুফানের পর শাকিবকে নিয়ে রায়হান রাফীর পরবর্তী সিনেমা কী, এমন প্রশ্ন ছিল অনেকের। এমন প্রশ্ন যখন ভক্তদের হৃদয়ে, ঠিক তখনই এল নতুন খবর। শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারো আসছেন পর্দায়। তুফান ২ না হলেও নতুন নামে নতুন সিনেমা নিয়েই হাজির হবেন দুজন। নতুন সিনেমাটির নাম 'তাণ্ডব'। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সূত্রে জানা গেছে। তিনি বলেন, 'গত শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম তাণ্ডব। এটির পরিচালক রায়হান রাফী। এ সিনেমার নায়ক থাকছেন শাকিব খান। আপাতত তথ্য এতটুকুই।' তাণ্ডব নিয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, "'তাণ্ডব' আসছে আগামী কোরবানির ঈদে, তাণ্ডবের প্রি-প্রডাকশন কাজ শুরু করেছি। জানুয়ারির শেষের দিকে শুটিং করব ইনশা আল্লাহ।"সিনেমাটির নায়ক-নায়িকা কে হচ্ছেন, এমন প্রশ্নের জবাবে রাফী বলেন, 'এটা সময় হলে প্রডাকশন হাউজ জানিয়ে দেবে।'  
    রূপের প্রশংসায় পূজা, অপু বললেন 'তোমার মতো না'
    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। ইদানীং সামজিক মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে তাকে। কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট, আবার কখনও ছবিতে ভরে ওঠে তার টাইমলাইন। তার অনুরাগী-অনুসারীরাও বিষয়গুলো খুব মজায় মজায় নেন। আবার নানান সময়ে নায়িকাকে ভিন্ন আশাকে দেখে রূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হলো না। দিন চারেক আগে নতুন মেকওভারে ধরা দেন অপু বিশ্বাস। রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন নায়িকা। এতে ভক্তদেরও তাক লাগে রীতিমতো। একজন তো মন্তব্য ঘরে ডেকেই বসেন 'নীলপরী' বলে। কিন্তু শুধু নীলেই নয়। সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা! সদ্যই কিছু ছবি অপুর টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে ওঠেন অপু বিশ্বাস। নায়িকার পরনে ছিল সাদা স্যালোয়ার। তবে ওড়নায় সাদার ওপরে রুপালি পুঁথির কাজ দেখা যায়। ড্রেসের সঙ্গে মিল রেখে পরেছেন সাদা হিল। শুধু তাই নয়, কানে পাথরের দুল, হাতে রতনচূড়ও নজর কাড়ে অনুরাগীদের।অপু বিশ্বাসের এই ছিমছাম সাজ অনুরাগীদেরও যেমন তাক লাগায়, একইসঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও। অপুর পোস্টের মন্তব্য ঘরে পূজা লেখেন, 'ইসসস! কি সুন্দর! দিদি' পূজার মন্তব্যের উত্তরটিও খুব আদুরেভাবে দেন অপু বিশ্বাস। লেখেন, 'তোমার মতো না হানি'। তবে হোক অপুর নতুন রূপ কিংবা দুই নায়িকার আদুরে আলাপ-সব মিলিয়ে ভক্তদের প্রশংসা, ভালোবাসাই কুড়িয়েছেন তারা। 
    দুই বিয়ের পর তাসনুভা তিশা বললেন, 'বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল'
    বর্তমান সময়ে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ব্যক্তিজীবনে ভালোবেসে ২০১৪ সালে ফারজানুল হককে বিয়ে করেন তিনি। সেই সংসারে ছিল তার একটি কন্যা ও পুত্র সন্তান। তবে বিয়ের ৪ বছরের মাথায় ভেঙে যায় অভিনেত্রীর সংসার। ২০১৮ সালেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিশা।সিঙ্গেল মাদার হিসেবে কয়েক বছর থাকার পরে ২০২২ সালে আজগর নামের এক যুবককে বিয়ে করেন অভিনেত্রী। দুজনের পরিচয়ের মধ্যে থেকেই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার, পাশাপাশি অভিনয়টা চালিয়ে গেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বললেন, বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল।অভিনেত্রী বলেন, আমার মনে হয়, বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদেরকে বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না। তবে যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহ হয় সেখানে আটকাবো না।তিশা আরো বলেন, বিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। এটা একটা দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য, তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয়। অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানেরা সেটা করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমি তাদেরকে বিয়ের জন্য উৎসাহ দেব না। বাকিটা তাদের ইচ্ছা। বর্তমানে তিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে। যে কারণে তাদেরকে নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, আরশের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই বিভিন্ন গুজব ছড়িয়েছে।
    প্রাক্তন প্রেমিককে খুন, গ্রেপ্তার নার্গিস ফাখরির বোন
    প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে খুন করেছেন। এমনই অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোনের বিরুদ্ধে। আমেরিকার কুইনস এলাকার বাসিন্দা আলিয়া ফাকরি। জোড়া খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।আমেরিকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া আর তাতে এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আমেরিকার নিউ ইয়র্কে এই ঘটনা ঘটেছে। পুলিশকে উদ্ধৃত করে আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছেন, এডওার্ড এবং অ্যানাস্তেসিয়ার মধ্যে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। হিংসার বশবর্তী হয়েই অগ্নিসংযোগ করেন তিনি। নিউ ইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, ‘এই আসামি বিদ্বেষপূর্ণভাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের জীবন শেষ করেছে। এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন ধোঁয়ায় শ্বাস নেওয়া নিতে পারেনি এতে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।’আলিয়া এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। নার্গিস এ নিয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমে তার মা বলেন, ‘আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। ও সকলের খেয়াল রাখত, সকলের সাহায্যে এগিয়ে যেত।’ নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মুহাম্দর ফকিরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফকিরি চেক রিপাবলিকের নাগরিক। মেরি নিজেই পুলিশ অফিসার ছিলেন। নার্গিসের যখন ছয় বছর বয়স, মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘রকস্টার’ ছবিতে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলে দেন নার্গিস। তবে কয়েক বছর থেকে অভিনয়ে আর তেমন সক্রিয় নন তিনি। এবি 

    Loading…