এইমাত্র
  • জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাষ্ট্রপতি
  • অটোচালকদের রেললাইন অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
  • সিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলি হামলা, নিহত ৩৬
  • আজ ঢাকা কলেজ-সিটি কলেজের ক্লাস বন্ধ
  • রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
  • রাজধানীতে আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা
  • বিচারের শুদ্ধতায় ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে : আইন উপদেষ্টা
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

    বিনোদন

    যেকোনও ধর্মে মুহাম্মদ (সা.) কে সম্মান করা যায় : স্বরা ভাস্কর
    বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী স্বরা ভাস্কর। ব্যক্তিজীবনে রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন তিনি। সনাতন ধর্মের অনুসারী হয়ে মুসলিম যুবককে বিয়ে করায় নানা কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। তবুও স্বরা সবসময় সম্প্রীতির আহ্বান জানিয়ে গেছেন ভক্তদের। সম্প্রতি হিজাব পরে মাওলানা সাজ্জাদ নোমানীর সঙ্গে দেখা করার জন্য সামাজিক মাধ্যমে ফের কটাক্ষের মুখে পড়েছিলেন স্বরা। সেই ঘটনায় স্বরাকে তুলোধুনো করেছেন বিজেপি দলের অনেক নেতাকর্মী।নেট দুনিয়ার বাসিন্দারা অভিনেত্রীর স্বাধীনচেতা মনোভাবের বিষয়টি নিয়ে উপহাস করেছেন। আবার অনেকে তার ধর্ম পালন নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন, ভালোবাসায় অন্ধ হয়ে মানুষ কত কিছুই না করতে পারে, স্বরাকে দেখেই সেটা স্পষ্ট হয়ে যায়।এবার স্বামী ফাহাদ আহমেদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া জানালেন স্বরা। গেরুয়া বাহিনীকে একহাত নিয়ে স্বরা বললেন, ‘নবী মোহাম্মদকে সম্মান করার জন্য কোনও বিশেষ ধর্মের হতে হয় না। যেকোনও ধর্মে থেকেই তাকে সম্মান করা যায়।’অভিনেত্রীর স্পষ্ট বার্তা, মুহাম্মদ (সা.) কে সম্মান করতে কোনো বিশেষ ধর্মের হতে হয় না। যে কোনো ধর্মে থেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মানবকে সম্মান করা যায়।তিনি বলেন, ‘এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে আপনি কোন ধর্ম বা জাতের নবী মুহাম্মদ (সা.) কে সম্মান জানানোর জন্য সেটা কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।’প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশ্যাল অ্য়াক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রার করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে কাগজে কলমে বিয়ে সারেন অভিনেত্রী। এরপর চলতি বছরেই তাদের সংসারে জন্ম নেয় প্রথম সন্তান। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই স্বরার ব্যস্ততা।এসএফ 
    ব্যাংককে 'একান্তে' প্রেমিক রাফসানের সঙ্গে গায়িকা জেফার
    অনেক আগে থেকেই চাউর প্রেম করছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বিষয়টি আরও বেশি ছড়িয়ে পড়ে যখন এই উপস্থাপকের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর দুজনই এ বিষয়ে ছিলেন নীরব!তবে এবার আর চুপ থাকার উপায় নেই। কারণ সুদূর ব্যাংককে তাদের পাওয়া গেল ব্যক্তিগত সময় কাটাতে!শুধু তারাই নয়, সঙ্গে রয়েছেন জেফারের পরিবারের সদস্যরাও। দু'জনই তাদের ফেসবুকে বেশ সাবধানতার সঙ্গে আলাদাভাবে ছবি পোস্ট করেছেন। কিন্তু খুব একটা সামলাতে পারলেন না। শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দু'জনকে দেখা গেল। এদিন রেস্টুরেন্টের ভেতরে দু'জন পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। তবে এ সময় রাফসান ও জেফার ছিলেন বেশ খোশমেজাজে। রাফসান গ্রিন শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তাঁরা। দু’জনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুললেন। তবে সেগুলো আর ফেসবুকে আসেনি! তবে প্রবাসী বাংলাদেশির তোলা ছবিটি হাত ঘুরে এসেছে দেশের গণমাধ্যমে। এদিকে শোবিজের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গুঞ্জন রয়েছে, গোপনে তাঁরা বিয়েও সেরেছেন। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। আবার অনেকের দাবি, বিয়ে নয় তারা 'লিভ ইন' সম্পর্কে রয়েছেন। সময় নিচ্ছেন নিজেদের বুঝতে। জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তাঁরা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।
    এ আর রহমানের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তিন সন্তান
    অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন। মঙ্গলবার রাতে গায়কের স্ত্রী নিজের আইনজীবী বন্দনা শাহর মাধ্যমে এক বিবৃতিতে নিজেদের ডিভোর্সের খবর জানান। যেখানে বলা হয়,  বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন।আরও বলা হয়, ‘মিসেস সায়রা জোর দিয়ে বলেছেন, ব্যথা এবং যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই চ্যালেঞ্জিং সময়ে তিনি তার জীবনের এই কঠিন অধ্যায়টি পার করার সময় সবার কাছ থেকে গোপনীয়তা এবং তাদের ব্যাপারটি বোঝার অনুরোধ করেছেন।’এরপর এ আর রহমান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর কথা ভেবেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অজানা সমাপ্তি আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন হয়েও অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলি আর আগের মতো হবে না। আমাদের বন্ধুদের বলি, যখন আমরা এই হৃদয়বিদারক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন বলে আপনাদের ধন্যবাদ।’এ আর রাহমান ও সায়রা বানু ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। এই দম্পতি দুই কন্যা ও এক পুত্র সন্তানের মা–বাবা। তাঁদের তিন সন্তানের নাম খাদিজা, রহিমা ও আমিন।মা-বাবার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই ছেলে আমিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্টোরিতে লিখেছেন, ‘আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। আপনাদের বোঝার জন্য ধন্যবাদ।’ রহমানকন্যা খাদিজা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি খুব প্রশংসা করব যদি এই বিষয়টি অত্যন্ত গোপনীয়তা এবং সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়। আপনাদের বিবেচনার জন্য অনেক ধন্যবাদ।’ দুই ভাই-বোনের মতো মুখ খুলেছেন রহিমাও। বাবা আর রহমানের টুইটের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘আমাদের আপনাদের প্রার্থনায় রাখুন’।
    'দরদ' দেখবেন শাকিব, হলের সব টিকেট কিনলেন সুপারস্টারের সহকর্মীরা
    দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। তার সিনেমা নিয়ে স্বাভাবিক ভাবেই ভক্ত ও সাধারন মানুষের মনে থাকে বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তেজনার পারদ ছুঁয়ে গেল রিমার্ক-হারল্যান পরিবারেও। এই কোম্পানির পরিচালকও ঢালিউড সুপারস্টার। শাকিবের সিনেমা 'দরদ' বিশ্বের ২২টি দেশে এক যোগে মুক্তি পেয়েছে। দেশের  ৮৩ সিনেমা হলেও চলছে সিনেমাটি। দেশ-বিদেশে মুক্তির প্রথম দিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে 'সিনেমাটি। মুক্তির দিন থেকে হলে হলে শাকিবিয়ানদের মধ্যে নেমে এসেছিল ঈদের আমেজ। রোমান্টিক-থ্রিলার গল্পের 'দরদ'-এ শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছে না দর্শক। অধিকাংশ দর্শক বলেছেন, এ কোন শাকিব খান! দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে 'দরদ'র দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এদিকে, 'দরদ' মুক্তির সময় 'বরবাদ'-এর শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের 'দরদ' উন্মাদনা দেখছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড় পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার।  ২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের কোম্পানির সৌজন্যে 'দরদ'-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কিনে ফেলা হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন। শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে 'দরদ' উপভোগ করবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে 'দরদ' দেখতে যাচ্ছেন। এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, প্রথমদিন থেকে 'দরদ' দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও 'দরদ' ভরা ভালোবাসা।  
    মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়: মৌসুমী হামিদ
    চলতি বছর বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছর ১২ জানুয়ারি ভালোবেসে লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে ঘর বেঁধেছেন। বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল বিচ্ছেদের কথা। এ নিয়ে বেশ মুখরোচক আলোচনাও চলছে।সম্প্রতি একটি গণমাধ্যমে মৌসুমী হামিদ কথা বলেছেন সংসার নিয়ে। তার মতে, 'সংসার করাটা খুব সহজ। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়াটা সুন্দর হয়, তাহলে সংসার পানির মতো সহজ হয়ে যায়।' সঙ্গে এও জানান, তার সংসার খুব ভালো যাচ্ছে।এ সময় তারকাদের সংসার ভাঙা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার কথায়, 'আমরা প্রতিটি মানুষ আলাদা। কারো ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।' এদিকে, মুক্তির অপেক্ষায় আছে মৌসুমী হামিদ অভিনীত 'নয়া মানুষ' সিনেমাটি। এ ছাড়া নাটক ও ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন তিনি।
    আমি বিয়ে তো গোপনে করিনি: তৌহিদ আফ্রিদি
    দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব দেখা যায় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে। এর মধ্যে আলোচনায় এলো তার বিয়ের খবর।গত ১২ নভেম্বর রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছড়িয়ে পড়ার পর আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হয় চারপাশে। যা পরবর্তীতে সংবাদমাধ্যমেও আসে। বিভিন্ন সূত্রে তার বিয়ের খবর সামনে আসলেও এ বিষয়ে মুখে কুলুপ ছিল আফ্রিদির। অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলোচিত এই ইউটিউবার।সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে কথা বলেন আফ্রিদি। তবে কবে, কখন বিয়ে সেরেছেন, তা নিয়ে কিছু জানাননি। আফ্রিদি জানালেন, পারিবারিক আয়োজনেই তার কাবিন সম্পন্ন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল।আফ্রিদির কথায়, ‘আমি গাড়িতেই বসে শুনলাম, গোপনে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি! আরে, বিয়ে তো গোপনে করিনি। আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে।’আফ্রিদি বলেন, ‘ভেবেছিলাম বাসায় যাব। এরপর সবাইকে বিয়ে খবর জানাব। কিন্তু সে সময় আর পেলাম কই, অনেকেই ছবি পোস্ট করেছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে-এটা সম্পূর্ণ মহান আল্লাহ তায়ালাই লিখে রাখেন।’কনে দেখতে গিয়ে কাবিন হয়ে গেছে জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানেই কাবিন হয়ে গেছে। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও হাত নেই।’তৌহিদের স্ত্রীর নাম রামিসা আল রিসা, তার যমজ বোন রাইসা আল রোজা। শুরুতে খবর ছড়ায়, টিকটকার রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘সমস্যা হচ্ছে, মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে, তারা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে (শ্যালিকা) অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব এক দিক থেকে হাস্যকর লাগে।’
    বাবা হারালেন রিয়া-রাইমা সেন
    ভারতীয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মুনমুন সেনের স্বামী এবং রিয়া ও রাইমা সেনের বাবা ভারত দেববর্মা মারা গেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ভারত দেববর্মার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে নিশ্চিত করেন তার মেয়ে রাইমা সেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভারত দেববর্মা। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে তার বিয়ে হয়। এক বছরের মাথাতেই রাইমা সেনের জন্ম হয়। তার বছর দুই পরে রিয়া। বিয়ে ও দুই সন্তান জন্মের পর মুনমুন নিজের অভিনয় সফর শুরু করেন। আটের দশকের হার্টথ্রব হয়ে ওঠেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন এই সুচিত্রাকন্যা।এরপর ২০১৪ সালে মুনমুন সেনের রাজনৈতিক কেরিয়ারের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ে লোকসভা ভোটে জেতেন। অভিনয় হোক বা রাজনৈতিক ক্যারিয়ার, বরাবর স্ত্রীর পাশে থেকেছেন ভরত দেববর্মা। রিয়া-রাইমার কাছেও তিনি ‘বেস্ট ড্যাড’। গত ২৮ সেপ্টেম্বর ছিল ভারত দেববর্মার জন্মদিন। সেদিন বাবার একাধিক ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে রাইমা সেন লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বাবা, তুমি আমাদের সমস্ত স্বপ্ন সত্যি করে তুলেছো। এখনও এত ফুরফুরে মনের মানুষ ও ভালোবাসায় পূর্ণ বাবা হয়ে থাকার জন্য থ্যাংক ইউ ড্যাড। তোমার এই রসিকতা ও হাসি অটুট থাকুক এই প্রার্থনা রইল।’এবি 
    শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে: তানজিন তিশা
    কয়েক বছর ধরে শোনা যাচ্ছে সিনেমার অঙ্গনে পা রাখতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তিনি নিজেও জানিয়েছিলেন, সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে আবারও জানালেন সিনেমা নিয়ে পরিকল্পনার কথা। অভিনেত্রীর মতে, শাকিব খানের মতো তারও অনেক ভক্ত আছে। দুজন একসঙ্গে হলে ভালো কিছু হবে।তানজিন তিশা বলেন, 'দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। সেই জায়গা থেকেই পরিকল্পনা করছি। একটি ভালো কনটেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো গল্প, ভালো নির্মাতা ও ভালো প্রোডাকশন হাউস। সেটার জন্যই অপেক্ষা করছি। শিগগিরই সবাইকে ভালো খবর দিতে পারব।'ছোট পর্দার শিল্পীদের ভিন্ন ঘরানার সিনেমায় বেশি দেখা গেলেও তানজিন তিশার আগ্রহ বাণিজ্যিক মশলাদার সিনেমা। অভিনেত্রী বলেন, 'মনে হয় আমার সঙ্গে কমার্শিয়াল সিনেমা খুব ভালো যাবে। এটা আমার দর্শকরা বলেছে। তারা বলেছে, একটা হলেও আমার কমার্শিয়াল সিনেমা করা উচিত। তাই প্রথমে কমার্শিয়াল সিনেমার কথা চিন্তা করছি। পরবর্তীতে অন্য সিনেমা।' বছর দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল, শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিশার। ভবিষ্যতে শাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'সবকিছু মিলে গেলে কেন নয়? শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দুজনের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে। এ ছাড়া আমি যার সঙ্গেই কাজ করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।' অনেক অভিনয়শিল্পী ব্যর্থতার ভয়ে সিনেমায় আসতে চান না। তবে এ অভিনেত্রী জানালেন, ব্যর্থতা নিয়ে ভাবেন না তিনি। বললেন, 'আমি এসবের কোনো পরোয়া করি না। গল্প পছন্দ হলেই কাজটি করি। কখনোই চিন্তা করি না কাজটি সবার ভালো লাগবে কি লাগবে না। প্রতিটি অভিনয়শিল্পীর অনেক কাজ থাকে। এরমধ্যে প্রতিটি কাজ শতভাগ ভালো হতে হবে এমন কোনো কথা নেই। একটা কাজ ভালো না হলে থেমে যাওয়ার মানুষ আমি নই। যে মানুষের চিন্তা এমন থাকে, তাদের কোনো কিছুতে ভয় থাকে না।' অভিনেত্রী তানজিন তিশার ছোটবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল। এরপর নাচ শিখেন এবং নাচ দিয়েই শোবিজে পা রাখেন তিশা। তারপর মডেলিং দিয়ে পরিচিতি পান। তখনো অভিনয়ে নাম লেখাননি। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। প্রথম নাটকেই দর্শকের কাছ থেকে প্রশংসা পেতে থাকেন। গ্ল্যামার আর অভিনয়ে সরব এ অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকে সময়ের অন্যতম সমৃদ্ধ মুখ তিনি। অথচ শুরুর অনেকটা সময় বেশ স্ট্রাগল করতে হয়েছে মডেলিংয়ের জড়তা কাটিয়ে নিজেকে অভিনেত্রী প্রমাণে। এর মধ্যে ভালোই প্রমাণ করেছেন নিজেকে। মাঝে অভিনয়ে নিয়মিত না হলেও বছর কয়েক বিরতি দিয়ে নাটকে নিয়মিত হন এবং অভিনয়গুণে নিজেকে নিয়ে যান শীর্ষে, হয়ে উঠেন তুমুল জনপ্রিয়।
    আমাকে গান গাইতে দিলে তাদের কী ক্ষতি হতো: বেবী নাজনীন
    রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিগত সরকারের আমলে পেশাগত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সংগীতশিল্পী বেবী নাজনীনের। পরবর্তী সময়ে তিনি থিতু হন যুক্তরাষ্ট্রে। অবশেষে দীর্ঘ আট বছর পর গত সপ্তাহে দেশে ফিরেছেন কোকিলকণ্ঠী বেবী নাজনীন। দেশে ফিরে এই সংগীতশিল্পী ও রাজনীতিবিদ এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকালে জানান, শিল্পীরা সব সময় দলমতের ঊর্ধ্বে, তাঁদের কখনোই কোনো বাধানিষেধের মধ্যে রাখা যাবে না।তিনি বলেন, ‘আমি গত ১৬ বছর কাজ করতে পারিনি। আমার ভক্তরা আমাকে কত ভালোবাসেন তা বলে বোঝানো যাবে না। আমি তাদের ভালোবাসা পেয়েই অভ্যস্ত। এই যে তাদের কাছে থেকে আমাকে দূরে সরানো হলো, এটাই তাদের বড় ষড়যন্ত্র। আমি একজন শিল্পী। আমাকে গান গাইতে দিলে তাদের কী ক্ষতি হত, সেটাই আমি বুঝতে পারিনি।’ক্ষোভ প্রকাশ করে বেবী নাজনীন বলেন, ‘এই সময়ে হয়ত দু’একটি গান করে ইউটিউবে ছেড়ে দিতে পারতাম। কিন্তু আমি তো ইউটিউবার আর্টিস্ট নই। আমি বাংলাদেশের জাতীয় আর্টিস্ট। আমার কাছে দেশের সন্মান জড়িয়ে আছে। আমি ইউটিউবে গিয়ে গাইবো কেন? ১৬ বছর যদি আমাকে আটকে না রাখা হত তাহলে অনেক ভালো ভালো গান আমি উপহার দিতে পারতাম।’
    মেহজাবীনের অনন্য অর্জন: প্রাচীনতম চলচ্চিত্র উৎসবে 'প্রিয় মালতী'
    জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা 'সাবা' নিয়ে একের পর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুগ্ধতা ছড়াচ্ছে। 'সাবা'র একই পথে তার দ্বিতীয় সিনেমা 'প্রিয় মালতী'। কায়রো চলচ্চিত্র উৎসবের পর ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া'য় (ইফি) আমন্ত্রণ পেয়েছে সিনেমাটি।  ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া'র (ইফি) ৫৫ তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে 'প্রিয় মালতী'। যা মেহজাবীনের জন্য অনন্য অর্জন মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। ইফির 'সিনেমা অব দ্য ওয়ার্ল্ড' বিভাগে প্রতিযোগিতা করবে দেশের 'প্রিয় মালতী'। উৎসবের পর্দা উঠবে ২০ নভেম্বর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে পানজিম অডিটোরিয়াম-৪ এ ২৭ নভেম্বর প্রদর্শনী রয়েছে সিনেমাটির।  মেহজাবীন বলেন, 'ইফিতে “প্রিয় মালতী” সিলেক্ট হওয়ায় পুরো টিম দারুণ অনুপ্রাণিত। উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো কাজ করি না। কিন্তু যখন সেটা নির্বাচিত হয়, তখন খুবই ভালো লাগে। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারছে। তবে আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।' এর আগে, মিশরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে 'প্রিয় মালতী'র। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলেন মেহজাবীন ও শঙ্খ। 'প্রিয় মালতী' ছবিতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। 
    ‘পথের পাঁচালী’র দুর্গা এবার পাড়ি দিলেন না ফেরার দেশে
    সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র পথের পাঁচালী-তে দুর্গা চরিত্রে অভিনয় করে চিরস্মরণীয় হয়ে থাকা অভিনেত্রী উমা দাশগুপ্ত আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর সোমবার (১৮ নভেম্বর) পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।শৈশব থেকেই থিয়েটারে অভিনয় করতেন উমা। তাঁর স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে পরিচালক সত্যজিৎ রায়ের নজরে আসেন তিনি। পথের পাঁচালী-র ‘দুর্গা’ চরিত্রের জন্য উপযুক্ত শিল্পী খুঁজছিলেন পরিচালক। সেই সূত্রে উমার অডিশন নেওয়া হয়। যদিও মেয়ে অভিনয়জগতে আসুক তা চাননি উমার বাবা। পরে সত্যজিৎ রায়ের অনুরোধেই পরিবার রাজি হয়।উমা দাশগুপ্তের অভিনীত দুর্গা চরিত্রটি বাংলা চলচ্চিত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। সাদা-কালো সিনেমার যুগে অপু-দুর্গার গল্প, বিশেষত দুর্গার চরিত্রে তাঁর সহজ-সরল অথচ গভীর অভিনয়, আজও দর্শকের হৃদয়ে গাঁথা। যদিও তিনি এরপর আর সিনেমায় নিয়মিত হননি, তবে তাঁর সেই একটিমাত্র কাজ তাঁকে অমরত্ব দিয়েছে।উমার প্রয়াণে টালিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে নিয়ে স্মৃতিচারণ করছেন বিভিন্ন প্রজন্মের তারকারা।অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিচালক ও অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, "উমা দাশগুপ্ত শুধু একজন অভিনেত্রী নন, তিনি বাংলা সিনেমার এক যুগান্তকারী অধ্যায়ের অংশ। তাঁর মৃত্যুতে আমরা এক কিংবদন্তিকে হারালাম।"দীর্ঘদিন লাইট-ক্যামেরা থেকে দূরে থাকলেও উমা দাশগুপ্তকে আজও মনে রেখেছেন তাঁর ভক্তরা। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।এসএফ
    ফের প্রেমে পড়েছেন পরীমণি, বললেন 'থাকুক কিছু রহস্য জমা'
    প্রেম আসবেই- কথাটি সত্যি হয়ে ধরা দিয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনে। আবারও প্রেমে পড়েছেন তিনি। আর বিষয়টি নায়িকা নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে।আজ সোমবার ভোরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরী। মাত্র ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাড়ির জানালায় আধো আলো- আধো আঁধারের আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, 'ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।' অর্থাৎ, 'হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।'পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। কেউ নায়িকাকে সতর্কও করেছেন! তবে সেসবের কোনো জবাব দেননি পরীমণি। পাশাপাশি, মনের মানুষটি কে- এ বিষয়েও স্পষ্ট কিছু বলেননি তিনি। এ প্রসঙ্গে জানতে পরীমণির সঙ্গে যোগাযোগ করে সময়ের কণ্ঠস্বর। তিনি বলেন, সময়ের সঙ্গে সব জানবেন। আর প্রেম মানেই তো সেই প্রেম নাও হতে পারে। অপেক্ষা করুন এমন পোস্ট কেন দিলাম জানবেন। নাকি নতুন কোনো কাজের শুটিং করছেন? প্রশ্ন করা হয় নায়িকাকে। তিনি বললেন, হতো বা তাই অথবা না। একটু ধোঁয়াশা থাকুক। কিছু রহস্য সব সময় আনন্দ দেয়। থাকুক কিছু রহস্য জমা। উল্লেখ্য, গেল ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব'। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এই সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। 
    প্রথমবারের মতো কনসার্টে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন জেমস
    দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড নগরবাউল। প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট থাকে তাদের। সবশেষ অস্ট্রেলিয়া মাতিয়ে আসে দলটি। এবার প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করবে নগরবাউল জেমস।আগামী ২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি কনসার্ট করবে জেমস-ফান্টিরা। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।রক্ষণশীলতার ঘেরাটোপ থেকে সৌদি সমাজকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, খুলে দেওয়া হয় সৌদির সিনেমা হলগুলো। আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট, ফ্যাশন শো ইত্যাদির। এরই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ ‘রিয়াদ সিজন’।সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এ উৎসবের লক্ষ্য সৌদি আরব ও অংশগ্রহণকারী এশীয় দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়। উৎসবটি শীতকালীন বিনোদনের অন্যতম আয়োজন হিসেবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করছে সৌদি সরকার।আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। সেখানে এসব দেশের সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে। আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।বিষয়টি নিশ্চিত করেছে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর। তিনি বলেন, ‘২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন। কনসার্ট করতে আগামী ২০ নভেম্বর দেশ ছাড়বে দলটি।’
    মৃত্যুর এক মাস পর খোলা হচ্ছে মনি কিশোরের ফ্ল্যাটের তালা, যা জানা গেল
    মৃত্যুর প্রায় এক মাস পর গায়ক মনি কিশোরের রামপুরার সেই ফ্ল্যাটের তালা খোলা হচ্ছে। গত ১৯ অক্টোবর ৯৯৯ এ ফোন পেয়ে ফ্ল্যাটটি থেকে ৯০ এর দশকের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে তদন্তের স্বার্থে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া ওই ফ্ল্যাটে প্রবেশে নিষেধ ছিল।তবে রোববার (১৭ নভেম্বর) গায়ক মনি কিশোরের রামপুরার সেই ফ্ল্যাটের তালা খোলা হচ্ছে বলে জানিয়েছেন মামলার দায়িত্বে থাকা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) খান আবদুর রহমান। মনি কিশোরের পরিবার ও বাড়ির মালিকের উপস্থিতিতে ফ্ল্যাটের তালা খোলা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।জানা গেছে, গায়ক মনি কিশোরের লাশ উদ্ধার হওয়ার পর থেকে রামপুরার ওই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। এতে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন বাড়ির মালিক। অন্যদিকে মনি কিশোরের পরিবারও বাড়িটি খালি করার কথা বলছিলেন। ফলে আইনি কোনো বাধা না থাকায় ফ্ল্যাটের তালা খোলা হচ্ছে।এসআই খান আবদুর রহমান জানিয়েছেন, বাড়ির মালিক ও মনি কিশোরের পরিবার থেকে বাড়িটি খালি করার কথা বলা হচ্ছিল। এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। আর আইনি কোনো জটিলতাও নেই। সবার সঙ্গে কথা বলে বাড়িটি খালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবার উপস্থিতিতেই ফ্ল্যাটের তালা খোলা হবে।বিষয়টি নিশ্চিত করে বাড়ির মালিক শামসুদ্দোহা তালুকদার জানিয়েছেন, পুলিশ ও মনি কিশোরের ভাইকে রুমটি খালি করে দেয়ার বিষয়ে বলেছিলেন তিনি। পরে রুমটি খালি করে দেয়ার সিদ্ধান্ত হয়। রোববার মনি কিশোরের ভাই আসার কথা রয়েছে। তার ও পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বাড়ির মালিক শামসুদ্দোহা তালুকদার।গত ১৯ অক্টোবর রামপুরার ফ্ল্যাটটি থেকে গায়ক মনি কিশোরের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। কয়েকদিন তাকে ফোনে না পেয়ে পরবর্তীতে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে তালা দেয়া পান বাসার মালিক। অন্যদিকে রুমটি থেকে দুর্গন্ধ বের হলে একপর্যায়ে প্রতিবেশীদের মাধ্যমে ৯৯৯ এ ফোন পেয়ে মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।মরদেহ উদ্ধারের সময় পুলিশের প্রাথমিক ধারণা ছিল, অসুস্থতার কারণে মৃত্যু হতে পারে মনি কিশোরের। এমনকি তিনি নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। কারণ, মরদেহ উদ্ধারের পর ওই বাসা থেকে সিটি স্ক্যান, এমআরআই রিপোর্টসহ কিছু মেডিকেল রিপোর্ট পাওয়া যায়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আসেনি।অন্যদিকে মরদেহ উদ্ধারের পর প্রথমে দাফন নিয়ে জটিলতা হলেও পরবর্তীতে ২৪ অক্টোবর মনি কিশোরের মরদেহ দাফন করা হয়। ওইদিন ঢাকার দক্ষিণ বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদের পাশের একটি কবরস্থানে ৯০ এর দশকের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীকে সমাহিত করা হয়।এসএফ 
    পরীমণিকে উদ্দেশ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান, নায়িকার স্টেজ ত্যাগ
    শো-রুম উদ্বোধন করতে গিয়ে অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হলেন ঢাকাই সিনেমার আলোচিত  নায়িকা পরীমণি। পরীর শোরুম উদ্বোধন অনুষ্ঠানে এবারই প্রথম নিরাপত্তা কর্মী, আয়োজক ও দর্শকদের মধ্যে তুমুল হট্টোগোল বেধে যায়। ঘটনার এক পর্যায়, পরীকে উদ্দেশ্য করে দর্শকরা 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করলে বাধ্য হয়ে স্টেজ থেকে বিদায় নেন অভিনেত্রী।   শনিবার (১৬ নভেম্বর) যমুনা ফিউচার পার্কের একটি শো-রুম উদ্বোধন করতে গেলে সেখানেই এমন ঘটনা ঘটে। সেখানে পরীমণিকে দেখতে ছুটে আসেন তার অসংখ্য ভক্ত। ছোট জায়গা হওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে অগণিত ভক্তদের অনেককেই স্টেজের সামনে জড়ো হতে দিচ্ছিলেন না নিরাপত্তা কর্মীরা। বিষয়টি মেনে নিতে পারেননি উপস্থিক দর্শক।  ক্ষুদ্ধ জনতা ও দর্শকদের অভিযোগ, নিরাপত্তা কর্মীরা স্টেজের সামনে শুধু ঢুকতেই বাধা দেননি। তারা মেয়েদের গায়ে হাত দিয়ে নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে দিয়েছেন। যা ক্ষোভ তৈরি করে উপস্থিত দর্শকদের।  এদিকে ঘটনাস্থলে হট্টোগোল বেধে যাওয়ায় পরিস্থিতি সামলাতে পরীমণি মাইক হাতে নিয়ে উত্তেজিত জনতা, দর্শকদের শান্ত করতে চেষ্টা করেন। বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দুঃখিত যে আপনাদের ঢুকতে দেয়া হচ্ছে না।  পরী আরও বলেন, আমার সাথে কখনও এমন ঘটেনি। প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এখানে। আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করেন। আপনারা প্লিজ কারো প্রতি ক্ষোভ, কারো প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না। এরপরই ভক্তরা আরও উত্তেজিত হয়ে পড়েন। 'অনেক হয়েছে'- এই বলে পরীমণিকে উদ্দেশ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করেন তারা। এমন পরিস্থিতি দেখে 'আমার আর কিছুই বলার নেই'- বলে স্টেজ ছেড়ে চলে যান পরী।    অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে ওইদিনই রাতে একটি স্ট্যাটাস শেয়ার করেন পরী। লেখেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয় সেখানে আমি কি করে সম্মানিত বোধ করবো? পরী আরও লেখেন, সুষ্ঠ, সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। আপনারা অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি। যমুনা কর্তৃপক্ষের প্রতি আমার বিনীত নিবেদন!

    Loading…