এইমাত্র
  • জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি
  • আন্দোলনের সময় যে টর্চার সেলে রাখা হয়েছিল, শনাক্ত করলেন নাহিদ ও আসিফ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
  • বরিশালের বাবুগঞ্জে ৫টি পাইপ গান উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • ‘আম্বালা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • চট্টগ্রামে ‘কাপল ড্যান্স’ পার্টি থেকে ২৫ তরুণ-তরুণী আটক
  • আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে অস্ত্রসহ আটক ৫
  • এটা 'বীভৎস দৃশ্য', আয়নাঘরের বর্ণনায় প্রধান উপদেষ্টা
  • চুয়াডাঙ্গায় গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
  • সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর আটক
  • আজ বুধবার, ২৯ মাঘ, ১৪৩১ | ১২ ফেব্রুয়ারি, ২০২৫

    প্রবাস

    মসজিদে নববীতে ইফতারে নতুন নিয়ম
    পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনার মসজিদে নববীতে ইফতারে নতুন নিয়ম বেধে দিয়েছে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মসজিদ কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ইফতারের মৌলিক মেনুর সঙ্গে শুধু দুটি আইটেম যুক্ত করতে পারবেন ইফতার সরবরাহকারীরা।মদিনার মসজিদে নববীতে প্রতিবছর পবিত্র রমজান মাসে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার সরবরাহ করে থাকেন। মসজিদে নববীতে ইফতারের খাবারের তালিকায় সাধারণ খেজুর, রুটি, দই, প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল সরবরাহ করা হয় । মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ইফতার সরবরাহ করবেন তারা চাইলে বাদাম, কাপকেক, পাই, কুকি এবং মাংস-পুদিনা-শাক দিয়ে ঠাসা সেদ্ধ খেজুর দিতে পারেন। তবে দুটি আইটেমের বেশি আর অন্য কোন ইফতার সামগ্রী দেওয়া যাবে না।এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে এবং যারা রোজাদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক বিষয়গুলো জানাতে হবে ।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে রমজান শুরু হবে। এ মাসের প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিমদের সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হয়। এমআর-২
    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৮ অভিবাসী আটক
    মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিসহ ৫৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (৫ জানুয়ারি) যৌথ অভিযানে এসব অভিবাসীদের আটক করা হয়।দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫৮ জন অভিবাসীর বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এদের মধ্যে কেউ কেউ মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান, অস্থায়ী কাজের পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করছিল।তিনি আরও বলেন, আটকদের মধ্যে ৪১ জন মায়ানমার, ৩ জন ইন্দোনেশিয়ান, ৯ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর। বর্তমানে তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।এবি 
    সৌদিতে প্রবাসীর হাতে আরেক প্রবাসী খুন
    সৌদি আরবের পবিত্র মক্কায় এক প্রবাসী বাংলাদেশির হাতে খুন হয়েছেন অপর এক বাংলাদেশি।মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের পবিত্র  মক্কা নগরীর আল তওহীদ কোম্পানির বলদিয়া জুম্মুম ক্যাম্পে এই ঘটনা ঘটে।নিহত বাংলাদেশির নাম ফরহাদ হোসেন। তার দেশের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতিতে।হত্যাকান্ডে জড়িত ব্যক্তির নাম নুরুল ইসলাম। তার বাড়ি একই জেলার ঘাটাইল উপজেলায় বলে জানা গেছে।জানা গেছে, তারা দুইজনই  আল তওহীদ কোম্পানিতে কর্মরত ছিলেন এবং তারা আল তওহীদ কোম্পানির বলদিয়া জুম্মুম ক্যাম্পে একই কক্ষে বসবাস করতেন।গতকাল মঙ্গলবার এশার নামাজের পর ফরহাদ ও নুরুল ইসলামের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে পরিণত হয়। হাতাহাতির এক পর্যায়ে নুরুল ইসলাম ফরহাদকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়। তাৎক্ষণিক ক্যাম্পের লোকজন নুরুল ইসলামকে আটক করে রাখে। ঘটনাস্থলে সৌদি পুলিশ এসে অপরাধী নুরুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে যায়। উক্ত ঘটনার তদন্ত আইনি প্রক্রিয়ায় চলছে ।নিহত ফরহাদের হত্যাকান্ডে স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসছে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।এমআর-২
    এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে
    এবার সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী-সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যান। ইতিমধ্যে তাদের মধ্যে বেশ কয়েকজনকে লন্ডনে দেখা গেছে। সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও লন্ডনে বলে গুঞ্জন ছিল।যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্র জানায়, লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক কর্মী সভার আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তিনি।যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের আমন্ত্রণে কর্মী সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ছাড়াও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান যোগ দিয়েছিলেন।
    সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১২ বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত
    সৌদি আরবের তায়েফ শহর থেকে জিয়ারত শেষে মক্কায় ফেরার পথে ১২ বাংলাদেশি ওমরাহ যাত্রীর একটি কাফেলার দলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত হন।মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস তায়েফের ওয়াদি হালিমাসহ তায়েফের পবিত্রতম স্থান জিয়ারাহ শেষে পবিত্র নগরী মক্কা ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ১২ জন বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত হয়।আহতরা হলেন- আব্দুল কাদির, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, মো. ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শওকত আরা, কাকলি আক্তার,সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার।আহতদের মধ্যে সাহেরা খাতুন এবং জোসনা বেগম নামে দুইজন ওমরা যাত্রীর অবস্থা গুরুতর। উভয়ের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামে। তাদের তায়েফের কিং ফয়সাল হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।তথ্যে জানা যায়, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় পুলিশ এসে মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করে এবং আহতদের উদ্ধার করে তায়েফের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করেন এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষ হলে তাদেরকে  ছেড়ে দেওয়া হয়।উল্লেখ্য যে, এসব ওমরাহযাত্রীরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের মক্কায় এসেছিলেন বলে জানা যায়।এআই
    মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
    মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।শুক্রবার (২৪ জানুয়ারি) ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মালয়েশিয়ার অন্তত ১০টি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে ৫০২ ধরনের নকল ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।বাংলাদেশি ভুয়া এই চিকিৎসকরা শুধু প্রবাসী রোগীদের চিকিৎসা সেবা দিতেন বলে জানান ইমিগ্রেশন প্রধান।তিনি আরও বলেন, প্রশাসনের নজর এড়াতে রেস্টুরেন্ট বা দোকানে বসে ছদ্মবেশে এই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন গ্রেপ্তাররা। চিকিৎসা এবং ওষুধ বিক্রির জন্য প্রতিটি বাংলাদেশি গ্রাহকের জন্য ৫০ থেকে ২০০ রিঙ্গিত চার্জ করা হতো। এই অবৈধ কার্যক্রম তারা প্রায় এক বছর ধরে চালিয়ে আসছিলেন।ইমিগ্রেশন আইন ১৯৫২ এর ধারা ১৩(ক), বিষ (সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) রেগুলেশন ১৯৮৯ এর রেগুলেশন ৩(১) এবং ১৯৮৪ সালের প্রবিধান ড্রাগস অ্যান্ড কসমেটিকস কন্ট্রোলের রেগুলেশন ৭(১) এর অধীনে ওই ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। সূত্র: দ্য স্টার অনলাইনএবি 
    ছুটি শেষে সৌদিতে ফেরার ৯ দিনের মাথায় রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
    সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা শহরের স্ট্রোক করে মো. মোবারক হোসেন (৪০) নামে এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে জেদ্দার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের উত্তর পাড়া নিবাসী মৃত আব্দুল মজিদের ছোট সন্তান। এর আগে বুধবার সৌদির স্থানীয় সময় বেলা ১১টার দিকে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ।জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ২৫ বছর আগে মোবারক সৌদি আরবে পাড়ি জমান। সৌদি আরবের জেদ্দা শহরে সে প্রথমে একটি কোম্পানিতে কাজ করতেন। বর্তমানে সে নিজেই ছোট একটি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ গত ৩ মাস আগে সে ছুটি কাটাতে দেশে আসেন। ছুটি শেষে গত ১৩ জানুয়ারি সে সৌদি আরবে নিজ কর্মস্থলে ফিরে যান। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার বড় ভাই আসাদ তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।নিহত মোবারক হোসেনের মরদেহ হাসপাতালটির হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। 
    কুয়েতে মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতিতে ৩ বাংলাদেশি গ্রেপ্তার
    মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।দেশটির স্থানীয় স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে, রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানব পাচারে জড়িত দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পাশাপাশি সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২০ জানুয়ারি) জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়া এক বিবৃতিতে জানায়, মানব পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তি বাংলাদেশিদের কাছ থেকে প্রতি ভিসা বাবদ ১৭০০ থেকে ১৯০০ দিনার পর্যন্ত ফি নিয়ে ভিসা বিক্রি করেন বলে স্বীকার করেছেন।এতে আরও জানানো হয়, তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরিতে জড়িত থাকার বিষয়ে গোপন সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে প্রচুর পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার বাংলাদেশিদের পরিচয় জানানো হয়নি।বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার্ড করা হয়েছে।এবি 
    পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু
    সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহিম প্রধানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার  রুহিতারপার গ্রামের।গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তথ্যে জানা যায়, মৃত আব্দুর রহিম মতলব উত্তর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা আবুল কালামের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।গত ১১ জানুয়ারি শনিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।এআই
    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৬
    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আবারও বাংলাদেশিসহ ৭৬ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির অভিবাসন বিভাগ জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সেলাঙ্গও রাজ্যের শাহ আলম এবং কাজাং-এ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই এবং মেয়াদোত্তীর্ণ বেশি সময় ধরে অবস্থানকারী ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশনের বিভিন্ন বিভাগের ১১৩ জন কর্মকর্তা অংশ নেন।অভিযানে মোট ৩৭৪ জন বিদেশী নাগরিককে তল্লাশি করা হয়েছে এবং এদের মধ্য থেকে বিভিন্ন অপরাধে ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে।জাকারিয়া বলেন, পরিচয়পত্র না থাকা এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করার অপরাধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬ এর অধীনে আরও তদন্তের জন্য আটক অভিবাসীদের জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।পরিচালক  বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং অভিবাসীদের পাচার ও চোরাচালান বিরোধী আইন ২০০৭ (অ্যাটিপসম) আইনসহ সংশ্লিষ্ট আইনের অধীনে অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এর আগে, দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুইদিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসীকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এবি 
    বিদেশ থেকেই সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো যাবে
    এখন থেকে সৌদি প্রবাসীরা বিদেশে থেকেও ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। এ ছাড়া তাদের পরিবারের সদস্যদের বসবাসের অনুমতিও নবায়ন করতে পারবেন। সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাতের বরাত দিয়ে এ তথ্য জানানো হয় ।সৌদি পাসপোর্ট অধিদপ্তর এর মতে, সৌদি আরবের বাইরে থেকে প্রবাসীরা তাদের একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এ ছাড়া প্রবাসীদের জন্য নির্ভরশীল সদস্য ও গৃহকর্মীদের বসবাসের অনুমতি নবায়ন করতে পারবেন।নির্ধারিত ফি পরিশোধের পর এই সেবাগুলো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘আবশার’ এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে করা যাবে।সৌদি আরবে বিপুল পরিমাণ প্রবাসী বাস করেন। দেশটি তাদের শ্রমবাজারকে আরও চাঙ্গা করার জন্য বেশ কিছু সংস্কার চালু করেছে। সৌদি কর্তৃপতক্ষ বলছে, শ্রমিকদের চুক্তিভিত্তিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।নতুন নিয়মে অনির্দিষ্ট মেয়াদের চাকরির চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা শ্রমিকের পক্ষ থেকে ৩০ দিন এবং নিয়োগকারীর পক্ষ থেকে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, শ্রমিকরা যাতে সমান সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নিয়োগদাতাদের বাধ্য করা হয়েছে।এইচএ
    মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক
    মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে থেকে বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি রয়েছেন।আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টায় রাজ্যের শাহ আলম এলাকার সেকশন ১২ এর শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।অভিযানে ৪শ’ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ১৩৫ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান– অভিযানে দেখা গেছে, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে।এবি 
    সৌদিতে বাংলাদেশিসহ ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
    সৌদি আরবে গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার (৪ জানুয়ারি) সৌদি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও ৩ হাজার ৩৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়াও, অবৈধভাবে সৌদিআরব প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।এদিকে ১২৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং  তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে।এইচএ
    ইতালিতে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বৃহত্তর নোয়াখালী সমিতি
    ইতালিতে বৃহত্তর নোয়াখালি সমিতি গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছে। জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই সমিতি নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।রোমের বাংলা অধূষিত এলাকা তরপিনাত্তারা স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠন সহ কমিউনিটির পক্ষ হতে নবনির্বাচিত নেতৃবৃন্দ দেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় সকলের উপস্থিতিতিতে অনুষ্ঠানটি বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির নবগঠিত সভাপতি আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।  এছাড়াও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও যুগ্ম সম্পাদক জায়দুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন, ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান ও বৃহত্তর নোয়াখালী সমিতি এবং রোমের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় নোয়াখালী বিভাগ চাই বিভাগা চাই বলে স্লোগান দেন তারা।অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শুভেচ্ছা বিনিময় ও অসংখ্য মানুষের উপস্থিতি ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছে কমিউনিটিতে বৃহত্তর নোয়াখালী সমিতির শক্ত অবস্থান। তারা প্রত্যাশা করেন আগামীর দিনগুলোতে প্রবাসে এবং দেশে সার্বিক উন্নয়নে অবদান রাখবে এই সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের অভিশপ্ত অতীত থেকে আলোর পথ দেখছে এই সংগঠন। ইতালিতে বৃহত্তর নোয়াখালীর ঐক্যবদ্ধতা নিশ্চিত করে, বাংলাদেশ কমিউনিটিকে শক্তিশালী অবস্থান। অতীতের মত আগামীতেও বৃহত্তর নোয়াখালী সমিতি দিবে বাংলাদেশ কমিউনিটির এগিয়ে যাওয়ার সঠিক ঠিকানা। নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে আগামীতে ইতালিতে বৃহত্তর নোয়াখালীবাসীদের নিয়ে নোয়াখালি উৎসব করার আশাবাদব্যক্ত করেন। বৃহত্তর নোয়াখালীর সকল প্রবাসীদের আইনি সহাযতা সহ ইতালিতে বিভিন্ন কাজে সব সময় সহযোগিতা করার আশ্বাসদেন দেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক।এছাড়াও বক্তারা প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মের জন্য নিজ জেলার ইতিহাস ঐতিহ্যসহ বিভিন্ন কার্যক্রম করবেন বলে অঙ্গীকার করেন। পরিশেষে আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এইচএ
    নিজস্ব মালিকানায় সৌদিতে ব্যবসার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আইন অনুসারে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না। অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজেকলমে মালিক হতে পারেন না প্রবাসীরা। সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সেই সৌদি  মালিক বা কফিলকে । সৌদির এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিঃস্ব হয়েছেন এমন ঘটনা সৌদিতে নিয়মিত ঘটতো । সৌদিতে প্রবাসীদের ব্যবসা করতে বড় বাধা ছিল দেশটির আইন। আইনের বলে প্রবাসীরা নিজেদের সম্পদ দিয়ে আসত সৌদি নাগরিকদের। আবার অসাধু কিছু সৌদি নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। এ ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। এতে বাংলাদেশীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হত। এ নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এখন থেকে আইনি সুবিধা পাবে প্রবাসীরা।নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হয়েছে  সম্ভাবনার নতুন দ্বার। এখন থেকে তারা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে সৌদিআরব সরকার। এতে প্রবাসী শ্রমিকদের জন্য বিশাল সুযোগের সৃষ্টি হয়। এ উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করে দেশটি ।ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।এর অধীনে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’। পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন দেশটির সরকার ।এফএস

    Loading…