এইমাত্র
  • মারা যাননি ওবায়দুল কাদের
  • মাহফিলে যেতে না পেরে হেলিকপ্টারের ৪ লাখ টাকা ফেরত দিলেন আব্বাসী
  • এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
  • গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
  • ভারত-পাকিস্তানের কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না
  • বিশ্বে সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ: আরএসএফ
  • জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার অনুমোদন
  • জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার
  • খানসামা উপজেলা ইউএনও মো. তাজ উদ্দিনের বিদায় সংবর্ধনা
  • টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, যান চলাচল বন্ধ
  • আজ শুক্রবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ ডিসেম্বর, ২০২৪

    রাজধানী

    রাজধানীর আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
    রাজধানীর মতিঝিলে পারাবত আবাসিক হোটেল থেকে হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, খবর পেয়ে রাতে মতিঝিলের পারাবত নামে একটি আবাসিক হোটেলে ১০ তলায় ৯০৫ নম্বর রুমের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, হাসানুজ্জামান চৌধুরী মাঝে মাঝে ঢাকা আসতেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেলের ৯০৫ নম্বর রুমে ওঠেন। গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে ফোনে না পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।জানা যায়, তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বৈরাগ গ্রামে। তার পিতার নাম মৃত আমিরুজ্জামান চৌধুরী। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।এবি 
    দারুসসালামে অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
    রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধিনস্থ অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির আহ্বায়ক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় দারুসসালাম থানাধীন গৈদারটেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দারুসসালাম থানা অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির আহ্বায়ক সাইফুর রহমান মানিক উপস্থিত অটোরিকশা চালক মালিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন যাবত অটোরিকশা চালক মালিক শ্রমিকেরা নানা সমস্যায় ভুগছেন। সম্প্রতি গত মাসে হাইকোর্ট অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পর অটোরিকশা চালক মালিক সমিতির ব্যাপক আন্দোলনে মুখে এক মাসের জন্য স্থগিতাদেশ দেন হাইকোর্ট। রাজধানীতে দুই সিটি কর্পোরেশনে সরকারি তালিকা অনুযায়ী প্রায় ১২ লক্ষ অটো রিকশা রয়েছে। তবে আমরা ডিএমপি কমিশনার স্যারের সাথে একাধিকবার বসেছি। তিনি বলেছেন আপাতত নতুন কোন অটোরিকশা তৈরি করা যাবে না। আমরা অবশ্যই সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মনীতি মেনে অটোরিকশা চালাবো। এরপরেও কেউ চাঁদাবাজি কিংবা বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করলে আমরা তাদেরকে প্রতিহত করব। আমাদের আরো একটি দাবি, সরকার যদি অটোরিকশা চলাচলে অনুমোদনসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে তালিকা করে লাইসেন্স এবং অনুমতিপত্র প্রদান করেন তাহলে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হবে।আলোচনা অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, আমরা অবশ্যই আঠারো বছর বয়সের নিচে কাউকে অটো রিকশা চালাতে দিবো না। এ লক্ষ্যে সকল অটোরিকশা মালিকদের একাত্মতা প্রকাশ করা জরুরী। সব সময় রিকশা চালনায় গতির দিকে খেয়াল রাখব। আমরা পায়ে চালিত রিকশা থেকে সামান্য বেশি গতিতে রিকশা চালানোর চেষ্টা করব।এ সময় দারুস সালাম থানা অটোরিক্সা মালিক শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম বলেন, আমরা পুলিশের নির্দেশনা মেনে অটো রিকশা চালাবো। কেউ মহাসড়কে যাবো না।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দারুস সালাম থানা অটো রিকশা মালিক শ্রমিক সমিতির প্রধান উপদেষ্টা ও দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল মিয়া বলেন, অটোরিকশা চালনায় সর্বক্ষেত্রে আমরা পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করব। ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলবো।অনুষ্ঠানে এলাকার প্রায় ৩৫০ অটোরিকশা মালিক চালক শ্রমিক উপস্থিত ছিলেন।
    মালিককে হত্যার পর ৩ টুকরো করে পুঁতে রাখলো কর্মচারীরা
    রাজধানীর কামরাঙ্গীরচরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিখোঁজের পাঁচদিন পর হাসান নগরে নিজের কারখানার মাটির নিচ থেকে স্কিন প্রিন্ট কারখানার মালিক মো. আলমের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, গত ৫ ডিসেম্বর মো. আলম নিখোঁজ হন। পরিবার অনেক খোঁজাখুঁজির পর কামরাঙ্গীরচর থানায় অভিযোগ দায়ের করে। এরপর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।  স্থানীয় সূত্রে জানা যায়, মো. আলমের কারখানার ভেতরে কর্মচারীরা জুয়া খেলছিলেন। মালিক আলম তাতে বাধা দিলে এক পর্যায়ে কর্মচারীরা তাকে আঘাত করে হত্যা করেন। হত্যার পর তারা মরদেহ তিন টুকরো করে কারখানার মেঝেতে গর্ত খুঁড়ে পুঁতে রাখে।  কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কারখানার দুই কর্মচারীকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছে হত্যার আলামত সংগ্রহের জন্য।  এই নির্মম ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, এমন ঘটনা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে।  পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে তদন্ত চলছে।  এটি একটি মর্মান্তিক ঘটনা, যা সমাজের নৈতিক অবক্ষয়ের করুণ চিত্র তুলে ধরে। মো. আলমের পরিবার এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।এসএফ 
    ‘বাংলাদেশে নির্বাচিত প্রান্তিক সম্প্রদায়ের মাসিক সমতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন
    ৭ ডিসেম্বর, শনিবার সকাল ১১টায় গিভ বাংলাদেশ ফাউন্ডেশন (জিবিএফ) এর উদ্যোগে ‘বাংলাদেশে নির্বাচিত প্রান্তিক সম্প্রদায়ের মাসিক সমতা: নীতি ও কর্মসূচির আলোকে’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক এবং ন্যাশনাল পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে ঢাকার আজিমুর রহমান কনফারেন্স হলে। অনুষ্ঠানের আয়োজন করা হয় গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রকল্প “আনচার্টেড রেড ওয়াটারস”-এর আওতায়, যার উদ্দেশ্য বাংলাদেশে প্রান্তিক সম্প্রদায়ের নারীদের মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং নীতি সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা।প্রকল্পটি মাসিক সমতাকে এমন একটি নীতি হিসেবে সংজ্ঞায়িত করে, যা মাসিক সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞান, ব্যবহারের উপযুক্ত পণ্যের সহজলভ্যতা, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন সুবিধা এবং আর্থ-সামাজিক বৈষম্য ছাড়াই সমতা নিশ্চিত করে। গোলটেবিল বৈঠকটি প্রধানত প্রান্তিক সম্প্রদায়ের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর)-এর চ্যালেঞ্জ এবং সুযোগগুলো অন্বেষণ এবং এসআরএইচআর নীতিমালা উন্নয়নে কার্যকর সুপারিশ প্রদান করার লক্ষ্যে আয়োজন করা হয়।গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত এই প্রকল্পটি শেয়ার-নেট ইন্টারন্যাশনালের ‘নলেজ এক্টিভিশন গ্র্যান্ট ২০২৪’ অর্জন করেছে এবং এটি বিশেষ করে বাংলাদেশের যৌনপল্লীভিত্তিক যৌনকর্মী, বেদে (যাযাবর সম্প্রদায়), চা শ্রমিক এবং দৃষ্টিপ্রতিবন্ধী নারীদের মতো উপেক্ষিত গোষ্ঠীগুলোর মধ্যে মাসিক স্বাস্থ্য সচেতনতা আনার জন্য কাজ করছে।এ প্রকল্পটি দুটি পর্যায়ে বাস্তবায়িত হয়েছে—প্রথম পর্যায়ে প্রান্তিক নারীদের মাসিক সমস্যা এবং সচেতনতার অবস্থা নিয়ে সমীক্ষা পরিচালিত হয়, আর দ্বিতীয় পর্যায়ে নীতিনির্ধারকদের সাথে সংলাপের মাধ্যমে কার্যকর অন্তর্দৃষ্টিগুলো নিরূপণ করা হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন—ডা. মইনুল আহসান (ডিজি হেলথ, বাংলাদেশ সরকার), ড. ফারহানা হক (শেয়ার-নেট বাংলাদেশ), আতাউর রহমান মঞ্জু (এমএমএস), সাদিয়া তাসনিম (হাউজ অব ভলেন্টিয়ারস), সালমা মাহবুব (বি-স্ক্যান), ডা. মেহবুবা নূর প্রথা (ইউএনএফপিএ), এবং সালমা আহমেদ (সাজিদা ফাউন্ডেশন)। এছাড়া, চারটি প্রান্তিক সম্প্রদায় থেকে একজন করে প্রতিনিধি সংলাপে অংশগ্রহণ করেন।গোলটেবিল বৈঠকটির উদ্দেশ্য ছিল, প্রান্তিক সম্প্রদায়ের নারীদের মাসিক স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে সচেতনতা সৃষ্টি এবং তাদের জন্য সঠিক স্বাস্থ্যসেবা, পণ্য এবং তথ্য সরবরাহের জন্য কার্যকর নীতি প্রণয়ন করা। এই বৈঠকটি আশা করা হচ্ছে, প্রান্তিক সম্প্রদায়ের নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মাসিক স্বাস্থ্য বিষয়ে তাদের অজ্ঞতা ও অপ্রাপ্যতা দূর করবে।গিভ বাংলাদেশ ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক জনগণের জন্য বিভিন্ন দাতব্য প্রকল্প পরিচালনা করছে। তাদের অন্যান্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে ‘প্রজেক্ট অম্বু’ (পানীয় জল), ‘প্রজেক্ট ফলন’ (কৃষকদের জন্য), ‘প্রজেক্ট পথচলা’ (যৌনকর্মীদের সন্তানদের মূলধারায় সংযুক্ত করা), ‘প্রজেক্ট কন্যা’ (মাসিক স্বাস্থ্য সচেতনতা), এবং ‘প্রজেক্ট লড়াই’ (প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন)।এসএফ
    কাফরুলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
    রাজধানীর কাফরুলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কাফরুল থানাধীন ১৫ নম্বর সেকশনের বিজয় রাকিন সিটির ডি ব্লকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ,টি আহমেদুল হক চৌধুরী এসময় সভায় গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অর্থ সম্পাদক কর্তৃক প্রেশকৃত ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের আয় ব্যয়, নিরীক্ষা হিসাব উপস্থিত সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।সমিতির গঠনতন্ত্রের উপ-বিধির ৮(ঘ) ধারা অনুযায়ী ২০২৫- ২৬ মেয়াদের জন্য ১৫ পনেরো সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। সমিতির নবগঠিত কার্যকরী পরিষদ (২০২৫-২০২৬) এর নেতৃবৃন্দরা হলেন সভাপতি, এ.টি আহমেদুল হক চৌধুরী, সহ-সভাপতি (১) শাহজাহান মিয়া, সহ- সভাপতি (২) মাহবুব আলম খান, সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এ,টি,এম খালেদুজ্জামান, অর্থ সম্পাদক (১) মোহাম্মদ আজহারুল হক, অর্থ সম্পাদক (০২) রায়হান উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মফিকুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ মহিলা ও বিষয়ক সম্পাদিকা বেগম নাজমা আরেফিন, ক্রিড়া, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আনছার আলী খান, সদস্য (১) মো: আশিকুল হক চৌধুরী, সদস্য (২) আব্দুল হাই, সদস্য (৩) অধ্যাপক ড,আরিফুর রহমান।
    রাজধানীর মিরপুরে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকার নাগরিকদের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় মিরপুর কনভেনশন সেন্টারে ৮ম তলায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক ফিন্যান্স এন্ড প্রকিউমেন্ট) হাসান মো. শওকত আলী।এসময় মিরপুর মডেল থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী। এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস ইভটিজিং সহ নানা সমস্যা ডিএমপি'র এই অতিরিক্ত কমিশনার বরাবর তুললে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী।গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায়  এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার।এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মাকসেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজানা, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমনসহ মিরপুর মডেল থানাধীন এলাকার সামাজিক ব্যক্তিবর্গ।এআই
    বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ধানমন্ডি থেকে গ্রেফতার
    বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেছিল মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাদের গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হলে তাকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী মো. আহাদুল ইসলামের বাবা মো. বাকেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলা হয়। সেই মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে ধানমন্ডি থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করে খিলগাঁও থানার একটি দল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
    মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্সের আলোচনা সভা সম্পন্ন
    মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্স’র উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে কমিউনিটি শক্তিশালী করার জরুরত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর, রোজ শুক্রবার, বিকাল চার ঘটিকায় মোহাম্মদপুর বাবর রোডস্থ জহুরী মহল্লার গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সারোয়ার তুষার, মীর হুযাইফা আল মামদূহ, কবি ও অধিকারকর্মী ফেরদৌস আরা রুমী, কবি হাসান রোবায়েত, ভাবুক ও বয়াতি এস এম রেজাউল করিম, লেখক ও গবেষক তাসনিম রিফাত, মুফতি মোহাম্মদ এজহারুল হক, প্রকৌশলী ফাইয়াজ ফিরোজ অনি, সংগঠক ও রাজনৈতিক কর্মী মেঘমল্লার বসুসহ জেনেভা ক্যাম্পের প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ‌ই নয়, বরং সামাজিক সংগঠনগুলোর অংশীদারিত্ব‌ও যেন নিশ্চিত করা যায় সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এলায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পারভেজ হাসান সুমন এবং সঞ্চালনা করেন মীর হাবিব আল মানজুর। নারী, পুরুষ নির্বিশেষে সমাজের সকল স্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে সুষ্ঠুভাবে আলোচনা সভা সম্পন্ন হয়। বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নাগরিকদের সামাজিক সংহতির জায়গা আরো সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা ব্যক্ত করে এলায়েন্সের পক্ষ থেকে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়। এসএফ
    সাবেক কাউন্সিলর ফোরকান গ্রেপ্তার
    একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজধানীর উত্তর সিটির ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফোরকান হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর ফোরকান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।এআই
    রাজধানীর কাপ্তানবাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
    রাজধানীর কাপ্তান বাজারের এরশাদ মার্কেটে ছুরিকাঘাতে আল-আমিন (২৭) নামে এক যুবক মারা গেছে। এই ঘটনায় দুই ভাই আহত হয়েছে।আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পূর্বশত্রুতার জেরে কাপ্তান বাজার এরশাদ মার্কেট ১ নম্বর ভবনের নিচতলায় পকেট গেটের সামনে এই ঘটনা ঘটে। পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করে।আহতরা হলেন- সুমন আহমেদ (২৫) ও নাহিদ হোসেন (১৯)।হাসপাতালে আহত সুমন জানান, তাদের বাড়ি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামে। বর্তমানে নারিন্দা বসুবাজার এলাকায় ভাড়া থাকেন। বাবার নাম আব্দুল মান্নান। আল-আমিনের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কাপ্তান বাজার এরশাদ মার্কেটে পুরাতন কাপড়ের ব্যবসা করত আল-আমিন। পাশাপাশি তাদের বনাজীর দোকান রয়েছে।সুমন আরও জানান, প্রায় সাত থেকে আট মাস আগে ওয়ারি থেকে আগত কয়েকজন যুবক বনাজী ওষুধের দোকানের সামনে একটি মোটরসাইকেল রেখেছিল। সেই মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে নাহিদ ও আমার সঙ্গে সেই সময় তাদের সঙ্গে ঝগড়া হয়।সেই সূত্র ধরেই আজকের ১০-১২ জন আমার দোকানের সামনে এসে আমাকে মারধর করতে থাকে। এই দৃশ্য দেখে আমার বড় ভাই আল-আমিন আমাকে বাঁচাতে গেলে নাহিদ ও আমাকে ছুরিকাঘাত করে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আমরা চিনি। তবে নাম জানি না। তারা ওয়ারি এলাকায় থাকে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, বিকেলে কাপ্তানবাজার থেকে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুই ভাই আহত হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।এবি 
    রাজধানীর চকবাজারে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
    রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৬) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।চকবাজার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, আমরা খবর পেয়ে চকবাজারের পোস্তা এলাকার ৬৬/১ নম্বর বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ হাত-পা বাঁধা ও লিঙ্গ কর্তন অবস্থায় বিছানার ওপর থেকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, আমাদের ধারণা বাসায় একা থাকায় দুষ্কৃতিকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তবুও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহতের ভাই জিয়া জানান, আমার ভাইয়ের প্লাস্টিকের ডাইসের কারখানা রয়েছে। গত ৩/৪ দিন আগে ভাবি ও তার তিন সন্তানকে নিয়ে আমার বোনের বাসায় বেড়াতে যায়। তার পরে থেকে ভাই বাসায় একা থাকত। গত সোমবার রাত দশটার দিকে ভাই কারখানা থেকে বাসায় চলে আসে। তারপর থেকে আমার ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাই। পরে আমার ভাইয়ের বাসায় লোক পাঠালে বাসায় তালা লাগানো দেখে সে চলে যায় এবং কারখানায় জানায় বাসায় তালা দেওয়া রয়েছে। তারপরে আমরা জানতে পারি বাসার মধ্যে কে বা কারা আমার ভাইকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে।তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার ইব্রাহিমপুর গ্রামে। আমাদের বাবার নাম সামচুল ইসলাম। এবি 
    এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, প্রেমিক তৌহিদ গ্রেপ্তার
    মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার (২২) নামের তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় রিভলবারসহ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তন্ময় ঢাকার ওয়ারির ২২ নং বর্ণগ্রাম রোডের মৃত শফিক শাহ ও ময়না বেগমের ছেলে।এর আগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়ক থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়ে ছিল। নিহতের শরীরে আটটি গুলির ছিদ্র রয়েছে।এ বিষয়ে খুন হওয়া তরুণী শাহিদা আক্তারের মা জরিনা বেগম বলেন, ‘ঢাকার ওয়ারী এলাকার তৌহিদ নামের এক ছেলের সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তৌহিদ ছেলে হিসেবে ভালো ছিল না। এ জন্য শহিদাকে তৌহিদের সঙ্গে চলাফেরা করতে নিষেধ করেছিলাম। এ ছাড়া প্রেমের সম্পর্কের জের ধরে আমার মেয়েকে ওই ছেলে রাস্তার মধ্যে মারধর করেছে। এরপরও তৌহিদ আমার মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করছিল।’ জরিনা বেগম জানান, গত শুক্রবার রাত আটটার পর তাঁর মেয়ে ঢাকার বাড়ি থেকে বের হন। এর পর থেকে মুঠোফোন বন্ধ ছিল। এদিকে রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ভোলার ইলশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার উদ্ধার করা হয়। সদরঘাট থেকে লঞ্চে করে ভোলা মনপুরা দ্বীপে পালিয়ে যাচ্ছিল তন্ময়। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির ওসি মো. ইশতিয়াক রাসেল। তিনি জানান, গ্রেপ্তার তৌহিদকে নিয়ে তরুণীর লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে তৌহিদ। তার বাসা রাজধানীর ওয়ারী এলাকায়। গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।   নিহত তরুণী শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর ওয়ারী এলাকায়। তারা ৩ বোন ও দুই ভাই।এবি 
    প্রেমিকা প্রত্যাখ্যান করায় গলায় ফাঁস প্রেমিকের
    রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন সাহা স্ট্রিটের একটি বাসায় ওয়াহিদুর রহমান (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের দাবি, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।শনিবার (৩০ নভেম্বর) দিনগত রাতে ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই বাসার দোতালার ডাইনিং রুমের মেঝে থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ওই যুবক একটি মেয়েকে ভালোবাসতো। প্রেমে ব্যর্থ ও হতাশাগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহতের ভাই তৌহিদুর রহমান জানান, তার ভাইয়ের সঙ্গে একটি মেয়ের দীর্ঘ আড়াই বছরের প্রেম ছিল। কিন্তু এক পর্যায়ে প্রেম প্রত্যাখ্যাত হয়ে তার ভাই মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ফুফুর বাসার ডাইনিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজো।এবি 
    বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন
    রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।শনিবার (১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দুটি কাপড়ের দোকানে আগুন লেগেছে। ভেতরে প্রচণ্ড ধোয়া ও আগুন রয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।এমআর
    রাজধানীর বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে
    রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনায় হতাহতের শঙ্কা করা হচ্ছে।শনিবার বিকাল ৫টা ৪২ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  ফায়ার সার্ভিস জানায়, শনিবার বিকাল ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সর্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।এসএফ 

    Loading…