‘প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে’
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ। এই সফরের আগে তাদের বিপক্ষে টেস্টে কোনো জয়ই ছিল না, এখন আছে সিরিজ জয়ের স্মৃতি। শুধু সিরিজ জয়ই নয়, রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ধবলধোলাই করেছে টাইগাররা। এমন আনন্দের উপলক্ষ্য এনে দেয়া ক্রিকেটাররা গেল রাতে দেশে ফিরেছেন। এরপর বিমানবন্দরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কথা বলতে হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেট দল ফিরলেও, দেশে ফেরেননি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যানা গেছে, কাউন্টি ক্রিকেটে অংশ নিতে সাকিব এরইমধ্যে ইংল্যান্ডে পৌঁছে গেছেন। এছাড়াও, রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিব সহসাই দেশে ফিরছেন না। সাবেক সংসদ সদস্য সাকিবের নামে খুনের মামলা এবং তাকে দেশে ফেরাতে আইনি নোটিশ বিসিবিতে পাঠানো হয়েছে। বিসিবিও পাল্টা নোটিশ পাঠিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে। সাফ জানিয়েছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব খেলা চালিয়ে যাবে।সেপ্টেম্বরেই বাংলাদেশের ভারত সফর রয়েছে। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে সাকিব সরাসরি ভারতে যোগ দেবেন। এরপর দেশে ফিরবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে সাকিবের পাশে আছে পুরো ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন, বাংলাদেশের অধিনায়ক শান্ত। প্রধান উপদেষ্টার দেয়া সংবর্ধনায় যদি সাকিবকে নিয়ে কথা ওঠে তাহলে কথা বলার কথা বললেন শান্ত।গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন। যদি কথা উঠে, সাকিব ভাইয়ের বিষয়টা একটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা ক্রিকেটার সবাই সাকিব ভাইয়ের সঙ্গে আছেন। আমরা বিষয়টা জানি, সাকিব ভাই দলের জন্য কতটা ত্যাগী। খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য খেলার জন্য চিন্তাভাবনা করেন। যদি এটা নিয়ে কথা ওঠে, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটার সাকিব ভাইয়ের পাশে আছে।পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেটাররা। ড্রেসিংরুমে জয়ের পরও দেখা গেছে সেটি। পরে ট্রফি নিয়ে ঘুমানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেন অধিনায়ক শান্তও। ওই ঘটনার পেছনের কথাও জানিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই উদ্যাপনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো যাত্রাই আসলে আনন্দের ছিল। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি।তিনি আরও বলেন, সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহূর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না… লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল।এসএফ