এইমাত্র
  • সৌদিতে বাংলাদেশি যুবককে জবাই করে হত্যা
  • লাইসেন্স ফেরত চায় সিটিসেল
  • সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী গ্রেপ্তার
  • নারীদের বোরকা নিয়ে আদৌ কী 'আপত্তিকর' মন্তব্য করেছেন জামিল আহমেদ?
  • ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন
  • বিতর্কে জড়ালেন শিল্পকলার নতুন ডিজি
  • শেখ হাসিনা-রেহানাদের পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিল চেয়ে রিট
  • গাজীপুরে ট্রাকের চাপায় নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ
  • মণিপুরে ব্যাপক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ ঘোষণা
  • ‘২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে খেলবে’
  • আজ বুধবার, ২৬ ভাদ্র, ১৪৩১ | ১১ সেপ্টেম্বর, ২০২৪

    খেলা

    ‘২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে খেলবে’
    সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর প্রতিবারই ‘হেক্সার’ স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা ফাইনালেই উঠতে পারেনি ব্রাজিল। সেই আক্ষেপ এবার ফুরাতে চায় সর্বোচ্চবারে চ্যাম্পিয়নরা।এমনটা নিজেই জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তিনি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে আমরা ফাইনালে খেলব।২০২৬ বিশ্বকাপ নিয়ে দরিভাল বলেছেন,‘আমার মনে কোনো সন্দেহ নেই। আপনার প্রত্যাশা করতে পারেন আগামী বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব।আগামী বিশ্বকাপে খেলতে হলে আগে যোগ্যতা অর্জন করতে হবে ব্রাজিলকে। টানা তৃতীয় ম্যাচ হারার পর সবশেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে চারে উঠলেও জায়গা পাওয়াটা সহজ হবে না তাদের জন্য। তবে খেলোয়াড়ের উন্নতি করছে বলে জানিয়েছেন দরিভাল।দলের উন্নতি নিয়ে দরিভাল বলেছেন,‘প্রতিপক্ষের গোলমুখে আমাদের এখনো কিছু জায়গায় ঘাটতি আছে। কেউ একজন ব্যক্তিগত নৈপুণ্য খেলাটা ঘুরিয়ে দিবে আমাদের এমন নির্ভরযোগ্য অপশন নেই। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখনো যা ঠিক হয়নি। আমরা রাতারাতি দর্শনীয় খেলাটা উপহার দিতে পারব না।এর জন্য সময় লাগবে। তবে শিগগিরই আমরা পথ খুঁজে পাবো।’এসএফ 
    যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে মাশরাফীসহ ডাক পেলেন যারা
    সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে মাঝপথে রেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর ডিপিএলের কয়েকটি ম্যাচ খেললেও আর মাঠে ফেরা হয়নি এই সাবেক অধিনায়কের। ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। তার আগেই ২২ গজে ফিরছেন মাশরাফী। যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেন লিগে দল পেয়েছেন তিনি।আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগ। টুর্নমেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। আসন্ন এই লিগে খেলার জন্য ডাক পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার।গতকাল সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে থেকে দল পেয়েছেন মাশরাফী, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।মাশরাফীকে দলে ভিড়িয়েছেন ড্রেটয়িট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও মাশরাফীর একসময়ের পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল। আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও।শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল-আমিন হোসেন। আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। একই দলে খেলবেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি।এই লিগ দিয়েই মাঠের ক্রিকেটে নতুন করে দেখা যাবে অনেককেই। ২০১০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সৈয়দ রাসেল। ইলিয়াস সানিও সবশেষ জাতীয় দলে খেলেছেন ১১ বছর আগে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেনরা।বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকেই এই লিগে আসছেন তারকারা। খেলবেন মোহাম্মদ হাফিজ, ইমরান তাহির, মার্টিন গাপটিল, সুরেশ রায়না, হরভজন সিং, হ্যামিলটন মাসাকাদজাদের মতো অনেকেই।এসএফ 
    টিভিতে আজকের খেলা
    টিভি চ্যানেলে আজ ফুটবল, ক্রিকেট ম্যাচ সহ বেসকিছু খেলা অনুষ্ঠিত হবে। সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।  ক্রিকেটনইডা টেস্ট (২য় দিন)আফগানিস্তান-নিউজিল্যান্ডসকাল ১০-৩০ মি., ইউরোস্পোর্টফুটবলউয়েফা নেশনস লিগলাটভিয়া-ফ্যারো আইল্যান্ডসরাত ১০টা, সনি স্পোর্টস ২ ইংল্যান্ড-ফিনল্যান্ডরাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১নেদারল্যান্ডস-জার্মানিরাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২আয়ারল্যান্ড-গ্রিসরাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৩ চেক প্রজাতন্ত্র-ইউক্রেনরাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫এইচএ 
    বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ভারতের, যা বললেন মিরাজ
     পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর খুব বেশিদিন বিশ্রামের সময় পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে  আসন্ন সিরিজকে সামনে রেখে ফের অনুশীলনে নেমেছে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লাল-বলের অনুশীলন করছেন মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা। এদিকে রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই ১৬ সদস্যের এই স্কোয়াড সাজিয়েছে টিম ইন্ডিয়া। সবমিলিয়ে পূর্ণশক্তির দল নিয়েই প্রথম টেস্টে মাঠে নামছে ম্যান ইন ব্লুরা।অন্যদিকে সোমবার অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিরাজ। সেখানে ভারত সিরিজের চ্যালেঞ্জের কথা জানান এই অলরাউন্ডার।মিরাজের ভাষ্য, দেখলাম যে গতকালকে (রবিবার) ইন্ডিয়া টিম ঘোষণা করেছে। অবশ্য প্রত্যেকটা সিরিজ চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যেহেতু আমরা সর্বশেষ পাকিস্তানে ভালো করে এসেছি। বেশি গ্যাপ নেই, আশা করি যে আমরা যে পারফর্ম করেছি সবাই, যে ফর্মে আছে সবাই। যদি এভাবে পারফর্ম করতে পারে, তাহলে একটা ভালো রেজাল্ট আশা করা যায়।চ্যালেঞ্জ নিয়ে মিরাজ বলেন, দেখেন টেস্ট ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। প্রত্যেকটা সেশন বলেন, প্রত্যেকটা বল বলেন, ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে। একটা ব্যাটারের জন্য, একটা বোলারের জন্য। অবশ্যই ভারত অনেক বড় টিম। তাদের বোলার অনেক ভালো, ব্যাটসম্যানরা অনেক ভালো এবং ওদের যে উইকেটটা থাকে আমরা আগে ওখানে টেস্ট ম্যাচ খেলেছি। আমাদের অভিজ্ঞতা রয়েছে ওখানে উইকেট সম্পর্কে কি রকম হবে।এমএইচ
    ছোট পর্দায় আজকের খেলা
    টিভি চ্যানেলে আজ ফুটবল, ক্রিকেট ম্যাচ সহ বেসকিছু খেলা অনুষ্ঠিত হবে। সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেনক্রিকেটনয়ডা টেস্ট (১ম দিন))আফগানিস্তান-নিউজিল্যান্ডসকাল ১০-৩০ মি., ইউরোস্পোর্টওভাল টেস্ট-৪র্থ দিনইংল্যান্ড-শ্রীলঙ্কাবিকেল ৪টা, টি স্পোর্টসফুটবলউয়েফা নেশনস লিগসাইপ্রাস-কসোভোরাত ১০টা, সনি স্পোর্টস ২ইসরায়েল-ইতালিরাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১ফ্রান্স-বেলজিয়ামরাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২তুরস্ক-আইসল্যান্ডরাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৩মন্টেনেগ্রো-ওয়েলসরাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫এইচএ
    বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ভারতের
    ঐতিহাসিক পাকিস্তান সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এখনই বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। চলতি মাসেই টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত যাবে নাজমুল হোসেন শান্তর দল।ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওই দুই টেস্টের প্রথমটির জন্য রোববার (৮ সেপ্টেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ১৬ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সঙ্গে টপ অর্ডার ব্যাটিংয়ে থাকছেন অভিজ্ঞ বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালকেও রাখা হয়েছে স্কোয়াড। লম্বা সময় পর টেস্টে ফিরতে যাচ্ছেন রিশভ পন্ত। বাংলাদেশের বিপক্ষেই সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ইনজুরির পর এই প্রথম ফিরছেন টেস্ট ক্রিকেটে। পন্তের সঙ্গে উইকেটরক্ষক হিসেবে থাকছেন ধ্রুব জুরেলও। সরফরাজ খান থাকছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ হওয়ায় প্রত্যাশিতভাবেই থাকছেন রবীচন্দ্রন অশ্বিন। স্পিন আক্রমণে তাকে সঙ্গ দেবেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। আছেন চায়নাম্যান কুলদীপ যাদবও। স্কোয়াডে পেসার আছেন ৪ জন। অভিজ্ঞ জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের সঙ্গে আছেন ১ টেস্ট খেলা আকাশ দ্বীপ। আর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে যশ দয়ালের।  ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।  এফএস
    ভুটানের কাছে শেষ সময়ের গোলে হারল বাংলাদেশ
     প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এলোমেলো আক্রমণে সে প্রত্যাশা পূরণ হয়নি কাবরেরার শিষ্যদের। উল্টো যোগ করা সময়ে গোল হজম করে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। রোববার (৮ সেপ্টেম্বর) ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের জয়ের নায়ক কিংগা ওয়াংচুক। এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মোরসালিনের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।ম্যাচের সপ্তম মিনিটে গোছানো আক্রমণ সাজিয়েছিল স্বাগতিক দল। তবে সে যাত্রায় লাল-সবুজ শিবিরকে বাঁচিয়ে দেন ডিফেন্ডার তপু বর্মন।ম্যাচের ২০তম মিনিটে ফ্রি কিক থেকে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। ৬ মিনিট পর বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন গেল ম্যাচের নায়ক শেখ মোরসালিন। তবে তা জালের দেখা পাননি।এরপর ৩৩তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ভুটান। বাংলাদেশের কয়েকজন টপকে বল নিয়ে ডি বক্সে ঢুকেন পড়েন ভুটানের ফরোয়ার্ড। লক্ষ্যে শটও নেন। তবে ঝাঁপিয়ে পড়ে দলকে এ যাত্রায় বাঁচিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা। প্রথমার্ধের শেষ মুহূর্তে উন্টার অ্যাটাকে ভালো সুযোগ পেয়েছিল সফরকারীরা। ইমনের দুর্দান্ত শট রুখে দেন ভুটানের গোলরক্ষক। ফিনিশিংয়ের অভাব, রক্ষণের দৃঢ়তায় না পাওয়ার হতাশায় শেষমেশ গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দল দুটি।বিরতির পর ফাহিমের জায়গায় মাঠে নামেন রাব্বি হোসেন। আর মোরসালিনের জায়গায় জামাল। তবে বাংলাদেশের খেলার ধরনে তেমন কোনো পরিবর্তন আসেনি। এই অর্ধেও বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি বাংলাদেশ।অন্যদিকে গোল পেতে মরিয়া হয়ে উঠে স্বাগতিক দল। লাল-সবুজের ডিফেন্সকে ব্যস্তও রাখে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না।এরপর ম্যাচের একদম শেষদিকে ডেড লক ভাঙে ভুটান। বাংলাদেশের ভুলে জয়সূচক গোল পেয়েছে তারা। ইনজুরি টাইমে সতীর্থের হেড থেকে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে ডান পায়ের প্লেসিংয়ে শটে জালে জড়ান ওয়াংচুক কিংগা। এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।এমএইচ
    বিপিএলে কি শাকিব খানের দলেই খেলবেন সাকিব?
    শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও রদবদল হচ্ছে। বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বোর্ডে এসেই ঘোষণা দেন, চলতি বছরের শেষে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। প্রতিবারের মতো এবারের বিপিএলেও দল মালিকানায় আসছে পরিবর্তন। যে তালিকায় এবার যোগ হতে যাচ্ছে রিমার্ক-হারল্যান নামের একটি প্রতিষ্ঠান। যেটির মালিকানায় রয়েছেন চিত্রনায়ক শাকিব খান আর শুভেচ্ছাদূত ক্রিকেটার সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শাকিবের দলেই দেখা যাবে সাকিবকে?বিষয়টি এখনো নিশ্চিত জানা না গেলেও এরইমধ্যে দল গোছাতে ব্যস্ত শাকিব খানের প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। জানা গেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী তারা। এরইমধ্যে বিসিবি কার্যালয়ে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে হারল্যান কর্তৃপক্ষের আলোচনা পর্ব।বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন। গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের দলে কারা কারা অন্তর্ভূক্ত হবে তা এ মুহূর্তে বলতে পারছি না। যদি আমরা দলটা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানতে পারব। সাকিবকে তাদের দলে দেখা যাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, সাকিব আল হাসান তো  ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড। উনার অন্য কোথাও কন্ট্রাক্ট আছে কিনা এগুলো এ মুহূর্তে বলতে পারছি না। সময় গেলেই এটা জানা যাবে।ইমন বলেন, সামনে বিপিএল। আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম। বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল। আমরা ইতিবাচক কিছু আশা করছি। বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেবো। অনেক নিয়ম-কানুন রয়েছে। সেগুলো সম্পর্কে জেনেছি আমরা। আমাদের মোটিভ কী, কেন এসেছি ক্রিকেটে সব বিস্তারিত জানিয়েছি। দল পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা অপেক্ষা করছি বিসিবির সিদ্ধান্তের ওপর। তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই এগোবো।
    বাংলাদেশের ম্যাচ না হতে দেওয়ার হুমকি ভারতের হিন্দু মহাসভার
      হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ এবং এর প্রতিবাদে কানপুরে বাংলাদেশ-ভারতের ম্যাচ না হতে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিন্দু মহাসভা। সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে দ্বিতীয় টেস্টে না হতে দেওয়ার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। এমন হুমকিতে চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট মধ্যপ্রদেশের ইন্দোরে সরিয়ে নেওয়ার কথা ভাবছে বিসিসিআই। এর আগে হিন্দু মহাসভার হুমকি এসেছিল টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগে এমন হুমকি দেয় ভারতীয় হিন্দু সংগঠনটি। ফলে ৬ অক্টোবর গোয়ালিয়রে হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টির বিরোধিতা করবেন বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ। গত ২৪ আগস্ট ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ভরদ্বাজ বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।’এমএইচ
    ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের জন্মদিন আজ
    বাংলাদেশের জাতীয় দলের অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন। যাকে আমরা সবাই কাটার মুস্তাফিজ নামে চিনি।মুস্তাফিজুর রহমান ৬ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।  বলতে গেলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেই মুস্তাফিজুর রুহমানের আবির্ভাব হয়েছিল। পাকিস্তানের সঙ্গে টি-২০ ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে অভিষেক হয় ‘দ্যা ফিজ’ খ্যাঁত মুস্তাফিজুর রহমানের। এরপর ভারতের বিপক্ষে ওয়ানেতে অভিষেক হয়েই বাজিমাত করে বসেন কাটার মাস্টার।মোস্তাফিজুর রহমান ২০১২ সালে ফাস্ট-বোলারদের ক্যাম্পে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসেন। নিজ শহর সাতক্ষীরায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। এরপর তাকে বিসিবি’র পেস ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে থাকাকালীন দল নির্বাচকমণ্ডলী কর্তৃক ২০১৫ সালের বিশ্বকাপের জন্যও তিনি মনোযোগ আকর্ষণ করেন।২০১৩-১৪ মৌসুমে খুলনার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে। এরপর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আট উইকেট লাভ করেন। এরফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ এ দলের সফরে অন্যতম সদস্য মনোনীত হন। এ সংক্ষিপ্ত সফরের পর অন্যতম সেরা বোলার হিসেবে তিনি বিবেচিত হন ও ধীরে ধীরে বলের বৈচিত্র্যতা বৃদ্ধিতে সচেষ্ট হন। শুরুতে তার বলে পেস কম থাকলেও ২০১৪-১৫ মৌসুমে ১৯.০৮ গড়ে ২৬ উইকেট দখল করেন।ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্র্রদর্শন করায় ২০১৫ সালের ২৪ এপ্রিল সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দলে ডাক পড়ে তার। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে।এর দুইমাস পর ১৯ জুন সফরকারী ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে মোস্তাফিজের। অভিষেক ম্যাচেই তিনি ৫ উইকেট লাভ করেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। তারপর ২১ জুনও ভারতের বিপক্ষে ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। জীবনের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি বিশ্বরেকর্ড গড়েন। ব্রায়ান ভিটোরি’র পর দ্বিতীয় বোলার হিসেবে প্রথম দুইটি ওডিআইয়ে পাঁচ-উইকেট লাভের বিরল কীর্তিগাথা রচনা করেন মোস্তাফিজুর।২০১৬ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি "সানরাইজার্স হায়দ্রাবাদ" দলে খেলছেন । ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ -তে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি উভয় একদিনের আন্তর্জাতিক এবং টেস্টের অভিষেকে 'ম্যান অফ দ্যা ম্যাচ' পুরস্কার লাভ করেন। আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালে মুস্তাফিজুর রহমান আবারও আইসিসির সেরা একাদশের অন্তভু্ক্ত হন। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই গৌরব অর্জন করেন।মুস্তাফিজুর তার প্রথম দুইটি ওডিআইয়ে ৫/৫০ ও ৬/৪৩ লাভ করেন। তার এ ক্রীড়ানৈপুণ্যে ওডিআইয়ের ইতিহাসেব যে-কোন বোলারের তুলনায় সেরা। ভারতকে তিনি তৃতীয়বার ২০০ বা তার নিচে রান তুলতে বাধ্য করান। এরফলে বাংলাদেশ পঞ্চমবারের মতো ভারতের বিপক্ষে জয় পায়। এ জয়ে বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ে ৯৩ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে উত্তরণ ঘটায়। দ্বিতীয় ওডিআইয়ে মুস্তাফিজুরের ৬/৪৩ বোলিং পরিসংখ্যান বাংলাদেশী বোলারদের মধ্যে তৃতীয় সেরা।ক্রিকেটের বৈশ্বিক পরিচালনা পরিষদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক ২০১৫ সালের আইসিসি ওডিআই বর্ষসেরা দলের অন্যতম সদস্য হিসেবে তাকে মনোনীত করে।মূলতঃ ঐ বছরের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের একজনরূপে গণ্য করায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।এরফলে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে তিনি এ বিরল সম্মানের অধিকারী হন। এছাড়াও, সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আইসিসি'র যে-কোন দলে দ্বিতীয় ব্যক্তি তিনি। ২০১৫-১৬ মৌসুমে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন এই বাঁহাতি পেসার।মোস্তাফিজুর রহমান ২০১৯ সালে এপ্রিলে তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হন। বাংলাদেশের সপ্তম ম্যাচে তিনি ভারতের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন। এর ফলে সাকিব আল হাসানের পর তিনি বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন। এছাড়া তিনি বাংলাদেশের হয়ে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। ৫ই জুলাই তিনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বিশ্বের চতুর্থ দ্রুততম এবং বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে (৫৪ ম্যাচে) ১০০ উইকেট শিকার করেন। এছাড়া তিনি বিশ্বকাপে টানা দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন। তিনি আট ম্যাচে ২০ উইকেট নিয়ে মিচেল স্টার্কের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে বিশ্বকাপ সমাপ্ত করেন।এবি 
    মুস্তাফিজের জন্মদিনে যে বার্তা দিলো চেন্নাই
    বাংলাদেশের জাতীয় দলের অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন।মুস্তাফিজুর রহমান ৬ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এমন শুভ দিনে বাংলাদেশি এই পেসারকে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।     সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। যদিও পুরো আসর খেলতে পারেননি। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে, 'কাটারের জাদু দেখিয়ে যাও। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। দলটার হয়ে প্রথম ম্যাচেই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে।এরপর দলে পাথিরানা ফিরলেও আর বাদ পড়েননি। ফিজও দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির আসনটা ধরে রেখেছিলেন তিনি।এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষদিকে ২৮ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল।
    মোরসালিনের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ
     দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শেখ মোরসালিনের গোলে শুরুতেই এগিয়ে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় গোলের দেখা পান বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড। রাকিব হোসেনের ক্রসে ক্যারিয়ারের পঞ্চম গোল করেন ১৮ বছর বয়সী মোরসালিন। গোলে অবশ্য কিছুটা অবদান রয়েছে ভুটানের গোলরক্ষক শেরিং ডেন্ডুপের। রাকিবের ক্রস তালুবন্দি করতে গিয়ে ফসকে গেলে সামনেই থাকা মোরসালিন বল জালে জড়াতে ভুল করেননি।৪১ মিনিটে অবশ্য আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষক ডেন্ডুপ বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করে দেন। দুই দল বেশ কিছু আক্রমণের চেষ্টা করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ।এমএইচ
    মাত্র ১০ রানে অলআউট, টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড
    একাদশে থাকা সব ক্রিকেটারই ক্রিজে নেমেছেন, তার মধ্যে পাঁচজনই রানের খাতা খুলতে পারেননি। বাকিদের মধ্যে চারজন রান করেছেন ১ করে, আর দুজনের ব্যাটে আসে ২ রান করে। এই যদি হয় ব্যক্তিগত রানের নমুনা, তাহলে দলীয় পুঁজি কত হবে সেটা নিশ্চয়ই অনুমান করা কঠিন নয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানেই অলআউট হওয়ার বিশ্বরেকর্ড গড়েছে মঙ্গোলিয়া।প্রতিপক্ষ সিঙ্গাপুরের জয়টা একপ্রকার তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল। যদিও লক্ষ্য তাড়া করতে গিয়ে তারাও এক উইকেট হারিয়ে বসে, তবে ঠিকই ৫ বলেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এশিয়ান দেশটি। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে এই অদ্ভুতুড়ে ম্যাচের দেখা মিলেছে। তবে এবারই প্রথম নয়, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে কম রানের চারটি ইনিংসের তিনটিই মঙ্গোলিয়ার। এ বছরই দুটি ম্যাচে তারা ১২ ও ১৭ রানে অলআউট হওয়ার ঘটনা উপহার দিয়েছিল।তবে মঙ্গোলিয়ার এই লজ্জার রেকর্ডটিতে আরও একটি দলের ভাগ রয়েছে। তাদের আগে সর্বনিম্ন স্কোর ১০ রানে অলআউট হওয়ার রেকর্ডটি এককভাবে দখলে ছিল আইল অব ম্যান। স্পেনের বিপক্ষে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ওই ওই কীর্তিটি গড়েছিল আইল অব ম্যান। পরে স্পেন কোনো উইকেট না হারিয়েই সেই রান মাত্র ২ বলে পার করে ফেলে।দ্বিতীয়বার এমন লজ্জার কীর্তি গড়তে মঙ্গোলিয়া আজ (বৃহস্পতিবার) মালয়েশিয়ার বাঙ্গিতে মুখোমুখি হয় সিঙ্গাপুরের। আগে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়ানদের বিপর্যয়টা শুরু হয় একেবারে প্রথম বল থেকেই। গোল্ডেন ডাক নিয়ে মোহন বিবেকানন্দর বিদায়ের পর চতুর্থ বলে দাবাসুরেন জামিয়ানসুরেনও শূন্য রানে আউট হয়ে যান। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ১০ ওভার পর্যন্ত খেলেছিল মঙ্গোলিয়া। কেবল দুজন ব্যাটার ১০–এর বেশি বল খেলেছেন। সঞ্চির নেটসাগদর্জ ১৪ (১ রান) এবং জলজাভখ্লান সুরেন্টসেটসেগ ১৩ (২ রান) বল খেলেন।তাদের এই বিপর্যয়ে স্বাভাবিকভাবেই রেকর্ডগড়া স্পেল করার কথা সিঙ্গাপুরের বোলারদের। হয়েছে তাই, চার ওভারে মাত্র ৩ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন হার্শা ভারাদজ। যা টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। মূলত তার বোলিং তোপেই মঙ্গোলিয়া পাওয়ারপ্লেতে ৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে। তারা সবমিলিয়ে ১০ ওভার খেলে মেডেন দেয় ৩ ওভার।যৎসামান্য এই লক্ষ্য মাত্র ৫ বলেই সিঙ্গাপুর তাড়া করে জিতেছে। যদিও তারা প্রথম বলেই উইকেট হারায়, পরে ৯ উইকেটে জয় নিশ্চিত হয় সিঙ্গাপুরের। টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় জয়। মঙ্গোলিয়া চার ম্যাচের সবগুলো হেরে এশিয়ান বাছাইয়ের ‘এ’ গ্রুপের তলানিতে। ৭ দলের এই গ্রুপে চতুর্থ সিঙ্গাপুর।এসএফ
    ‘প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে’
    পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ। এই সফরের আগে তাদের বিপক্ষে টেস্টে কোনো জয়ই ছিল না, এখন আছে সিরিজ জয়ের স্মৃতি। শুধু সিরিজ জয়ই নয়, রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ধবলধোলাই করেছে টাইগাররা। এমন আনন্দের উপলক্ষ্য এনে দেয়া ক্রিকেটাররা গেল রাতে দেশে ফিরেছেন। এরপর বিমানবন্দরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কথা বলতে হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে।  বাংলাদেশ ক্রিকেট দল ফিরলেও, দেশে ফেরেননি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যানা গেছে, কাউন্টি ক্রিকেটে অংশ নিতে সাকিব এরইমধ্যে ইংল্যান্ডে পৌঁছে গেছেন। এছাড়াও, রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিব সহসাই দেশে ফিরছেন না। সাবেক সংসদ সদস্য সাকিবের নামে খুনের মামলা এবং তাকে দেশে ফেরাতে আইনি নোটিশ বিসিবিতে পাঠানো হয়েছে। বিসিবিও পাল্টা নোটিশ পাঠিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে। সাফ জানিয়েছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব খেলা চালিয়ে যাবে।সেপ্টেম্বরেই বাংলাদেশের ভারত সফর রয়েছে। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে সাকিব সরাসরি ভারতে যোগ দেবেন। এরপর দেশে ফিরবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে সাকিবের পাশে আছে পুরো ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন, বাংলাদেশের অধিনায়ক শান্ত। প্রধান উপদেষ্টার দেয়া সংবর্ধনায় যদি সাকিবকে নিয়ে কথা ওঠে তাহলে কথা বলার কথা বললেন শান্ত।গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন। যদি কথা উঠে, সাকিব ভাইয়ের বিষয়টা একটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা ক্রিকেটার সবাই সাকিব ভাইয়ের সঙ্গে আছেন। আমরা বিষয়টা জানি, সাকিব ভাই দলের জন্য কতটা ত্যাগী। খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য খেলার জন্য চিন্তাভাবনা করেন। যদি এটা নিয়ে কথা ওঠে, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটার সাকিব ভাইয়ের পাশে আছে।পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেটাররা। ড্রেসিংরুমে জয়ের পরও দেখা গেছে সেটি। পরে ট্রফি নিয়ে ঘুমানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেন অধিনায়ক শান্তও। ওই ঘটনার পেছনের কথাও জানিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই উদ্‌যাপনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো যাত্রাই আসলে আনন্দের ছিল। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি।তিনি আরও বলেন, সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহূর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না… লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল।এসএফ
    বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, হতাশ ওয়াসিম আকরাম
    টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া। ঘরের মাঠে টানা ১০ টেস্টে জয়হীন, যার মধ্যে ৬টিতেই হার। পাকিস্তান ক্রিকেট দলের বাজে পারফরম্যানস ধারাবাহিকভাবে চলছেই। সবশেষ বাংলাদেশের কাছে দুই টেস্ট হেরে সিরিজটা খুঁইয়েছে শান মাসুদের দল।যা দেখে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের হতাশ হওয়াই স্বাভাবিক। বিশ্বকাপজয়ী সুলতান অব সুইংখ্যাত ক্রিকেটার বাবর আজমদের দলের কঠোর সমালোচনা করেছেন।প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রথম ইনিংসের সংগ্রহ বড় করার সুযোগ পেয়েও করেনি। এমন সুবিধাজনক অবস্থানে থাকার পরও সেই টেস্টে পাকিস্তান হেরেছে ১০ উইকেটে। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেই টেস্টেও পাকিস্তান জিততে পারেনি, হেরেছে ৬ উইকেটে। এমন সুবিধাজনক অবস্থানে থেকে দলের হার মানতে পারছেন না আকরাম।বার্তা সংস্থা এএফপির কাছে সর্বকালের অন্যতম সেরা এই পেসার নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘এটা আমাদের ক্রিকেটে বড় ধাক্কা, আমাদের ক্রিকেট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যেভাবে তারা ভালো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে, একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও ক্রিকেটপ্রেমী হিসেবে আমি বিব্রত। আমি আসলে কিছু বুঝতেই পারিনি।’ঘরের মাঠে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান (৬ হার, ৪ ড্র)। একুশ শতকে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া ঘরের মাঠে এত বেশিসংখ্যক ম্যাচে জয়হীন থাকেনি অন্য কোনো দল। বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ের আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের সব কটিতে হেরেছিল পাকিস্তান।দেশের মাটিতে হার নিয়ে আকরাম বলেছেন, ‘ঘরের মাঠে আমরা ধারাবাহিকভাবে হারছি। এটাই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে বলে দেয়। তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে। আমাদের বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।’এর আগে পাকিস্তান দলকে নিয়ে রমিজ রাজা থেকে শুরু করে বাসিত আলী—সবাই সমালোচনা করেছেন। কেউ কেউ এই হারকে বলেছেন পাকিস্তান ক্রিকেটের ‘কালো দিন’।এবি 

    Loading…