এইমাত্র
  • জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাষ্ট্রপতি
  • অটোচালকদের রেললাইন অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
  • সিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলি হামলা, নিহত ৩৬
  • আজ ঢাকা কলেজ-সিটি কলেজের ক্লাস বন্ধ
  • রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
  • রাজধানীতে আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা
  • বিচারের শুদ্ধতায় ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে : আইন উপদেষ্টা
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

    খেলা

    যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়াসহ টিভিতে আজকের খেলা
    প্রতিদিনের মতো আজও খেলার বিনোদন জগতে রয়েছে বেশ কিছু সিডিউল। ক্রিকেট, ফুটবল ও টেনিসে রয়েছে উল্লেখযোগ্য কিছু খেলা। তাই তো একটু বেছে নিলেই পছন্দ অনুযায়ী সরাসরি খেলা দেখাে যায়। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।ক্রিকেটনারী বিগ ব্যাশ লিগপার্থ স্করচার্স–সিডনি সিক্সার্সসকাল ১০–৪৫ মিনিটস্টার স্পোর্টস সিলেক্ট ১হোবার্ট হারিকেন্স–মেলবোর্ন রেনেগেডসদুপুর ২–১৫ মিনিটস্টার স্পোর্টস সিলেক্ট ১আবুধাবি টি–১০ লিগটিম আবুধাবি–আজমান বোল্টসবিকেল ৫–৩০ মিনিটটি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩বাংলা টাইগার্স–মরিসভিল স্যাম্প আর্মিসন্ধ্যা ৭–৪৫ মিনিটটি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩ডেকান গ্ল্যাডিয়েটর্স–চেন্নাই ব্রেভ জাগুয়ার্সরাত ১০টাটি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩ফুটবলনারী চ্যাম্পিয়নস লিগহ্যামারবি–ম্যানচেস্টার সিটিরাত ১১–৪৫ মিনিটডিএজেডএন ইউটিউব চ্যানেলআর্সেনাল–জুভেন্টাসরাত ২টাডিএজেডএন ইউটিউব চ্যানেলটেনিসডেভিস কাপযুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়াবিকেল ৩টাসনি স্পোর্টস টেন ৫আর্জেন্টিনা–ইতালিরাত ১০টাসনি স্পোর্টস টেন ৫এইচএ
    ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করলেন সাকিব
    আগামী ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। ইতোমধ্যে ম্যাচের সূচিও ঘোষণা করেছে আয়োজকরা। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। আর এই টুর্নামেন্টের জন্য তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে ভিড়িয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।তবে চোটের কারণে এই আসরে সাকিবের খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। তবে গেল সোমবার চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পান সাকিব। আজ (বুধবার) দেশ ছেড়েছেন এই টাইগার পেসার। এর আগে রংপুরের ৯ জন স্থানীয় ক্রিকেটার কয়েকটি গ্রুপে ভাগ হয়ে দেশ ছেড়েছেন।আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। বাংলাদেশের রংপুর রাইডার্স এবং ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।এফএস
    পাকিস্তানের জন্য সুখবর বয়ে আনলেন হারিস-আব্বাস
    অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও ব্যক্তিগত পারফরম্যান্সে সফল দুই তারকা বোলার হারিস রউফ ও আব্বাস আফ্রিদা। সিরিজে দারুণ পারফরম্যান্সের ফল হাতেনাতেই পেলেন তারা। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদে উন্নতি হয়েছে হারিস রউফ ও আব্বাস আফ্রিদির। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে পাকিস্তানি খেলোয়াড়দের র্যাংকিংয়ে অধঃপতন হলেও উন্নতি হয়েছে হারিস রউফ ও আব্বাস আফ্রিদির। হারিস রউফ তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৬০১ রেটিং পয়েন্ট নিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন। আর আব্বাস আফ্রিদি সিরিজে ৬ উইকেট শিকার করে টি-টোয়েন্টি সেরা ১০০ বোলারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ৩৯ ধাপ এগিয়ে বর্তমানে ৮৩তম স্থানে রয়েছেন আব্বাস আফ্রিদি।তবে অধঃপতন হয়েছে পাকিস্তানের এ সময়ের সেরা পেস বোলার শাহিন শাহ আফ্রিদির। তিনি মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন। এই নিম্নমানের পারফরম্যান্সের কারণে তিনি আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১০ ধাপ পিছিয়ে বর্তমানে ২৪তম পজিশনে আছেন। শাহিন শাহ আফ্রিদির মতো একই অবস্থা পেস বোলার নাসিম শাহরও। তিনি দুই ম্যাচে অংশ নিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছেন। যে কারণে ১৪ ধাপ পিছিয়ে বর্তমানে ৬৫তম পজিশনে আছেন নাসিম শাহ।এসএফ 
    নতুন মিশনের জন্য পড়াশোনা শুরু করেছেন ডি মারিয়া
    আর্জেন্টাইন তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। ভক্তরা তাকে ভালোবেসে ডাকে ‘দ্য ফাইনাল ম্যান’। বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা ফিনালিসিমা- শিরোপা অর্জনের প্রতিটি মাহেন্দ্রক্ষণে আর্জেন্টিনাকে তিনি ভাসিয়েছেন আনন্দে। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মারিয়া। এবার তার নতুন লক্ষ্য ডাগআউট। তাই কোচ হিসেবে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন পড়াশোনা। সোমবার (১৮ নভেএমবির) ক্লাঙ্ক মিডিয়ার এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।মারিয়া বলেন, আমি কোচ হওয়ার জন্য কোর্স করছি। যদি সুযোগ আসে, সেজন্য করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে আলাদাভাবে দেখতে শুরু করেছিলাম এবং বিশ্লেষণ করতাম।তিনি আরও বলেন, আমি শুধু খেলোয়াড়ের দিক থেকে নয়, কোচ কেমন চোখে দেখে সেটাও ভাবতে শুরু করেছিলাম। আমি জানি যে, কোচিং করা অনেক বেশি কঠিন। কারণ, এটা অনেক বেশি সময় নেয়। একজন খেলোয়াড় হিসেবে আপনি শুধু অনুশীলন করবেন, তারপর বাড়ি যাবেন।উল্লেখ্য, ডি মারিয়া বর্তমানে খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। গত ৬ আগস্ট আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ডি মারিয়াকে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে তাকে বিদায়ী সংবর্ধনা জানায় আর্জেন্টাইনরা।এসএফ 
    পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলো ভারত
    ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো প্রায় সবগুলো বড় দল সাম্প্রতিক বছরে পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে পাকিস্তানে নির্বিঘ্নে খেলেছে। অথচ নিরাপত্তাশঙ্কাকে কারণ হিসেবে দেখিয়ে ১৬ বছর ধরে পাকিস্তান সফর করে না ভারত। প্রতিবেশি দেশটির কারণে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন এখন সংশয়ের মুখে। প্রায় তিন দশক পর আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। কিন্তু ভারতের না যেতে চাওয়ায় তা নিয়ে চলছে টানাপোড়েন। দুই দেশের রাজনৈতিক কারণে ভারত এরইমাঝে টুর্নামেন্টে খেলতে যাবে না বলে জানিয়েছে। সবশেষ এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনও হাইব্রিড মডেলে করার প্রস্তাব দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান তাদের এমন প্রস্তাব মানতে নারাজ। যার কারণে টুর্নামেন্টটির সূচি ঘোষণার শেষ দিন (১৯ নভেম্বর) অতিক্রম করলেও ঘোষণা করতে পারেনি আইসিসি।   পাকিস্তানের কয়েক দফায় হুমকির পরেও ভারতীয় দল দেশটিতে খেলতে যাবে না তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তার সবচেয়ে বড় নজির হতে পারে দৃষ্টিহীনদের (অন্ধ) বিশ্বকাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। এরই মাঝে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ভারত। এ বিষয়ে ভারতী দৃষ্টিহীন ক্রিকেট সংস্থার সচিব শৈলেন্দ্র যাদব দেশটির গণমাধ্যমে জানিয়েছেন, এ বার আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে তাদের না দল। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ দৃষ্টিহীন ক্রিকেটারদের দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। ফলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে ভারতকে।শৈলেন্দ্র যাদব আরও জানিয়েছেন, তাদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কোনও চিঠি এখনও আসেনি। কিন্তু মৌখিক ভাবে তাদের জানিয়ে দেয়া হয়েছে, ‘বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ২৫ দিনের অনুমতি চেয়েছিলাম। কিন্তু প্রতিযোগিতার দিন কাছে চলে এলেও অনুমতি পাইনি। তাই ফোন করেছিলাম। তখন জানিয়েছে, অনুমতি দেয়া হবে না। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে। মন্ত্রণালয়ের এই নির্দেশের পর আমরা বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছি।’ অবশ্য ভারতই প্রথম দল হিসাবে আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়নি। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে বিশ্বকাপ খেলতে যাবে না। অর্থাৎ, মোট চারটি দল বিশ্বকাপে খেলবে না। দলগুলো না অংশ নিলেও বিশ্বকাপ নির্ধারিত সময়ে শুরু হবে বলে জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। দেশটির দৃষ্টিহীন ক্রিকেট বিভাগের নির্বাহী সৈয়দ সুলতান শাহ জানান, ‘বাকি সব দেশ পাকিস্তানে বিশ্বকাপের জন্য আসছে। যদি একটা দল না আসে, তা আমাদের প্রস্তুতিতে বাঁধা দেবে না।’ এবি 
    আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের পর বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে কে কোথায়
    ২০২৪ সাল বিদায় নিতে আরও দেড় মাসের মতো বাকি। তবে কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলেছে চলতি বছরের আন্তর্জাতিক ফুটবলের সূচি। এরই মধ্যে বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছেন দুই লাতিন জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় পেলেও পয়েন্ট ভাগাভাগি করতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বুধবার (২০ নভেম্বর) সকালে অল্প সময়ের ব্যবধানে মাঠে নামবে দুই দল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সকাল ৬টা আর্জেন্টিনা মুখোমুখি হয় পেরুর এবং ৬টা ৪৫ মিনিটে ব্রাজিল মুখোমুখি হয় উরুগুয়ের। আর্জেন্টিনার ম্যাচে মেসির পাস থেকে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।  ৫৫ তম মিনিটে মার্টিনেজ এই গোলেই পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির দল।পেরুর বিপক্ষে জয়ের মধ্যদিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে শীর্ষস্থান নিয়েও বছর শেষ করল আর্জেন্টিনা। এই জয়ের পর ১২ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ২৫ পয়েন্ট। বিপরিতে ভেনেজুয়েলার পর উরুগুয়ের সঙ্গেও ড্র করল ব্রাজিল। সালভাদরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভের্দের দারুণ এক গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৭ মিনিটে পেনাল্টি বক্সের মাথা থেকে গেরসনের দুর্দান্ত এক শট খুঁজে নেয় উরুগুয়ের জাল। নিজেদের মাঠেও পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল ব্রাজিল। ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।এবি 
    টিভিতে আজকের খেলা
    প্রতিদিনের মতো আজও খেলার বিনোদন জগতে রয়েছে বেশ কিছু সিডিউল। ক্রিকেট, ফুটবল ও টেনিসে রয়েছে উল্লেখযোগ্য কিছু খেলা। তাই তো একটু বেছে নিলেই পছন্দ অনুযায়ী সরাসরি খেলা দেখাে যায়। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।ক্রিকেটমেয়েদের বিগ ব্যাশ লিগসিডনি থান্ডার–মেলবোর্ন স্টার্সদুপুর ১–১০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১টেনিস: ডেভিস কাপজার্মানি-কানাডাবিকেল ৫টা, সনি স্পোর্টস টেন ৫ফুটবলমেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগটুয়েন্টে–রিয়াল মাদ্রিদরাত ১১–৪৫ মিনিট, ডিএজেডএন ইউটিউব চ্যানেলচেলসি–সেল্টিকরাত ২টা, ডিএজেডএন ইউটিউব চ্যানেলব্যাডমিন্টনচায়না মাস্টার্সসকাল ৭টা, স্পোর্টস ১৮–৩এইচএ
    প্রতিশোধের ম্যাচে ব্রাজিলের ড্র
    কোপা আমেরিকার শেষ আসরে উরুগুয়ের বিপক্ষে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিল। পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের।আজ সেই প্রতিশোধ নেয়ার সুযোগ ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে । উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল সেলেসাওরা।২০২৪ সালের শেষটা জয়ে রঙিন করতে না পেরে হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও। প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করতে হয় তাদের।সেখান থেকেই অবশ্য ফিরে এসেছে তারা।  গোল পরিশোধের পর ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে। কিন্তু ফরোয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের।  রাফিনিয়া, ইগর হেসুস, ভিনিসিয়ুসরা মিস করেছেন একের পর এক সুযোগ।  উরুগুয়ে অবশ্য ব্যস্ত সময় পার করেছে রক্ষণে। ফেদে ভালভার্দের একমাত্র ফ্রি-কিক ছাড়া বলার মতো আক্রমণই ছিল না দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিনের দুই ফুটবল পরাশক্তির লড়াইটা প্রথমার্ধ শেষে ছিল গোলশূন্য। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সবচেয়ে উপভোগ্যও ছিল এই অর্ধ। বিরতির পর স্বাগতিক ব্রাজিল ত্রাস ছড়াতে শুরু করলেও এগিয়ে যায় উরুগুয়ে। ৫৫ মিনিটে গোলটি করেছেন ফেদেরিকো ভালভারদে। অবশ্য সফরকারীদের লিড টিকেছিল মাত্র ৭ মিনিট। রাফিনহার ক্রস উরুগুয়ে রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে তখনই গারসনের সুযোগ সন্ধানী ভলি কাঁপিয়ে দেয় উরুগুয়ের জাল।শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে চতুর্থ স্থানে ছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়ে টেবিলেরও এক ধাপ নিচে চলে গেছে সেলেসাওরা। ১২ ম্যাচে ১৮ পয়েন্টের মালিক ব্রাজিলের জায়গা হয়েছে এখন পঞ্চম স্থানে। অন্যদিকে ২০ পয়েন্ট দ্বিতীয় স্থান কিছুটা মজবুত করেছে উরুগুয়ে।  এমআর
    মেসি-মার্তিনেজ নৈপুণ্যে জয়ে ফিরল আর্জেন্টিনা
    লাউতারো মার্তিনেজের দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির দল।বুয়েন্স আয়ারসে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ১–০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেজ।বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ধাক্কা সামলে জয়ের আশায় ঘরের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যদিও বার বার আক্রমণে উঠেও খেই হারিয়ে ফেলছিল মেসি-মার্তিনেজরা। বিরতির আগ পর্যন্ত ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোল করতে পারেনি তারা। বিরতির পর ৫৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এই গোলে এসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানের সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে (৫৮) ভাগ বসিয়েছেন মেসি। তবে ম্যাচে কোনো উল্ল্যেখযোগ্য আক্রমণই করতে পারেনি পেরু। ৬৬তম মিনিটে জানলুকা লাপাদুলা ও ৭৫তম মিনিটে সের্হিও পেনা দূর থেকে শট নিলেও, কোনোটাই লক্ষ্যের ধারেকাছেও ছিল না।বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।এমআর
    মাঠেই ক্ষত-বিক্ষত আম্পায়ার
    মাঠেই ক্ষত-বিক্ষত আম্পায়ার। সরাসরি বলের আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছেন অস্ট্রেলিয়ান এক আম্পায়ার।অস্ট্রেলিয়ার পার্থে তৃতীয় শ্রেণির একটি ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করার সময় ভয়াবহ সেই দুর্ঘটনার শিকার হয়েছেন টনি ডি’নব্রেগা।ম্যাচে ব্যাটসম্যানের নেওয়া জোরালো একটি শট সোজা গিয়ে লাগে আাম্পায়ার টনির মুখের ডানদিকে। তিনি চেষ্টা করেও বলের লাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেননি।আম্পায়ারের ডান চোখের ঠিক নিচে জোরালো আঘাত লেগেছে। চোখের নিচের অংশ এতটাই ফুলে গিয়েছে যে, প্রায় ঢেকে গেছে একটি চোখ। চোয়ালে আঘাতের চিহ্ন স্পষ্ট। লাল হয়ে রয়েছে পুরো মুখ। ঠোঁটের কোনাও ফোলা। রক্ত জমে কালশিটে দাগ হয়ে গিয়েছে।আম্পায়ার টনির শারিরীক অবস্থার আপডেট জানিয়েছে ওয়েস্ট ওস্ট্রেলিয়ান আম্পায়ার্স অ্যাসোসিয়েশন। সৌভাগ্যক্রমে টনির চোয়ালের কোনো হাড় ভাঙেনি বলে তারা নিশ্চিত করেছে।তবে ওই আম্পায়ারের মুখে কোনো অস্ত্রোপচার লাগবে কি না সেটি এখনও জানা যায়নি। সামাজিক মাধ্যমে দেওয়া সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ব্যাটসম্যানের একটি স্ট্রেট-ড্রাইভে বল গিয়ে লাগে টনির মুখের ডানদিকে। সারারাত হাসপাতালে কাটানোর পর জানা গেছ, তার মুখের কোনো হাড় ভাঙেনি। যদিও এখনই অস্ত্রোপচারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডাক্তাররা তার শারীরিক পরিস্থিতির ওপর নজর রেখেছেন।এসএফ
    ২০৩৪ বিশ্বকাপের জন্য ৯২ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণের ঘোষণা সৌদির
    ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়া এখন সময়ের ব্যাপার সৌদি আরবের। একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বিড করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে সৌদি আরব। সোমবার (১৮ নভেম্বর) প্রকাশ করেছে কিং সালমান স্টেডিয়াম নিয়ে তাদের মহা পরিকল্পনা।খবর জিও নিউজমূলত সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন ২০৩০ এর আওতায় হবে এ স্টেডিয়াম। ৯২ হাজার আসনের এই ভেন্যু হবে সৌদির সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতার। আর বিশ্বের অন্যতম বৃহৎ।সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশেহাল বলেন, বিশ্ববাসীর জন্য সৌদির আরবের অগ্রগতির সাক্ষী হওয়ার আমন্ত্রণ ২০৩৪ বিশ্বকাপ। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি জানতে পারবেন। ফ্যানদের দারুণ এক অভিজ্ঞতা দিতে সর্বাত্মক ব্যবস্থাই করা হবে।প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে এর ডিজাইন করেছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণও হয়েছে তাদের হাত ধরে। দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক শীতাতপ ও বিদ্যুত সাশ্রয়ী প্রযুক্তি।কি থাকবে না এই ফুটবল স্টেডিয়ামকে কেন্দ্র করে গড়ে ওঠা স্পোর্টস কমপ্লেক্সে? ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকুয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা। যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা।মূলত সারা বছর এটি ব্যবহৃত হবে সৌদি আরবের ফুটবল দলের ক্যাম্প হিসেবে। নিরবিচ্ছন্ন অনুশীলনের জন্য থাকবে একাধিক ট্রেনিং গ্রাউন্ড। পরবর্তীতে যুক্ত করা হবে ভলিবল, বাস্কেটবল ও প্যাডেল কোটও।কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম পুরোপুরি চাল হবে ২০২৯ সালের শেষ নাগাদ। ঘরোয়ার পাশাপাশি আঞ্চলিক টুর্নামেন্টের ভেন্যু হবে এটি। আর ২০৩৪ বিশ্বকাপ দিয়ে পাবে পূর্ণতা।এবি 
    ম্যাচের একদিন আগেই একাদশ জানিয়ে দিলো ব্রাজিল
    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসে দুটি ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। যার প্রথমটিতে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। এবার বছরের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন প্রেস কনফারেন্সে এসে নিজেদের একাদশ জানিয়ে দিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এই ম্যাচ দিয়েই ব্রাজিল শেষ করবে তাদের ২০২৪ সাল। ঘটনাবহুল এই বছরেই কোচ হয়ে এসেছেন দরিভাল জুনিয়র। এই বছরেই কোপা আমেরিকায় বাজে ফলাফল করে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন। ২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবলে যে সংকটের গল্প চলছে, সেটা জারি ছিল এই বছরেও। অবশ্য অক্টোবরের উইন্ডোতে টানা দুই জয় তুলে নিয়ে কিছুটা অন্তত ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ব্রাজিল। কিন্তু ওই পর্যন্তই। নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের ধারাবাহিকতা নষ্ট করেছে সেলেসাওরা। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আছে ব্রাজিলের। উরুগুয়েকে হারিয়েই বছর শেষ করতে চায় তারা। বছরের শেষ ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকেই ধরে রেখেছেন দরিভাল। দুই সেন্ট্রারব্যাক মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর হেসুস এবং সাভিনহো। যার অর্থ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ। রোববার নিজেদের শেষ অনুশীলনে এই ফর্মেশনেই অনুশীলন করেছিল ব্রাজিল। আর সোমবার এসে প্রেস কনফারেন্সে একাদশ ষোষণা করেন। দলে যুক্ত হয়েছেন দানিলো। ভ্যান্ডারসনের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে দানিলো একাদশে ফিরছেন। সেইসঙ্গে অধিনায়কের দায়িত্বটাও সামলাবেন তিনিই। আগের ম্যাচগুলোতে এই ডিফেন্ডার ছিলেন সাইডবেঞ্চে।বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে। উরুগুয়ে ম্যাচে ব্রাজিল একাদশ: এডারসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও অ্যাবনার; ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের সবশেষ ম্যাচের স্মৃতিও সুখকর না। শেষবার দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। সেবারে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল ব্রাজিল। এবি 
    সাকিবের মাঠের ফেরার প্রস্তুতি চলছে জোরেসোরে
    গত সেপ্টেম্বরে সবশেষ ক্রিকেট মাঠে দেখা যায় সাকিব আল হাসানকে। দেশের জার্সিতে তখন ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। কানপুরে ওই টেস্টই জাতীয় দলে তার শেষ ম্যাচ হয়ে থাকে কিনা, সে আলোচনা কিছুটা হলেও আছে। কারণ গেল অক্টোবরে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষ টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় জানাতে চাইলেও পরিস্থিতির কারণে তা হয়ে ওঠেনি।দেশে ফিরতে না পেরে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছেন গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একপ্রকার স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব। আওয়ামী লীগের রাজনীতিতে জড়ানোই কাল হয়েছে তার জন্য। এর মধ্যে হত্যা মামলাতেও ফেঁসে গেছেন। সবমিলিয়ে এখন দেশে ফেরা এবং দেশের জার্সিতে খেলা বেশ কঠিন তার জন্য।এমন পরিস্থিতি বিদেশি লিগগুলো তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সামনেই আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। সেজন্য জোরেশোরে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি।সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে আবুধাবিতে গিয়েই বাংলা টাইগার্সের ট্রেনারের সঙ্গে জিমে সময় দিচ্ছেন। বাংলা টাইগার্সের ফেসবুক পেজে চোখ রাখলে দেখা যায়, জিম সেশনসহ ফিটনেস ফিরিয়ে আনতে যা যা করা দরকার, তার সবই করছেন এই অলরাউন্ডার।এছাড়া ফ্লাডলাইটের আলোয় ব্যাটিং অনুশীলনও করতে দেখা যায় সাকিবকে। তার সঙ্গে অনুশীলনে দেখা গেছে আফগান লেগ স্পিনার রশিদ খানকেও।প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টেন লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্ট চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। এসএফ
    পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া, নাটকীয় জয় স্পেনের
    উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দলগুলো মোটামুটি নিশ্চিত ছিল। তবে ‌‘এ‘ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠতে এক পয়েন্টের প্রয়োজন ছিল ক্রোয়েশিয়ার। যদিও প্রতিপক্ষ ছিল আগেই টিকিট নিশ্চিত করা পর্তুগাল। তাই কাজটা বেশ কঠিন ছিল ক্রোয়েশিয়ার জন্য।তবে সেই কঠিন কাজ করেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে ক্রোয়েটরা। এদিকে রাতের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে নাটকীয় জয় পেয়েছে স্পেন।সোমবার (১৮ নভেম্বর) ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে যায় ক্রোয়েশিয়া। ৩৩তম মিনিটে ফেলিক্সের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় পর্তুগাল। ভিতিনিয়ার থ্রু বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন চেলসি ফরোয়ার্ড।ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬৫তম মিনিটে গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের ক্রস বাইলাইনের কাছে পেয়ে দুরূহ কোণ থেকে শটে সমতা টানেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ভার্দিওল। শেষ দিকে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো পর্তুগাল। তবে নুনো মেন্দেসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পর্তুগাল। এদিন টেনেরিফে মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইজারল্যান্ড। স্পেনের কাছে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে সুইসরা। তবে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পায় স্প্যানিশরা।ম্যাচের ৩২ মিনিটে পিনো স্পেনকে এগিয়ে দেন। পেদ্রির পেনাল্টি সেভ করেন সুইস গোলরক্ষক এমভোগো। তবে সেই বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীর ডিফেন্ডাররা। সেই বল পেয়ে জালে জড়ান পিনো। ৬৩তম মিনিটে জোয়েল মন্টিরোর গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।তবে তার পাঁচ মিনিট পরই আবারও লিড পেয়ে যায় স্পেন। এবারের গোল স্কোরার ব্রায়ান গিল। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে আবারও সমতায় ফেরান জেকিরি। প্রতিপক্ষের সিয়েরোকে স্পেনের ফাবিয়ান রুইস বক্সে ফেলে দিলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সফল স্পট-কিকে স্পেনের জয়সূচক গোল করেন ৬৯তম মিনিটে বদলি নামা জারাগোসা। তিনি নিজেই আদায় করে নিয়েছিলেন পেনাল্টি।  গ্রুপ সেরা হয়ে স্পেনের কোয়ার্টার-ফাইনালে ওঠা নিশ্চিত হয়েছিল আগেই। এবি 
    নেইমারকে নিয়ে ছাড়ানো গুঞ্জন উড়িয়ে দিলেন এজেন্ট
    দীর্ঘ সময় ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ার পোস্টার বয় নেইমার জুনিয়র। এক বছর পর ইনজুরি কাটিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলালের জার্সিতে মাঠে নেমেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে তার পিছুই ছাড়ছে না। সেই ম্যাচে আবারও ইনজুরিতে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। তারপর আবারও বেশ কয়েক দিনের জন্য ছিটকে যান মাঠের বাইরে।নতুন করে ইনজুরিতে পড়ার পর থেকেই গুঞ্জন মাথা চাড়া দিয়ে উঠেছে আল-হিলাল ছাড়ছেন নেইমার। শোনা যাচ্ছিল আবারও নিজের পুরোনো ক্লাব সান্তোসে ফিরবেন তিনি। কারও মুখে ছিল লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে মিলিত হবেন নেইমার। তবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন তার এজেন্ট পিনি জাহাভি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নেইমারের সঙ্গে সাবেক ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার কোনো আলোচনা চলছে না।সম্প্রতি নেইমার সমর্থকদের মাঝে গুঞ্জন উঠেছিল যে, ব্রাজিলিয়ান সুপার স্টার তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার জন্য একটি চুক্তি করেছেন। আল-হিলালে যোগ দেয়ার পর থেকে ইনজুরিতে জর্জরিত নেইমারের ভবিষ্যৎ নিয়ে এমন জল্পনা-কল্পনা শুরু হয়। তবে, নেইমারের এজেন্ট এই গুজবকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।নেইমারের এজেন্ট পিনি জাহাভি বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে জানান, ‘আল-হিলাল ছাড়ার জন্য নেইমারের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তিনি আল-হিলালে চুক্তিবদ্ধ আছেন এবং এখানে বেশ খুশি। নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলার অধিকার নেইমারের বাবা এবং আমারই আছে। সাম্প্রতিক গুঞ্জনগুলো কোথা থেকে আসছে তা আমি জানি না।’তবে গুজবটি প্রথম প্রকাশ করা সাংবাদিক সিজার লুইস মেরলো তার বক্তব্যে অনড় রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) লেখেন, ‘নেইমারের এজেন্ট যা বলেছেন তা সত্ত্বেও আমি আমার প্রকাশিত তথ্যের প্রতি আস্থা রাখি। সময়ই সত্যকে প্রকাশ করবে।’বর্তমানে নেইমার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আল-হিলালের স্কোয়াডের বাইরে আছেন। তার দল শনিবার (২৩ নভেম্বর) আল-খালিজের বিপক্ষে মাঠে নামবে, তবে নেইমারকে দর্শক হিসেবেই থাকতে হবে।এবি 

    Loading…