পাবনার চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের প্রধান গেটের পাশে দাঁড়িয়ে কলেজের ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে আতাউর রহমান (৩৫) নামের এক ভ্যানচালককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তানজিনা খাতুন এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত ভ্যানচালক উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।
মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সন্জু জানান, কলেজ চলাকালীন সময়ে আতাউর রহমান নামের ওই ব্যক্তি কলেজের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করছিলেন।
বিষয়টি জানার পর শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা গিয়ে তাকে আটক করেন। পরে সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুনের ভ্রাম্যমান আদালতে হাজির করে আদালত তাকে কারাদন্ডাদেশ দেন।
এআই