দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনা পাথরঘাটার ‘বিএফডিসি’ মৎস্যঘাটে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞার মধ্যেই ৪০ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে পাথরঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ মে) ভোর ৫টার দিকে এ মাছগুলো জব্দ করে পাথরঘাটা মৎস অধিদপ্তর। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সকলেই পালিয়ে যায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিছু মাছ ১২টি এতিমখানায় বিতরণ করেন এবং বাকি মাছ নিলামে ৫৫ হাজার টাকায় বিক্রি করে তা কোষাগারে জমা দেন।
পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাছ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির ৪০ মণ মাছ জব্দ করা হয়। পরে সে মাছগুলো কিছু এতিমখানায় এবং কিছু বিক্রি করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।