এইমাত্র
  • বিএনপি আসুক বা না আসুক যথা সময়েই নির্বাচন হবে: হাছান মাহমুদ
  • উলিপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান আতা বরখাস্ত
  • খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন পর্যবেক্ষণে আছে: আইনমন্ত্রী
  • টাঙ্গাইলে আইনজীবি সহকারি হত্যা মামলায় গ্রেপ্তার ১
  • ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জন গ্রেফতার
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার
  • ১৪ দি‌নের ব্যাবধা‌নে আবারো এক বাংলা‌দেশী‌‌কে গু‌লি ক‌রে হত্যা
  • এডিসি হারুনকাণ্ডে তৃতীয় দফায়ও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি
  • ৫শ' শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী
  • আজ বৃহস্পতিবার, ১৩ আশ্বিন, ১৪৩০ | ২৮ সেপ্টেম্বর, ২০২৩
    শিক্ষাঙ্গন

    দরজা ভেঙ্গে পাওয়া গেল জবি শিক্ষার্থী'র ঝুলন্ত লাশ

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম
    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম

    দরজা ভেঙ্গে পাওয়া গেল জবি শিক্ষার্থী'র ঝুলন্ত লাশ

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেহেদী হাসান রাব্বি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রাব্বি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী।

    নিহত মেহেদী'র গ্ৰামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কলেজ পাড়াতে। আজ সোমবার ( ১৮ সেপ্টেম্বর) এলাকায় নিজ বাসায় দুপুরে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

    প্রত্যক্ষদর্শী জানান, গত কাল রাতে (রবিবার ) মেহেদী দরজা বন্ধ করে নিজ কক্ষে ঘুমাতে যান আজ (সোমবার) সকালে রাব্বি কে পরিবারের সদস্যরা ঘুমানো অবস্থায় দেখেন । কিন্তু দুপুরে তাঁর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনেক চেষ্টা করে দরজা খুলতে না পেরে । শেষে দরজা ভেঙ্গে দেখেন মেহেদী হাসান রাব্বি'র মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে মৃত্যু ঘোষণা করা হয়।

    পরিবারের সদস্যরা শোকে পাথর হয়ে গিয়েছে‌‌। সদস্যদের সাথে সংযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

    এই বিষয়ে জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বাবু কে জিজ্ঞেস করলে তিনি বলেন, নিহত মেহেদী হাসান রাব্বি জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সহ-সভাপতি পদে ভূষিত ছিলেন। আমরা জানতে পারি গত রাতে সে নিজ রুমে ঘুমাতে যান , আজ দুপুর পর্যন্ত তাঁর রুম বন্ধ থাকলে পরিবারের সদস্যদের সন্দেহ হয় । তখন তাঁরা দরজা ভেঙ্গে দেখে মেহেদী'র মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমরা ঘটনায় খুব শোকাহত। আজ বাদ এশা নিহত মেহেদী'র জানাজা অনুষ্ঠিত হবে ‌।

    নিহত মেহেদী'র বিষয়ে তাঁর বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছেলেটি আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার হওয়ার কারণে কাছ থেকে চিনি। সে খুব অমায়িক ছেলে ছিল। আমি যতটুকু জানি তাঁর প্রেম ঘটিত এবং অর্থনৈতিক কোনো সমস্যা ছিল না। ১ বছর আগে তাঁর বাবা যান। এজন্য তাঁর মন খারাপ ছিল । আমি সবসময় চেষ্টা করেছি খুঁজ খবর রাখার কিন্তু মাঝে সে আর কিছু জানায়নি কী জন্য কী হয়েছে। বর্তমানে ছেলে মেয়েরা কষ্ট গুলো শেয়ার করতে না পারায় হতাশায় থাকে। আমরা ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক কাউন্সিলিং এর ব্যবস্থা করেছি। ছেলে মেয়েদের সুবিধার জন্য জেলা ছাত্র কল্যাণে আমি নিয়মিত সময় দেয়। খবর পাওয়া মাত্রই আমি ব্রাহ্মণবাড়িয়া উদ্দেশ্য রওনা হয়েছি।

    একই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এই ঘটনায় আমি এখনো অবগত নয়। অবগত হওয়ার পর বিস্তারিত বলতে পারবো।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…