চিত্রনায়িকা পরীমণির পাঠানো তালাকপত্রের পর এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। লিখিত বক্তব্যের মাধ্যমে জানালেন, এ সিদ্ধান্ত বেশ আন্তরিকভাবে গ্রহণ করেছেন তিনি।
১৮ সেপ্টেম্বর এ অভিনেতাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এর তিন দিন পর মুখ খুলেন রাজ। এতে করে তাদের প্রায় দুই বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটতে যাচ্ছে।
লিখিত বক্তব্যে রাজ বলেন, 'আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ্! তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।'
পাশাপাশি ধন্যবাদও জানিয়েছেন। উল্লেখ করেছেন ছেলে রাজ্যের কথাও। তিনি বলেন, 'তাকে (পরী মণি) ধন্যবাদ দিতে চাই; আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।'
দর্শকের উদ্দেশে রাজ বলেন, 'আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনও কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।'
মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে সেটি প্রকাশ্যে আনেন ও পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। আর গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র রাজ্য।