এইমাত্র
  • হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে : তারেক রহমান
  • জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম: জামায়াত আমীর
  • ইজতেমা মাঠ ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার
  • মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে গেছে বলেই খুনিদের নামে স্লোগান হয়: সারজিস
  • অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
  • পিলখানা হত্যা মামলার ফের তদন্ত চায় ভুক্তভোগীদের পরিবার
  • ‘রাজনীতিবিদরাই যদি সংস্কার করেন, তাহলে ৫৩ বছর তারা কী করেছেন’: রিজওয়ানা
  • পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায়ও সূর্যের হাসি
  • রাখাইনের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
  • বুদ্ধিজীবী দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • আজ শুক্রবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ ডিসেম্বর, ২০২৪
    খেলা

    ঝুঁকিপূর্ণ পিচ, পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

    ঝুঁকিপূর্ণ পিচ, পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

    অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অভিনব এক ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর ৬.৫ ওভার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঝুঁকিপূর্ণ পিচের কারণে পার্থ স্কোর্চার্স এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচটি বন্ধ করে দেন ফিল্ড আম্পায়াররা।

    রোববার (১০ ডিসেম্বর) বিগব্যাশ লিগে জিলংয়ের কার্ডিনিয়া ওভালে পার্থ স্কোর্চার্স এবং মেলবোর্ন রেনেগেডসের টি-টোয়েন্টি ম্যাচটি ঝুঁকিপূর্ণ পিচ বা উইকেটের কারণে পরিত্যক্ত করা হয়েছে।

    জিলংয়ে টস জিতে ‘ভয়ঙ্কর’ উইকেটে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মেলবোর্ন রেনেগেডসের অধিনায়ক নিক ম্যাডিসন। ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান তোলে পার্থ। এরপর স্কোর্চার্স ব্যাটার জশ ইংলিসের আবেদন করেন উইকেটটি কোনো ভাবেই খেলার উপযোগি নয়। তার আবেদনের প্রক্ষিতে পিচ আবারও পরীক্ষা করেন ফিল্ড আম্পায়ার। সব পক্ষ আলোচনা করার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

    পার্থ-মেলবোর্ন ম্যাচটি পরিত্যক্তের ঘটনায় বিবৃতি দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘বাজে পরিস্থিতির কারণে খেলাটি বাতিল হওয়ায় এবং ভক্ত-সমর্থকরা হতাশ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া দুঃখ প্রকাশ করছে। বোর্ড এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ অনুসন্ধানের যথাযথ চেষ্টা করবে।’

    এ ঘটনায় আম্পায়ার বেন ট্রেলর বলেন, ‘খেলা যখন শুরু হয়েছিল, পিচ দেখে ভালোই মনে হয়েছিল। বেশির ভাগ সময় পিচে বল না পড়লে পরিস্থিতি বোঝা যায় না। (সপ্তম ওভারের পঞ্চম বল) টার আচরণ ছিল অত্যক্ত ভয়ঙ্কর। এরপর আমরা বুঝতে পারি এই উইকেটে খেলা চালিয়ে গেলে ক্ষতির আশঙ্কা আছে। সেজন্য আমরা খেলাটা বাতিল করতে বাধ্য হই।’

    জিলংয়ে অতিরিক্ত বৃষ্টির জন্যে প্রায় দুদিন পিচ ঢাকা ছিল কাভারে। টস জেতার পর রেনেগেডস অধিনায়ক নিক ম্যাডিনসনও জানিয়েছিলেন ভেজা পিচের কথা। রেনেগেডস ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও ধারাভাষ্যের সময়ে পিচের ফাটল ও অতিরিক্ত বাউন্স নিয়ে কথা বলেছিলেন।

    এমআর

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…