মেহেরপুরে র্যাবের এক মাদক বিরোধী অভিযানে ১৬৭৬পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে গাংনী র্যাব ক্যাম্পের একটি অভিযানকারী দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন- চট্রগ্রামের রাউজান উপজেলার কদলপুর আমিরপাড়ার নুর মিয়ার ছেলে সোলেমান হায়দার (৪৫) ও তার সহযোগী মেহেরপুরের গাংনী একই উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।
র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার (সহকারি পুলিশ সুপার) মনিরুজ্জামান সোমবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে অভিযানের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি জানান, চট্রগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় আসে সোলোমান হায়দার। গেল রাতে ঢাকা থেকে পরিবহনযোগে ইয়াবা নিয়ে গাংনীর তেরাইলে বিক্রির উদ্দেশ্যে আসে সে। তেরাইল বাজারে অবস্থান করার সময় অভিযান চালায় র্যাব। এ অভিযানে সোলেমান ও তার স্থানীয় সহযোগী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৬৭৬ পিস ইয়াবা। তাদের দুজনের নামে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আটককৃত দুজনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা পুলিশ।