এইমাত্র
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • যশোরে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন
  • চুরি করতে গিয়ে বোনের শাশুড়িকে জবাই করে হত্যা
  • আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক
  • যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত: হামাস
  • কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না: কাদের
  • জীবনের শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন শাফিন
  • ট্রেন চলাচলের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: রেলওয়ে
  • এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    তথ্য-প্রযুক্তি

    ওয়াইফাইয়ের গতি বাড়ানোর সহজ ৭ উপায়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম

    ওয়াইফাইয়ের গতি বাড়ানোর সহজ ৭ উপায়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম

    বাসায় ইন্টারনেট ব্যবহারের জন্য অনেকেই ব্যবহার করেন ওয়াইফাই রাউটার। কিন্তু অনেক সময়েই গতি হারিয়ে সৃষ্টি হয় সমস্যা। গতি কমে যাওয়ার কারণ কি জানেন? এ সমস্যার সমাধান কি জানা আছে?

    অফিসের কাজ থেকে শুরু করে বিনোদনের জন্য অনলাইন স্ট্রিম, সব কাজেই প্রয়োজন হয় উচ্চ গতির ইন্টারনেট। দ্রুত গতি ও কম খরচে ইন্টারনেট পরিষেবা পেতে ওয়াইফাই সংযোগ জরুরি। কিন্তু অনেক সময়ই ইন্টারনেটের গতি কমে যায়। আর এ সমস্যার জন্য অনেক সময় দায়ী থাকে ওয়াইফাই নেটওয়ার্ক। তবে খুব সহজে ওয়াইফাইয়ের সমস্যার সমাধান করে ইন্টারনেটের গতি বাড়াতে পারবেন।

    মাত্র কয়েকটি উপায় অনুসরণ করলেই ওয়াইফাই সংযোগে পাবেন উচ্চ গতি। চলুন জেনে নেয়া যাক সেই উপায়গুলো।

    নিয়মিত রাউটার রিস্টার্ট

    দিনে একবার করে হলেও রাউটার রিস্টার্ট করুন। এতে ইন্টারনেটের গতি অনেক বেড়ে যাবে। কিছু রাউটারে রিস্টার্ট শিডিউল করা যায়, যা সেট করে দিলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রাউটার নিজে থেকে রিস্টার্ট হয়ে যায়।

    রাউটারে ওয়াইফাই চ্যানেল অ্যাডজাস্ট

    ওয়াইফাই সেটিংস অপ্টিমাইজ করতে পারেন। কাছাকাছি নেটওয়ার্ক থেকে বাধা কমাতে রাউটারে ওয়াইফাই চ্যানেল অ্যাডজাস্ট করা দরকার। অননুমোদিত অ্যাক্সেস রোধ করতে ওয়াইফাইয়ের সিকিউরিটি ফিচারও এনেবল করে রাখতে পারেন।

    ওয়াইফাই রিপিটার রাখা

    ওয়াইফাই সিগন্যাল ক্যাপচার করতে একটি ওয়াইফাই রিপিটার রাখলে ভালো হয়। এতে বাড়ির বিভিন্ন অংশে সিগন্যাল পৌঁছানোর জন্য এটি কাজে আসবে।

    কোল্ড ড্রিঙ্কসের ক্যান ব্যবহার

    একটি কোল্ড ড্রিঙ্কসের ক্যান কেটে তা রাউটারের অ্যান্টেনার পেছনে লাগিয়ে দিলে ওয়াইফাইয়ের গতি এক ধাক্কায় বহুগুণে বেড়ে যেতে পারে।

    আরও পড়ুন: ফোনের স্টোরেজ বাড়ানোর সহজ উপায়

    মেশ ওয়াইফাই সিস্টেম

    ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ ওয়াইফাই সিস্টেম পুরো বাড়িতে বিদ্যমান ওয়াইফাই নেটওয়ার্কের কভারেজ বাড়ানোর একটি ভালো উপায় হতে পারে।

    রাউটার বাছাই

    দেখে নিন আপনার রাউটারে ওয়াইফাইয়ের লেটেস্ট প্রযুক্তি রয়েছে কি না। পুরনো রাউটার ব্যবহার করলে তার কর্মক্ষমতা স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে প্রভাবিত হতে পারে। এমন পরিস্থিতিতে আরও ভালো রেঞ্জ এবং ক্ষমতাসহ শক্তিশালী রাউটার কেনা ভালো বিকল্প হতে পারে।

    রাউটার রাখার স্থান নির্বাচন

    ওয়াইফাইয়ের সিগন্যাল ঘরের সব জায়গায় একই গতিতে কাজ করে না। তাই রাউটারটি সঠিক স্থান বাছাই করে রাখুন। বিশেষ করে ঘরের কেন্দ্রীয় স্থানে রাখতে পারলে ভালে। তবে যেখানেই রাখুন, উচু এবং খোলা জায়গায় রাখতে হবে। ওপরে ঢাকনা দেয়া যাবে না। এ ছাড়া রাউটারের আশেপাশে অন্য কোনো ইলেকট্রিকাল ডিভাইস রাখবেন না।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…