এইমাত্র
  • সৌদিতে বাংলাদেশি যুবককে জবাই করে হত্যা
  • লাইসেন্স ফেরত চায় সিটিসেল
  • সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী গ্রেপ্তার
  • নারীদের বোরকা নিয়ে আদৌ কী 'আপত্তিকর' মন্তব্য করেছেন জামিল আহমেদ?
  • ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন
  • বিতর্কে জড়ালেন শিল্পকলার নতুন ডিজি
  • শেখ হাসিনা-রেহানাদের পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিল চেয়ে রিট
  • গাজীপুরে ট্রাকের চাপায় নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ
  • মণিপুরে ব্যাপক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ ঘোষণা
  • ‘২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে খেলবে’
  • আজ বুধবার, ২৬ ভাদ্র, ১৪৩১ | ১১ সেপ্টেম্বর, ২০২৪
    তথ্য-প্রযুক্তি

    হোয়াটসঅ্যাপে সহজে যেভাবে কল রেকর্ড করবেন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম

    হোয়াটসঅ্যাপে সহজে যেভাবে কল রেকর্ড করবেন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম

    বর্তমানে বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এ অ্যাপটিতে ভয়েস ও ভিডিও কল করতে পারেন। তবে এটিতে কল রেকর্ড করার কোনো বিল্ট-ইন ফিচার নেই। তাছাড়া হোয়াটসঅ্যাপ কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। তবে যদি আপনার কল রেকর্ড করার প্রয়োজন পড়ে, তাহলে কীভাবে তা করবেন, জেনে নিন।

    ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কেবল একে অপরকে বার্তাই পাঠানো যায় না, পাশাপাশি ভিডিও এবং ভয়েস কলও করা যায়। সব রকমের বার্তা পাঠানোর জন্য ওয়ান-স্টপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। এটির মাধ্যমে ফাইল শেয়ার থেকে শুরু করে গ্রুপ চ্যাট ও ভিডিও কলও করা যায়।

    কিন্তু অ্যাপটিতে কোনো বিল্ট-ইন কল রেকর্ড ফিচার না থাকা ও হোয়াটসঅ্যাপ কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হওয়ায় এটিতে ভয়েস কল রেকর্ড করা যায় না। কিন্তু আপনি চাইলেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভয়েস কল রেকর্ড করতে পারেন।

    অ্যান্ড্রয়েডে যেভাবে হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করবেন

    কল রেকর্ডার অ্যাপ কিউব এসিআর ব্যবহার করে আপনি নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করতে পারবেন। এ অ্যাপটি গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যায়। নিচে দেয়া পদ্ধতি ব্যবহার করে আপনি সহজেই কিউব এসিআরের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করতে পারবেন।

    ১. প্রথমেই গুগল প্লে স্টোরে যান এবং কিউব কল অ্যাপ্লিকেশন খুঁজে বের করুন;

    ২. অ্যাপটি ইনস্টল করা হলে সেটিতে প্রবেশ করুন এবং তারপরে হোয়াটসঅ্যাপে যান;

    ৩. হোয়াটসঅ্যাপে কোনো কল ধরার আগে বা কাউকে কল করার আগে কিউব কল উইজেট দেখা যাবে। যদি তা না দেখতে পারেন, সেক্ষেত্রে আবারও কিউব কল অ্যাপে যান এবং ভয়েস কল হিসেবে ফোর্স ভিওআইপি কল বেছে নিন;

    ৪. এতে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করবে এবং রেকর্ড করা ফাইলগুলো আপনার ডিভাইসের অভ্যন্তরীণ মেমরিতে সেভ করবে।

    হোয়াটসঅ্যাপ ছাড়াও অন্যান্য অ্যাপ যেমন স্ল্যাক, জুম, টেলিগ্রাম, সিগন্যালসহ আরও বেশকিছু অ্যাপের ভয়েস কল রেকর্ড করতে কিউব এসিআর ব্যবহার করা যেতে পারে।

    আইফোনে যেভাবে হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করবেন

    অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা কষ্টসাধ্য ব্যাপার। কারণ আইফোনে এ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির কল রেকর্ড করার জন্য কোনো অ্যাপ্লিকেশন নেই। তবে একটি পন্থা ব্যবহার করে আপনি চাইলেই কল রেকর্ড করতে পারেন। তবে এর জন্য আপনার প্রয়োজন একটি ম্যাক এবং একটি আইফোন।

    নিচে দেয়া পদ্ধতি ব্যবহার করে আপনি সহজেই আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন:

    ১. প্রথমেই আপনার ম্যাকে কুইকটাইম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন;

    ২. আপনার আইফোনটিকে ম্যাকের সঙ্গে কানেক্ট করুন এবং কুইকটাইম অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করুন;

    ৩. অ্যাপ্লিকেশনটির ফাইল অপশনটিতে যান এবং নতুন অডিও রেকর্ডিং অপশনটিতে ক্লিক করুন;

    ৪. এরপর অপশন হিসেবে আইফোন অপশনটি ক্লিক করুন এবং কুইকটাইমে রেকর্ড বাটনে চাপুন;

    ৫. এ পর্যায়ে আপনি আইফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কল করুন এবং অ্যাড ইউজার আইকনে ক্লিক করুন। ফলে আপনার ভয়েস কল স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। পরে রেকর্ড করা ফাইলটি ম্যাকে সেভ হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…