আবেগ প্রকাশের একমাত্র মাধ্যম হলো ভালোবাসা। এই আবেগ প্রকাশের অনুভূতি যেন অন্যরকম। আমরা সবাই শৈশবকাল থেকে চিরন্তন ভালোবাসার গল্প পড়েছি। রোমিও-জুলিয়েট হোক বা লায়লা-মজনু, প্রত্যেক ভালোবাসার কাহিনিই দু’জনের ভেতরকার প্রেমকেই বোঝায়।
এদিকে ফেব্রুয়ারি আসলে যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের ১৪ তারিখ কপোত-কপোতিদের সর্বাধিক প্রতীক্ষিত দিবস অর্থ্যাৎ ভ্যালেন্টাইনস ডে। এছাড়া এর আগে সপ্তাহজুড়ে আরও বেশ কিছু আয়োজনতো রয়েছে। তেমনই একটি দিন আজ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আজ প্রপোজ ডে। তবে কজনই বা পারে। মনের কথা প্রিয় মানুষকে জানানোর পথে একটাই বাধা সামনে এসে দাঁড়ায়, আর তা হলো প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা। প্রেমের প্রস্তাবে যদি প্রিয় মানুষটি না করে দেন।
এমন ভাবনা মুছে ফেলুন, শুভ সময় দেখে প্রপোজ করুন, তাহলে এর শুভ প্রভাবে প্রিয় মানুষটি আপনাকে প্রত্যাখ্যান করতে পারবে না। তাই যেকোনো সময় নয়, সঠিক সময় দেখে তবেই ভালোবাসার মানুষকে আপনার মনের কথা জানান। জেনে নিন আজ কখন আছে প্রপোজ করার শুভ যোগ।
প্রপোজ ডের শুভ সময়
প্রপোজ ডে’তে কীভাবে সঙ্গীকে প্রপোজ করবেন, তার সব প্রস্তুতি যদি হয়ে যায়, তাহলে জেনে নিন ঠিক কোন সময়ে মনের মানুষকে নিজের মনের কথা জানাবেন। আজ ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে-তে মাত্র ৪৭ মিনিট সময় পাবেন প্রিয়জনকে প্রপোজ করার জন্য। এই সময় সঙ্গীকে প্রেমের প্রস্তাব দিলে আপনাকে ব্যর্থ হয়ে ফিরতে হবে না।
প্রপোজ করার জন্য শুভ সময় থাকবে বিকাল ৩টা থেকে ৩টা ৪৭ মিনিট পর্যন্ত। এই ৪৭ মিনিট সময় হল প্রপোজ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। একটা কথা মনে রাখবেন, আজ থাকবে ভদ্রার অশুভ ছায়া। দুপুর ১টা ৯ মিনিট থেকে থাকবে ভদ্রা নক্ষত্র। তাই ভুলেও আজ ভদ্রার মধ্যে প্রিয়জনকে প্রপোজ করবেন না। না হলে আপনার জীবনে প্রেমের ভদ্রার কালো ছায়া পড়বে।