বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিনি আগেও এসেছেন। মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করেছেন। মাতিয়েছেন দর্শকদের। মঞ্চ থেকে টেলিভিশন।
টেলিভিশন থেকে চলচ্চিত্র। কোথায় নিজের জাহির করেননি আহমেদ রুবেল। আজ সকাল থেকে তাঁর গুণকীর্তন করলেন তাঁরই সহশিল্পীরা। কাঁদলেনও।
তাও শিল্পকলাতেই। জাতীয় নাট্যশালা চত্বরে। কিন্তু সেসবের কিছুই শুনলেন না আগমেদ রুবেল। দরাজ কণ্ঠে বিনয়ী হয়ে বললেন না, ‘আরে কি বলছো, আমি তো ওরকম নই।’
তিনি শিল্পকলায় এসেছিলেন ঠিকই তবে নিজের গাড়িতে নয়, লাশবাহী ফ্রিজিং গাড়িতে। শুয়ে ছিলেন নিথর দেহে। গতকাল নিজের সিনেমার প্রিমিয়ারে গিয়ে বসুন্ধরা সিটির গাড়ি পার্কিংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। তাঁর এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে বিনোদন জগৎ।
আজ তাঁর সহকর্মী, বন্ধু, অনুরাগীরা শ্রদ্ধা জানানোর জন্য সকাল সাড়ে দশটায় পরে তাঁর লাশ আনা হয় শিল্পকলা একাডেমিতে।
ঢাকা থিয়েটারের উদ্যোগে লাশবাহী ফ্রিজার গাড়িতে সকাল ১১টা নাগাদ শিল্পকলা চত্ত্বরে আনা হয় আহমেদ রুবেলের মরদেহ। গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গে তাঁর মরদেহ ঘিরে ধরেছেন সবাই। একে একে প্রত্যেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগী ও সহশিল্পীরা।
ঢাকা থিয়েটার ছাড়াও আহমেদ রুবেলকে শ্রদ্ধা নিবেদন জানাতে আসে আওয়ামিলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সাংসদ ও চিত্রনায়ক ফেরদৌস, চরকি, আলফা আই অনেকেই।
ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেয়। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী।’
নির্মাতা মোর্শেদুল ইসলাম বলেন, ‘যতজন শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আমার কাছে মনে রুবেলই পারফেক্ট ছিল। তার আত্মার শান্তি কামনা করছি। তাকে নিয়ে স্মৃতিচারণ করলে কথা বলে শেষ করা যাবে না।’
তাকে নিয়ে কথা বলেন আগামীকাল মুক্তির অপেক্ষায় থাকা পেয়ারার সুবাস চলচ্চিত্রের নুরুল আলম আতিক। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাল আসছিলাম প্রিমিয়ারে। তিনি গাড়ি চালাচ্ছিলেন। বসুন্ধরা সিটির বেজমেন্টে মানুষটা এভাবে চলে যাবেন ভাবিনি। শেষ কয়েকবছর তার বন্ধু ছিলো না। একদিন খেয়াল করলাম আমিই তার বন্ধু। এভাবে আমার বন্ধুটা চলে যাবে ভাবিনি।’
এরপর ‘বৃক্ষমানব’ খ্যাত অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথি, জোড় পুকুরে আসর বাদ হবে অভিনেতার দাফন।