জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মিয়ানমার সীমান্তে সংঘর্ষের ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট নয় । মিয়ানমারের সৈন্য বাংলাদেশে ঢুকে পড়ছে, তাদের ছোড়া গোলাবারুদে দেশের মানুষের প্রাণহানি হচ্ছে। মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। সরকারকে কূটনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে।
রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা, মহানগর ও অঙ্গসহযোগি সংগঠনের সমন্বয়ে যৌথ কর্মীসভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
দেশে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সরকারকে সর্তক থাকার আহ্বান জানান তিনি। সেই সাথে আসন্ন রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেন জিএম কাদের।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা নুর আলম যাদু মিয়াসহ অন্যরা।
এমআর