শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পৌর এলাকার তাতালপুর এবং চরপক্ষীমারি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ব্রিজ সংলগ্ন টোল ঘরের কাছে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- শহরের চকবাজার মহল্লার এরশাদ আলীর ছেলে আমির হামজা আনন্দ (৩০) এবং শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের জুলহাস উদ্দিনের ছেলে আজিজ মিয়া (৩৫)।
জানা যায়, শেরপুর শহরের দুই কলা ব্যবসায়ী আজিজ মিয়া ও মুখলেছ উদ্দিন কলা কেনার জন্য শেরপুর শহর থেকে জামালপুর রওনা হয়। রাত সারে ৭টার দিকে শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র নদের ব্রিজের টোল বক্সের সামনে এলে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক আজিজ মিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং অপর মোটরসাইকেল আরোহী একই উপজেলার রৌহা চরপাড়ার নেহাজ উদ্দিনের ছেলে মুখলেস উদ্দিন গুরুতর আহত হয়। তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর এলাকার তাতালপুর নামক স্থানে অটোরিক্সাচালিত সিএনজির সাথে বিপোরীতমুখি থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আমির হামজা আনন্দ ঘটনাস্তলেই মারা যান। সিএনজি চালকসহ চারজন আহত হয়। আহতদের দুজনকে শেরপুর জেলা সদর হাসপাতাল এবং অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।