ময়মনসিংহের ত্রিশাল পৌর সভার উপনির্বাচনের মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ত্রিশাল আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আনিছুজ্জামানের সহধর্মিণী শামীমা আক্তার।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট থেকে শামীমা আক্তারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহিদা ইয়াসমিন,মাজহারুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা তরিকুল হাসান আমির প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৯ মার্চ ত্রিশাল পৌরসভার উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।