কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে শুরু হওয়া তিন দিনের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এ সময় আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়। এর আগে, গত বৃহস্পতিবার লাখো মুসল্লির অংশগ্রহণে এ ইজতেমা শুরু হয়।
ইজতেমার সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন বলেন, ইজতেমায় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মাওলানা ইউনুছ আহমাদ, পীর সাহেব খুলনা, নও মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা রেজাউল করীম, মোসলেহ উদ্দীন আজাদী, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির সদস্য জয়নুল আবেদীন প্রমুখ বয়ান করেন।
এফএস