বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১০০ ছক্কার মাইলফলক গড়লেন ফরচুন বরিশালের উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিম।
আজ শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রেকর্ডটির মালিক হন তিনি। দিন তিনেক আগে প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তিটি গড়েন মুশফিকের দলের অধিনায়ক তামিম ইকবাল।
এ দুজন বাদে বিপিএলে ১০০ ছয় আছে শুধু ক্রিস গেইলের। ক্যারিবীয় তারকা ৫২ ইনিংসে ১৪৩টি ছক্কা হাঁকিয়েছেন।
মুশফিক ১১৫ ইনিংসে ছক্কার সেঞ্চুরি করলেন। ৯৭ ইনিংসে বরিশাল দলনেতা শততম ছক্কা হাঁকিয়েছিলেন।
মুশফিকের কীর্তির ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৮ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এ জয়ে আসরটির প্লে-অফে যাওয়ার লড়াইয়ে আরও এগোল তামিম ইকবালের দল। তবে হেরে লিগপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেটের। বাকি থাকা দুই ম্যাচে জিতলেও প্লে–অফে ওঠা হবে না গতবার ফাইনালিস্টদের।
এফএস