এইমাত্র
  • পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • যশোরে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন
  • চুরি করতে গিয়ে বোনের শাশুড়িকে জবাই করে হত্যা
  • আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক
  • যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত: হামাস
  • কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না: কাদের
  • জীবনের শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন শাফিন
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    খেলা

    শান্ত বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবে, আশা নান্নুর

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম

    শান্ত বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবে, আশা নান্নুর

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম

    লম্বা সময় বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। এবার সেই পদ থেকে সরে গেছেন তিনি। তার সময়ে বাংলাদেশ দল অনেক বড় বড় সাফল্য পেয়েছে। অনেক তরুণ ক্রিকেটারও উঠে এসেছে। তবে তাকে সবচেয়ে বেশি সমালোচনা সহ্য করতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে।

    শান্ত যখন ফর্ম নিয়ে ধুঁকছিলেন তখনও তার পাশে ছিলেন নান্নু। সেই শান্তই গত কয়েক বছর ধরে বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। কদিন আগেই তাকে তিন ফরম্যাটের অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বলে দেয়াই যায় নান্নুর আস্থার প্রতিদান দিয়েছেন শান্ত।

    আনুষ্ঠানিকভাবে কয়েকদিন আগেই শেষ হয়েছে নান্নুর মেয়াদ। নির্বাচক পদে না থাকলেও শান্তর জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, 'সবার সমর্থন দরকার, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার। আশা করছি শান্ত দায়িত্বে আছে, নিজের দায়িত্ব পুরোপুরি পালন করবে এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।'

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বসেই এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি দেখেছেন নান্নু। তিনিই প্রথম তানজিদকে জাতীয় দলে নিয়ে এসেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারলেও নান্নুর বিশ্বাস তানজিদ এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জাতীয় দলেও সফল হবেন।

    তিনি বলেন, 'এখানে অনেকগুলো খেলোয়াড় ভালো খেলেছে। আজকে তো তানজিদ তামিম দারুণ ব্যাটিং করেছে। ধারাবাহিকভাবে একটা জায়গায় পারফর্ম করা খুবই ‍গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতাগুলো যদি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পায় তাহলে কাজে লাগাতে পারবে। অনেকগুলো খেলোয়াড়কে যথেষ্ট ভালো লেগেছে। তরুণ ক্রিকেটাররা বড় একটা প্লাটফর্মে সুযোগ পেয়েছে, আরও সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরবে। জাতীয় দলে যদি সুযোগ পায় তাহলে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে।'

    দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বেশ কয়েকটি ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে তাকে আরও সময় দিতে হবে বলে মনে করেন সাবেক এই বাংলাদেশি ব্যাটার।

    নান্নু বলেন, 'অনেকদিন কিন্তু ইনজুরির জন্য বাইরে ছিল প্রায় ৮ মাসের মতো। এখন ফিরে এসেছে। দুটো-তিনটে ম্যাচ দেখে একজনের ফিটনেস যাচাই করা যায় না। ওকে একটু সময় দিতে হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ক্রাইটেরিয়াটাও ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। সুতরাং একটু সময় তো অবশ্যই দিতে হবে। আরও কিছু ম্যাচ দরকার।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…