এইমাত্র
  • ব্যাংকিং খাত সংস্কারে টাস্কফোর্স গঠন
  • বেশি সময় নিলে মানুষের মধ্যে ক্ষমতার স্বাদ এসে যায়: জামায়াত আমীর অধ্যাপক মুজিবুর রহমান
  • গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত
  • ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ
  • বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি করতে চায় পাকিস্তান
  • 'মির্জা' মোশাররফ করিম, বিপরীতে পারশা ইভানা
  • লক্ষ্মীপুরে বন্যায় দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্ত
  • উত্তাল মণিপুর, কাঁদানে গ্যাসে শিক্ষার্থীসহ আহত ৯০ জনের বেশি
  • ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে ভারতের চিঠি
  • ‘কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না’
  • আজ বুধবার, ২৭ ভাদ্র, ১৪৩১ | ১১ সেপ্টেম্বর, ২০২৪
    আন্তর্জাতিক

    ১০৬ বছর বয়সে হাইস্কুল ডিপ্লোমা ডিগ্রি পেলেন স্মলস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম

    ১০৬ বছর বয়সে হাইস্কুল ডিপ্লোমা ডিগ্রি পেলেন স্মলস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম

    যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ১০৬ বছর বয়সি এক ব্যক্তিকে সম্মানসূচক হাইস্কুল ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়েছে। তার নাম ফ্রেড অ্যালেন স্মলস।

    গত সপ্তাহের ছুটির দিনে রাজ্যের জর্জটাউন হাইস্কুলে শতাধিক ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ডিগ্রি দেওয়া হয়।

    স্মলসের ছোট নাতনি বিরডেলা কিনি দাদাকে এই ডিগ্রি পাইয়ে দিতে এবং অনুষ্ঠানটি আয়োজন করতে এক বছরের বেশি সময় ধরে চেষ্টা করে যাচ্ছিলেন। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট কেইথ প্রাইস এবং জর্জটাউনের মেয়র ক্যারোল জেরো।

    জর্জটাউন কাউন্টির প্ল্যান্টার্সভিল এলাকায় ১৯১৮ সালের ৫ ফেব্রুয়ারি স্মলসের জন্ম। তারা সাত ভাইবোন। কিনি এবিসি ১৫ নিউজকে বলেন, স্মলস বড় হয়েছেন তার দাদি ড্যাফনি গ্রেগস ও ফুফু ইলা ওয়াকারের কাছে।

    কিনি বলছিলেন, স্মলস প্ল্যান্টার্সভিলে বনের ভেতরে নামহীন একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েন। স্মলসের বয়স যখন ১৫ বছরের কোঠায়, তখন তিনি প্ল্যান্টার্সভিল এসসিতে মাউন্ট কারমেল ব্যাপটিস্ট গির্জায় খ্রিষ্টধর্মে দীক্ষিত হন।

    এরপর স্মলস সাউথ ক্যারোলাইনার আরেক শহর মুলিনসে তামাক কারখানায় কাজ করতে চলে যান। সেখানেই তার মা-বাবা ও ভাইবোনেরা থাকতেন। এরপর স্মলস সেখানে অষ্টম গ্রেড পর্যন্ত পড়াশোনা করেন। সেখান থেকে পাড়ি দেন ওয়াশিংটন ডিসিতে।

    স্মলস অ্যাপার্টমেন্ট ভবনে দারোয়ানের কাজসহ নানা কাজ করেন। দীর্ঘদিন তিনি ওয়াশিংটন ডিসিতে কাজ করেছেন। তিনি প্রেসিডেন্ট জন এফ কেনেডির সময় ১৯৬০-এর দশকে অবসরে যান।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…