এইমাত্র
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • যশোরে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন
  • চুরি করতে গিয়ে বোনের শাশুড়িকে জবাই করে হত্যা
  • আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক
  • যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত: হামাস
  • কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না: কাদের
  • জীবনের শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন শাফিন
  • ট্রেন চলাচলের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: রেলওয়ে
  • এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    রোহিঙ্গা সন্ত্রাসী আরসার ৪ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম

    রোহিঙ্গা সন্ত্রাসী আরসার ৪ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম

    কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবির গুলোতে অবস্থান নেওয়া মিয়ানমারের শীর্ষ সন্ত্রাসী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে আটক করেছে এপিবিএন সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয় তারা।

    শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের কাছে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে কর্মরত ৮ এপিবিএন'র অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো.আমির জাফর।

    গোপন সংবাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উখিয়া উপজেলা জামতলী ১৫ নং রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে আরসার ৪ সন্ত্রাসীকে আটক করা হয়।

    তিনি জানান, এসময় তাদের কাছ থেকে,৫টি ওয়ান শুটারগান, একটি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩টি হাতের তৈরি গ্রেনেড, ৩টি বড় পটকা, একটি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২টি লোহার ছিকল উদ্ধার করতে সক্ষম হয়।

    আটক সন্ত্রাসীরা হচ্ছে- মোহাম্মদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। এরা সবাই উখিয়াতে অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা এবং আরসা বাহিনীর সক্রিয় সদস্যরা।

    সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা শিবিরে নাশকতা সৃষ্টি করার জন্য বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ জামতলী ১৫নং ক্যাম্প এলাকায় অবস্থান নিয়েছিল।

    উক্ত সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অভিযানিক দলের উপস্থিত টের পেয়ে আরসা সন্ত্রাসীরা দৌঁড়ে পালাতে শুরু করে। এসময় অভিযানিক দল তাদের ধাওয়া করে ৪ জন আরসা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

    ধৃত ৪ সন্ত্রাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…