রাজবাড়ীতে একটি ট্রাকভর্তি অবৈধ চারটন (৫৮) বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। একই সাথে ট্রাক চালক তার সহকারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ী থানার ওসি ইফতেখারুল আলম প্রধান।
আটককৃতরা হলো, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বেলাল হোসেন (২৫)ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রায়পুর এলাকার জয়নাল শিকদারের ছেলে মো. খায়রুল ইসলাম(১৯)।
সংবাদ সম্মেলনে ওসি ইফতেখারুল আলম প্রধান জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে শহরের বড়পুল এলাকা থেকে ট্রাকভর্তি অবৈধ পলিথিন জব্দ করা হয়। ঢাকা ট্রাক ভর্তি পলিথিন কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল। জব্দকৃত পলিথিনে বাজার মূল্য ৬ লাখ টাকা।
ইফতেখারুল আলম প্রধান আরও জানায়, এ বিষয়ে রাজবাড়ী থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এমআর