নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে শিক্ষার্থী সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন উপজেলার ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। আগামীর প্রজন্ম যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার দায়িত্ব নেবে তাদের একটি অংশ মাদকের ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে এটি রাষ্ট্রের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার পথে অন্তরায় গুলো আমাদের দূর করতে হবে।
শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শিক্ষকদেরকে শিক্ষার্থীদের সচেতনতার দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের কুফল সম্পর্কে বর্ণনা করে তাদেরকে মাদকের প্রতি ঘৃণা সৃষ্টি করাতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সন্তানের সচেতনতার দায়িত্ব নিতে হবে। সন্তান কোথায় যাচ্ছে কি করছে কোন ধরনের সহপাঠীদের সাথে মিশছে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জনসচেতনতায় আপনাদের ভূমিকা অপরিসীম তাই মাদক বিরোধী প্রচারণায় সম্পৃক্ত থেকে সাংবাদিকদের আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার প্রমুখ।
এমআর