এইমাত্র
  • চাটমোহরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
  • শরীয়তপুরে ঘোড়ার গাড়িতে করে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়
  • রাজবাড়ীতে হাসপাতালের নির্মাণ সামগ্রী বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ
  • বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু
  • বন্দি ইসরাইলি তরুণীর প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব হামাস যোদ্ধার
  • সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯
  • থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা, শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে
  • জয়পুরহাটে তাপদাহে জনজীবন অতিষ্ঠ, বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ
  • টাঙ্গাইলে কাগজপত্র ঠিক না থাকায় ৩ বাসকে জরিমানা
  • আজ শনিবার, ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪
    দেশজুড়ে

    রাজবাড়ীতে ভাঙ্গা ব্রিজে সাইকেল নিয়ে পরে এক বৃদ্ধ গুরুতর আহত

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম

    রাজবাড়ীতে ভাঙ্গা ব্রিজে সাইকেল নিয়ে পরে এক বৃদ্ধ গুরুতর আহত

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম

    রাজবাড়ীতে ভাঙ্গা ব্রিজ থেকে বাইসাইকেল নিয়ে ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। আহত ব্যক্তির নাম রমজান বেপারী (৬০) তিনি জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের বাসিন্দা।

    বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে চারটার সময় উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে অবস্থিত চত্রা নদীর ব্রিজে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান ঘটনার সময় আহত রমজান বেপারী সাইকেল চালিয়ে ব্রিজের উপর ওঠে আসেন। এ সময় অপর পাশ থেকে একটি ভ্যান এসে তার মুখোমুখি হয় এ সময় ভ্যান গাড়িটাকে সাইট দিতে গিয়ে পা ফসকে সাইকেলসহ ব্রিজের নিচে পড়ে যান তিনি। ব্রিজের রেলিং ভাঙ্গা থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়।

    বিল চত্রা গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, এটা এখন আর ব্রিজ নেই আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এই ব্রিজটি। বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ এখান দিয়ে যাতায়াত করে, সামনেই ঐতিহ্যবাহী বাগদুলীর হাট। এই হাটে কৃষক ও ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের জন্য দূর-দূরান্ত থেকে আসেন। ব্রিজের অবস্থা বেহাল হাওয়ায় এই হাটে এখন আর আগের মত কৃষক-ব্যবসায়ীরা আসেন না।

    স্থানীয় আরেকজন বলেন, কয়েক বছর আগেই ব্রিজের রেলিং ভেঙ্গে গেছে, কিছুদিন হল ব্রিজের মাঝখানে ভেঙ্গে গেছে। সেখানে বাঁশের চরাট দিয়ে কোন মত যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। কৃষি পণ্য বোঝাই ভর্তি গাড়ি নিয়ে ব্রিজের উপরে উঠলে থরথর করে কাপে ভয়ে থাকি কোন সময় যেন ভেঙ্গে নিচে পড়ে মৃত্যু হয়। তিনি আরো বলেন ব্রিজটি এত সরু একটি ভ্যান উঠলে আরেকটি সাইকেল যাওয়ার মত অবস্থা থাকে না যার কারণেই গতকাল এই দুর্ঘটনাটি ঘটেছে।

    মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ প্রামানিক বলেন, ব্রিজটি অনেক আগেই ভেঙ্গে গেছে আমি ফ্রি ফ্রি বাঁশ দিয়ে ব্রিজটি মেরামত করে যাতায়াতের ব্যবস্থা করেছি। কর্তৃপক্ষকে জানিয়েছি তারা বলেছে বাজেট নেই। এখানে অবশ্যই একটি নতুন ব্রিজ প্রয়োজন।

    উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা জাকির হাসান বলেন, নতুন ব্রিজের জন্য চাহিদা পত্র পাঠানো হয়েছে অনুমোদন হয়ে আসলেই টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে। সেই সাথে সবাইকে একটু সাবধান হয়ে চলাচল করার পরামর্শ দিয়েছেন তিনি।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…