ফেসবুকে পাওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায় দলবদ্ধভাবে কিছু মানুষ গভীর রাতে ঢাকার রাস্তায় খাবার প্যাকেট বিতরণ করছেন। একনজরে দেখলে না বোঝা গেলেও একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে বিতরণকারীদের দলে রয়েছে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ।
এ বিষয়ে অবশ্য নির্মাতা মোস্তফা কামাল রাজ কথা বলতে চাননি। তবে জানা গেছে, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নির্মিত চলচ্চিত্র ওমর। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শরীফুল। ছবিটির নামাঙ্কিত টি শার্ট পরে মধ্যরাতে নেমে পড়েন ছবির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন।
গভীর রাতে রাজধানী উত্তরা, বিমানবন্দর স্টেশন ও এর আশেপাশের এলাকায় সেহরির জন্য প্যাকেট খাবার বিতরণ করেছেন তারা।
ইতোমধ্যে ওমর সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে, সিনেমাটির গল্প সম্পর্কে তেমন কোনও আভাস পাওয়া যায়নি টিজারে। তবু দর্শকের আগ্রহ টের পাওয়া যাচ্ছে। এছাড়া সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিকেও রয়েছে আধুনিকতার ছাপ। যা বাড়তি আকর্ষণ তৈরি করছে দর্শকের মনে।