এইমাত্র
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • যশোরে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন
  • চুরি করতে গিয়ে বোনের শাশুড়িকে জবাই করে হত্যা
  • আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক
  • যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত: হামাস
  • কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না: কাদের
  • জীবনের শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন শাফিন
  • ট্রেন চলাচলের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: রেলওয়ে
  • এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    আন্তর্জাতিক

    রোলেক্স ঘড়ির সন্ধানে প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি!

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৩:১২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৩:১২ পিএম

    রোলেক্স ঘড়ির সন্ধানে প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি!

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৩:১২ পিএম

    রোলেক্স ঘড়ির সন্ধানে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। দেশটিতে এই ঘটনায় হওয়া দুর্নীতিকাণ্ডের নাম দেওয়া হয়েছে 'রোলেক্সগেট'।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালিয়ে কর্তৃপক্ষ এক ডজনেরও বেশি রোলেক্স ঘড়ির সন্ধান করছিল। এগুলো প্রেসিডেন্ট বলুয়ার্তে ঘোষণা করেননি বলে অভিযোগ রয়েছে।

    ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার সময় থেকে একটি সংবাদ প্রতিবেদনে প্রেসিডেন্ট উপহার পাওয়া ঘড়ির বিষয়টি তুলে ধরা হয়। এরপরই তার বিলাসবহুল ঘড়ি নিয়ে তদন্ত শুরু হয়।

    বলুয়ার্তে বলেছিলেন যে, তার রোলেক্স ঘড়িটি পুরাতন, তিনি এটি ১৮ বছর বয়স থেকে অর্থ জমানোর পর কিনেছিলেন।

    সরকার এই মাসের শুরুতে ঘোষণা করেছে যে, গত দুই বছরে প্রেসিডেন্ট ঘোষিত সম্পদ পর্যালোচনা করবে। গত সপ্তাহে এক বক্তৃতায় প্রেসিডেন্ট বলুয়ার্তে জানিয়েছিলেন যে, তিনি দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব নিয়েছেন এবং দুর্নীতিমুক্ত থেকেই দায়িত্ব ছাড়বেন।

    শনিবার ভোরে প্রেসিডেন্টের বাড়িতে পুলিশ এবং প্রসিকিউটর অফিসের যৌথ অভিযান স্থানীয় টেলিভিশন চ্যানেল লাতিনাতে সম্প্রচার করা হয়।

    খবরে বলা হয়েছে, রাজধানী লিমার সুরকিলো জেলায় প্রেসিডেন্টের বাড়িতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। এর আগে প্রেসিডেন্টকে ঘড়িগুলো বের করে দিতে বলেছিলেন কর্মকর্তারা। কিন্তু প্রেসিডেন্ট সেটি অস্বীকার করার পর অভিযান শুরু হয়।

    পেরুর প্রেসিডেন্ট বলুয়ার্তে সাবেক আইনজীবী। তিনি তার পূর্বসূরি পেদ্রো কাস্টিলো অভিশংসিত হওয়ার পর ঘটনাক্রমে প্রেসিডেন্টের দায়িত্ব পান।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…