বরগুনার আমতলীর গত ৯ মার্চ পৌর নির্বাচনে নবনির্বাচিত মেয়র মো.মতিয়ার রহমান ও কাউন্সিলরদের বরিশাল বিভাগীয় কার্যালয় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (১ এপ্রিল) বিকালে বরিশাল বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার জনাব মোঃ শওকত আলী আমতলীর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
পৌরসভার মেয়র, ৯জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ৩টি আসনের মহিলা কাউন্সিলররা শপথ গ্রহণ করেন।
এসময় শপথ বাক্য পাঠ করেন আমতলী পৌরসভার সদ্য তৃতীয়বারের নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামি লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, নবনির্বাচিত ১নং ওয়ার্ডের মোঃ নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের মোঃ মুসা, ৩নং ওয়ার্ডের মোঃ লিমন মৃধা, ৪নং ওয়ার্ডের হোসেন সিদ্দিকী রেজওয়ান, ৫নং ওয়ার্ডের মোয়াজ্জেম হোসেন ফরাদ, ৬নং ওয়ার্ডের মো: রুমি, ৭নং ওয়ার্ডের মোঃ টিটু হাওলাদার, ৮নং ওয়ার্ডের মোঃ নুরজামাল হোসেন ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিএম মুসা,। সংরক্ষিত মহিলা আসনে ১, ২, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর মোসা.মুকুল বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডের ইশরাত জাহান লাভলী, ৭, ৮, ৯নং ওয়ার্ডের ছালমা বেগম। এছাড়াও শপথ গ্রহণে মেয়রের সফর সঙ্গী হিসাবে শতাধিক নেতাকর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
আমতলী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন,আমতলী পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
এফএস