ঠাকুরগাঁও সদর উপজেলা আকঁচা ইউনিয়ন বকশের হাট এলাকায় আব্দুস সালাম এর জমি দখলের জন্য বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম জুয়েল নামে একজনের উপরে। এ ঘটনায় ঠাকুরগাও সদর থানায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুস সালাম এর মায়ের সম্পত্তি ২২ শতক জমিতে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল। তিনি তার জমিতে বসবাসের জন্য একটি টিনচালা ঘর নির্মান করে। গত ২৪শে মার্চ রাত ১০ ঘটিকায় স্থানীয় আরিফুল ইসলাম জুয়েল তার বাহিনী নিয়ে জমিতে হামলা চালায়। এসময় টিনের ঘর ভাঙচুর করা হয় ও বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলা হয়। পরে পাওয়ার টিলার এনে টিন, ইট সবকিছু নিয়ে যাওয়া হয়। রাত বেশি হওয়ায় এসময় বেশি মানুষ না থাকায় তারা এসব ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।
এছাড়াও এসময় তারা আব্দুস সালাম এর পরিবারের লোকজনকে হুমকি প্রদান করে জুয়েল। এ ঘটনায় আব্দুস সালাম এর ভাতিজা আলিমুজ্জামান বাদি হয়ে গত ২৭ শে মার্চ ঠাকুরগাও সদর থানায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরিফুল ইসলাম জুয়েল বলেন, জায়গাটি নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। সেটিকে উপেক্ষা করে তারা নিজে স্থাপনা করেছে আবার নিজে ভেঙেছে। আমি সহ আমার কেউ এটার সাথে জড়িত নন। কোন ধরনের প্রমাণ দিতে পারলে আমরা নিজে আইনের কাছে যাব।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখব।
এআই