চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে নিখোঁজের দুইদিন পর পারভেজ আহমেদ (১৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পারভেজ আহমেদ হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে।
মঙ্গলবার (০২ মার্চ) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। গত ৩১ মার্চ সন্ধ্যার দিকে উদয়নগর এলাকা থেকে নিজ বাড়ি আসার পথে নিখোঁজ হয় পারভেজ।
পরে তাকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল সোমবার গোমস্তাপুর থানায় একটি জিডি করেন শিশুটির পিতা দুলাল আলী।
গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং মৃত্যু ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।
এআই