বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে জেলের জালে একটি হাঙরের বাচ্চা ধরা পড়েছে।
রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় ধরা পড়া হাঙরের বাচ্চাটিকে উপজেলার বানারী পাড়া বাজারের সততা মৎস্য আড়তে আনা হয় বলে ওই আড়তের মালিক সত্যরঞ্জন জানান।
তিনি বলেন, সন্ধ্যা নদীতে রবিবার জাল ফেলেছিলেন কালু জেলে। পরে সন্ধ্যায় জাল টেনে তোলার পর প্রায় দুই কেজি ওজনের একটি হাঙরের বাচ্চা পাওয়া যায়।পরে আমার মাছের আড়তে নিয়ে আনা হয়। সোমবার সকল পর্যন্ত কোনো ক্রেতা না পাওয়ায় হাঙরটি নদীতে ফেলে দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন, অনেক রাতে হাঙরের বাচ্চার খবরটি জেনেছি। তাই গিয়ে দেখা হয়নি। ফলে হাঙরটি কোনো প্রজাতির তা বলা যাচ্ছে না। পথ ভুলে হাঙরের বাচ্চাটি নদীতে এসেছিল বলে ধারণা এই মৎস্য কর্মকর্তার।
এআই