নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী কৃষ্ণ রবিদাস (৩০) নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে বদলগাছী ব্রীজের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার অটোরিকশা যোগে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কৃষ্ণ। বদলগাছী সদরে ব্রীজের পাশে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস এসে অটোরিকশাতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে কৃষ্ণ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
নওগাঁ সদর থানার তদন্ত ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার আহতের পর উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।