ময়মনসিংহের ভালুকায় চুরি করা অটোরিকশা কেটে বিক্রির সময় আনোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার (০১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে কাটা যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কালাম আজাদ, এস আই নূর কাসেম, এএসআই কামরুল সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন কে আটক করলেও তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যায়।
এসময় অটোরিকশা খন্ড খন্ড যন্ত্রাংশ উদ্ধারসহ একজনকে আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন উড়াহাটি পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
এআই